বাচ্চা কাশতে কাশতে বমি করে কি করবেন

    বাচ্চা কাশতে কাশতে বমি করে

    যদি কোন শিশু কাশতে কাশতে বমি করে তাহলে শিশুদের মেয়াদী কাশি বা হুপিং কাশির বলা হয়। শিশুদের এই কাশি হওয়ার পরে হুপ করে একটি শব্দ করে ওঠে এবং কাশি চলা অবস্থায় কিছু বমি করতে থাকে। হুপিং কাশির কারণে শিশুর চোখে রক্ত জমে যায় এবং অনবরত বমি করতে থাকে। এমন তা অবস্থায় শিশুর জন্যইরাইথ্রোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক দিয়ে দু সপ্তাহের মত চিকিৎসা নিলে শিশু সুস্থ হবে।


    শিশুর যদি এমন ধরনের কাশি অস্বাভাবিকভাবে শুরু হয়ে যায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেন দ্রুত পরামর্শ না নিলে কিন্তু এ রোগের আকার বাড়তে থাকবে। বাচ্চার এই কাশিকেই মূলত হুপিং কাকে বলা হয়।


    বাচ্চার কাশি বা জ্বর হলে এন্টিবায়োটিক বা কাশির ঔষধ না দিয়ে আগে শিশু বিশেষজ্ঞদের পরামর্শ নিন এবং শিশুর নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরামর্শ নেওয়া উচিত নিজে থেকেই কোন অ্যান্টিবেটিক বা অন্যান্য সিরাপ গুলো না খাওয়ানোরই চেষ্টা করবেন।


    এরকম লক্ষণ গুলো দেখা দিলে চিকিৎসকরা সাধারণত এন্টিবায়োটিকের পাশাপাশি ভালো চিকিৎসা দিয়ে থাকে তা না হলে কিন্তু শিশুর মৃত্যু হতে পারে। মনে রাখতে হবে যে কোন শিশুর জ্বর বা নিউমোনিয়ার নাও হতে পারে এ ক্ষেত্রে নিউমোনিয়া ছাড়াও শ্বাসতন্ত্রের অনেক সমস্যাও দেখা দিতে পারে এই কাশির মাধ্যমে।


    শ্বাসকষ্ট আক্রান্ত শিশুগুলো স্বাভাবিকভাবে তুলনায় দ্রুত বেড়ে যায় শ্বাস নেওয়ার সময় বুকের খাঁচার নিচের অংশ অনেকটাই দেবে যেতে পারে। শিশুর শরীরে অক্সিজেনের মাত্রা 93% এর নিচে নেমে যেতে পারে এই সময়। তাই অবশ্যই দ্রুত যেকোন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ট্রিটমেন্ট নেওয়া উচিত।


    কাশিমুলত কয়েক ধরনের হয়ে থাকে বাচ্চাদের কাশির ক্ষেত্রে মাঝারি থেকে তীব্র জ্বর অথবা ভেজা কাশি অথবা হুপিং কাশি দেখা দিতে পারে। কাশির আর একটা মূল কারণ হলো হাঁপানি শ্বাসকষ্টের পাশাপাশি কিছুদিন পর পর কাশি হয়ে থাকে শিশু ঘুমাতে পারে না ভালোমতো খাইতে পারে না এবং স্বাভাবিক অবস্থায় অসুস্থ বোধ করে।


    শাসনের সঙ্গে বাসীর মত শব্দ হয় নিয়মিত ইনহেলার এর মাধ্যমে হাঁপানোর জন্য নির্ধারিত ওষুধ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনহেলার বা ওষুধ ব্যবহার করুন এবং শিশুর কারণ কি কি কারনে কাশি হচ্ছে সেটা ডাক্তাররা পরামর্শ করেই মূলত ওষুধ দিবে সেই অনুযায়ী ট্রিটমেন্ট গ্রহণ করুন।

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন