বিড়ালের ভ্যাকসিনের নাম কি ও দাম

    rabisin vaccine

    বিড়ালের ভ্যাকসিনের নাম হলো rabisin vaccine (রবিসিন ভ্যাক্সিন) দাম ৩৫০ টাকা। বিড়ালের কিছু মারাত্মক রোগ হয় যেগুলোতে মানুষের মধ্যেও সংক্রমিত হতে পারে। এই কারণে বিড়ালকে Rabisin vaccine দিতে হয়। বিড়ালের বয়স যখন দুই থেকে তিন মাস হয় তখন এই ভ্যাকসিনটি দেওয়া যায়। তবে চার মাস বয়সে ভ্যাকসিনের প্রথম দোষ দেওয়া উচিত।


    প্রথমবার এই ভ্যাকসিন দেওয়ার পরে এক বছর পর পর বুস্টার ডোজ দিতে হয়। তাছাড়াও ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার বিড়ালের প্রতি বয়স যদি চার মাস হয়ে থাকে তাহলে অবশ্যই টিকা দিয়ে নিন এবং যেকোনোভেটেনারি ডাক্তারের পরামর্শ নিন।


    এছাড়া বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অনেক ধরনের ভ্যাকসিন রয়েছে যেগুলো দিলে বিড়াল এর রোগ কম হয় এবং শক্তিশালী হয়। কি এই ভ্যাকসিন গুলোর নাম তা বিস্তারিতভাবে দেখে নিন।


    1. CaniShot RV-K® 

    2.QUADRICAT®

    3.NOBIVAC® Feline 1-HCPCh 

    4.RABISIN® 


    এই ভ্যাকসিনগুলো দিলে বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এতে করে বিভিন্ন রোগ হওয়া থেকে মুক্তি পাবে। এই ভ্যাকসিনগুলোর দাম বাজারে ভিন্ন রকম হয়ে থাকে তবে যে কোন প্রশাসন থেকেই সংগ্রহ করতে পারবেন এক্ষেত্রে সঠিক দামটি নেওয়া হয়ে থাকে।

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন