বাচ্চাদের হঠাৎ জ্বর হলে করণীয়

    বাচ্চাদের হঠাৎ জ্বর হলে করণীয়


    শিশু বাচ্চাদের হঠাৎ করে জ্বর চলে আসছে এতে মা-বাবা উদ্বিগ্ন হয়ে ওঠে। মূলত বাচ্চা শিশুদের জ্বর আসলে হঠাৎ করেই চলে আসে। যার কোন অস্বাভাবিক অসুখ নাই এটি যে কারো যেকোনো সময় হতে পারে। যে কোন অস্বীকার করছে স্বাভাবিকভাবে প্রথম অবস্থায় জ্বর যে কোন একটি অসুখের বার্তা। তাই তৎক্ষণিকভাবে শিশুর জ্বর দেখে বেশি ভয় না পেয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা তাহলে চলুন হঠাৎ করে জ্বর আসলে কি করবেন তা দেখে নেওয়া যাক।


    শিশুর যে ঘরে থাকে সে ঘরটি ঠান্ডা রাখার চেষ্টা করুন। দরজা জানালা বন্ধ করে একেবারে কম্বলমুড়িয়ে কখনোই রাখবেন না। শিশু অসুস্থ বেড়ে যায় এমন কোন কাজ কখনোই করা উচিত না। শিশুর হঠাৎ করে জ্বর দেখা দিলে তাকে খোলামেলা বাতাসে রাখুন জবাব দ্রুত কমবে। অতিরিক্ত জল দেখা দিলে শিশুর হালকা একটি পোশাক পরান যাতে সে না ঘেমে যায় সে দুটো খেয়াল রাখুন।


    না যতটা সম্ভব হালকা পোশাক পরিয়ে রাখুন সম্ভব হলে জামা খুলে বাতাসে রাখুন অথবা হালকা পরিমাণ ফ্যান চালু রাখুন। অতিরিক্ত ভাবে চালানো যাবে না। কোনভাবে যেন শিশুর পানি শূন্যতা না দেখা দেয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। শিশুকে তরল যুক্ত খাবার বেশি করে খাওয়াতে হবে কিছু না খেতে চাইলে রস, ডাবের পানি এই সমস্ত খাবারগুলো খাওয়ান।


    অনেক শিশু রয়েছে যা কিনা অনেকটাই চঞ্চল তাদের ক্ষেত্রে অবশ্যই শিশুকে বিশ্রাম করাতে হবে কেননা অসুস্থ হলেও অনেক শিশু রয়েছে যারা কিনা দৌড়ঝাপ করতে পছন্দ করে তাই সেই সময়গুলোতে সাথে থেকে তাকে সময় দিন এবং বিশ্রাম নিতে সাহায্য করুন।


    শিশুর শরীর যদি স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণ জল দেখা যায় তাহলে চোখ মুখে লাল হয়ে যাওয়া এবং শিশুর স্বাভাবিকের চেয়ে বেশি ঘামতে থাকে এটা দেখেই সতর্ক হতে হবে। আর এই লক্ষণ গুলো দেখলেই বুঝতে হবে এটি জড় আসার প্রাথমিক লক্ষণ। এই সময় শিশুর তৃষ্ণা লাগতে পারে এবং আস্তে আস্তে সর্দিও লাগতে পারে।


    জ্বর হলে অনেক সময় শিশু সেটি অনুভব করতে পারে না সেক্ষেত্রে এই লক্ষণ গুলো দেখে আপনাকে বুঝে নিতে হবে যে শিশু জ্বরে আক্রান্ত হয়েছে। গলা ব্যথা বা কাশি বা সর্দি শুরু হয়ে যেতে পারে। অথবা পেট ব্যথা এবং বমি বমি ভাব ও দেখা দিতে পারে তাই এ বিষয়গুলো লক্ষ্য করুন।

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন