কোন দেশের আইফোন সবচেয়ে ভালো

    কোন দেশের আইফোন সবচেয়ে ভালো

    আপনি যদি এখন সম্পর্কে বিস্তারিতভাবে তথ্যগুলো জানতে চান তাহলে আজকের এই পোস্টটি গুরুত্বপূর্ণ। আজকে আলোচনা করব কোন দেশের আইফোন সব থেকে ভালো এবং কোন মডেল গুলো বর্তমানে মার্কেটে এভেলেবল আছে এবং আইফোনের ব্যবহার সম্পর্কে বিস্তারিত ভাবে। এবং জানতে পারবেন পুরাতন এখন কোথায় পাবেন এবং সেগুলো কেনার ক্ষেত্রে কোনগুলো যাচাই-বাছাই করবেন দেখুন।


    অনেকেরই স্বপ্ন থাকে ভালো মানের আইফোন ব্যবহার করতো অথচ অনেকেই জানে না কোন দেশের আইফোন সব থেকে ভালো। এবং এই আইফোন গুলো কোন দেশে মূলত তৈরি করা হয় এবং বাংলাদেশ থেকে আপনারা অফিশিয়াল ভাবে কিভাবে কিনতে পারবেন তা সকল বিষয়গুলো নিয়ে আজকে পর্যায়ক্রমে আলোচনা করা হয়েছে।


    মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার আইফোন সবথেকে ভালো। যত এখন রয়েছে তার মধ্যে ৯০ভাগই প্রস্তুত করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডাতে। তাছাড়াও বর্তমানে ইন্ডিয়া চীন এবং জাপান সহ বিশ্বের অন্যান্য দেশগুলোতেও আইফোন তৈরি করে। তবে এই সমস্ত দেশগুলোর থেকে সবথেকে ভালো আইফোন  তৈরি হয় যুক্তরাষ্ট্র এবং কানাডাতে


    বাংলাদেশ থেকে যারা এখন কিনতে চাচ্ছেন তারা কিন্তু চাইলেই যুক্তরাষ্ট্র বা কানাডার iphone কিনতে পারবেন না এ ক্ষেত্রে কিন্তু যারা দেশের বাহিরে থাকে তারা এই সুযোগগুলো বেশি পায়। নরমালি বাংলাদেশে যে সমস্ত গুলো আসে সেগুলো সবই চায়নার তৈরি। তাছাড়া আছে কিছু ভিয়েতনামে অথবা ইন্ডিয়াতে বর্তমানে আইফোন তৈরি হচ্ছে সেগুলোই মূলত বাংলাদেশে আসছে


    যে সমস্ত কোম্পানিগুলো বর্তমানে বিভিন্ন দেশে আইফোন তৈরি করছে তারা কিন্তু আইফোনের মেন অফিসিয়াল দ্বারা পরিচালিত হয়ে থাকেআইফোন এক্ষেত্রে ওয়ারেন্টি বা অন্যান্য সুযোগ-সুবিধা সবগুলোই কিন্তু তারা অফিসিয়ালি ভাবে প্রদান করে থাকে। তাই আপনি যখন iphone কিনবেন তখন এটা চিন্তা ভাবনা করে কিনতে হবে যে আপনি আসলে কোন দেশের আইফোন কিনছেন সে বিষয়গুলো।


    আইফোন কোন দেশে তৈরি হয়

    বর্তমানে আইফোন অনেক বেশি তৈরি হচ্ছে চীন, জাপান, কোরিয়া, ইন্ডিয়া, জার্মানি, যুক্তরাষ্ট্র, কানাডা এই দেশগুলোতে সবথেকে বেশি পরিমাণ আইফোন তৈরি হচ্ছে। বাংলাদেশের মানুষ যে আইফোন গুলো ব্যবহার করে সেগুলো মূলত চীন এবং ইন্ডিয়া তৈরি। আইফোন এর কোম্পানিগুলো বিভিন্ন দেশে তাদের ফ্যাক্টরি তৈরি করেছে এবং এই সমস্ত জায়গা থেকেই মূলত সে দেশের প্রয়োজন অনুযায়ী আইফোন বাজারে সাপ্লাই করে


    Iphone ব্র্যান্ড মূলত যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মোবাইল কোম্পানি এই কোম্পানি বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশেই সাপ্লাই দিচ্ছে। তবে নরমালি যারা ছোট দেশগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন দেশের মাধ্যমে এই আইফোনগুলো হাতে পাই। তবে যদি আপনি আলাদাভাবে কাস্টম ভাবে তৈরি করে নিতে চান তাহলে কিন্তু আইফোনের মেন কোম্পানির সাথে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারবেন। এরকম ধরনের সুযোগ সুবিধা থাকে


    ২০২৪ সালে এখন পর্যন্ত আইফোনের কোম্পানি বাংলাদেশ তৈরি করছেনা শুধুমাত্র ইন্ডিয়া থেকে পরিচালিত হচ্ছে এই সমস্ত আইফোনগুলো। তাই এগুলো কিনার ক্ষেত্রে বা ওয়ারেন্টি নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ইন্ডিয়ার মাধ্যমে এই সার্ভিসগুলো নিতে হবে। ভারতের মুম্বাই শহরে কিন্তু আইফোনের কাস্টমার কেয়ার রয়েছে সেখান থেকে এই সমস্ত সার্ভিস গুলো নিতে হয়


    অ্যাপল কোম্পানির জনক কে

    অ্যাপল কোম্পানির জনক স্টিভ জবস। অ্যাপল কোম্পানির আরো দুজন মালিক ছিলেন তারা হলেন স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন। অ্যাপলের সদর দপ্তর হল অ্যাপল পার্ক, কুপার্টিনো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।


    আইফোন ব্যবহারের নিয়ম

    আপনি যদি বাজার থেকে নতুন আইফোন কিনে থাকেন তাহলে সর্বপ্রথম কাজ হল আইফোনটি একেবারে হানডেট পারসেনট ফুল চার্জ করা। এরপরে আইফোনটি ব্যবহার করার জন্য একটি অ্যাপল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। এই এখন অ্যাকাউন্ট ছাড়া কখনোই আপনি iphone ব্যবহার করতে পারবেন না। পর্যায়ক্রমে ব্যবহারের কয়েকটি দিক নির্দেশনা তুলে ধরলাম


    • Iphone 100% চার্জ করুন
    • একটি অ্যাপল একাউন্ট তৈরি করুন
    • একটি ইমেইল তৈরি করুন
    • আপনার একটা ফোন ভেরিফিকেশনের নাম্বার ব্যবহার করুন
    • Iphone ব্যবহারের টিউটোরিয়াল ইউটিউবে দেখুন
    • Iphone এর ক্যামেরা বা অন্যান্য সেটিংস গুলো একা ট্রাই করুন


    এইভাবে আপনারা পর্যায়ক্রমে কিন্তু আইফোনটি ব্যবহার করতে পারবেন। এ ছাড়া আপনাদের আরো উল্লেখযোগ্য কিছু কাজ রয়েছে এটি নেওয়ার পর পরে আপনাকে অবশ্যই ভালো মতো youtube এ টিউটোরিয়াল দেখে নিতে হবে তা না হলে কিন্তু আপনি এখন ব্যবহার করতে পারবেন না। অনেকেই নতুন অবস্থায় ব্যবহার করতে গিয়ে কিন্তু অনেক সেটিংস উল্টাপাল্টা করে ফেলে


    আপনি কি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান


    আইফোন অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আইফোন ব্যবহার করতে পারবেন না। এবং পরবর্তীতে অ্যাকাউন্ট ছাড়া যদি ব্যবহার করেন অথবা অন্যের একাউন্ট ব্যবহার করেন তাহলে কিন্তু এটি একটি বিপদ। কারণ যে কোন সময় এখন থেকে আপনাকে লগ আউট করে দিতে পারে তখন কিন্তু আপনার iphone অচল হয়ে যাবে এক্ষেত্রে আপনার iphone দ্বারা কিন্তু কিছুই করতে পারবেন না


    তাই উচিত হবে আপনার iphone একাউন্টে আপনার মত একটি পাসওয়ার্ড ব্যবহার করা যাতে এটা কেউ না জানে এবং অন্য কেউ লগইন করে যেন আপনার iphone এর অ্যাক্সেস না নিয়ে নিতে পারে


    এপেল কোম্পানির মালিক কে

    অ্যাপেল কোম্পানির মালিক স্ট্রিট জবস। ১৯৭৬ সালে একটি জবস এই কোম্পানি প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে এখন পর্যন্ত এই কোম্পানিটি সবথেকে বিশ্বের বড় মোবাইল ফোন কোম্পানি হিসেবে পরিচিত। আয়ের দিক থেকে সবথেকে বড় এবং প্রযুক্তির দিক থেকে সবথেকে উন্নত মানের প্রযুক্তি তৈরি করে অ্যাপেল কোম্পানি


    আইফোন ১০ এর দাম কত বাংলাদেশ

    আইফোন ১০ এর দাম ১৯৯০০ টাকা। অফিসিয়ালি ভাবে নিলে আরো বেশি পড়তে পারে। তবে যদি আপনি দেশের বাজার থেকে এটি কিনেন তাহলে কিন্তু ১৯৯০০ টাকার মধ্যে আইফোন  ১০ পেয়ে যাবেন।


    আইফোন কোন দেশের কোম্পানি

    আইফোন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি। আইফোনের যত মডেল এবং যত কিছু আছে সবকিছুই যুক্তরাষ্ট্র থেকেই কন্ট্রোল করা হয়। এবং iphone এর যে সমস্ত মডেল গুলো তৈরি করা হয়নি যুক্তরাষ্ট্রের আপেল কোম্পানি থেকে। বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র থেকেই আইফোনের যাবতীয় মডেল গুলো সেখান থেকেই রিলিজ করা হয়


    আইফোন 7 প্লাস বাংলাদেশ প্রাইস

    ২০২৪ সালে আইফোন সেভেন প্লাসের দাম বর্তমানে ১৬ হাজার ৭০০ টাকা। iphone 7 অনেক আগের মডেল তবে বর্তমানে iphone 7 এর থেকেও আরো নতুন কিছু মডেল এসেছে যেমন বর্তমানে iphone 16 পর্যন্ত চালু আছে। চাইলে বাজেট আপডেট করে আপনারা অন্যান্য মডেল গুলো নিতে পারেন


    আইফোন 8 প্লাস বাংলাদেশ প্রাইস

    আইফোন 8 প্লাস এর দাম ৩০ হাজার ৫০০ টাকা। বর্তমানে বাজারে কিন্তু একটি এখনো অ্যাভেলেবল তবে আইকন গুলো সাধারণত দেশের বাইরে ইউজ হয় পরবর্তীতে বাংলাদেশ এটি পুনরায় বিক্রি হয়ে বাংলাদেশের মানুষ এটি ব্যবহার করছে। তাই এখন পর্যন্ত আপনি মার্কেটে এটি কিনতে পারবেন


    আইফোন 9 প্লাস বাংলাদেশ প্রাইস

    আইফোন 9 প্লাস দাম ৯০ হাজার টাকা। তবে এটি এখন বাংলাদেশে খুবই কম পাওয়া যাচ্ছে। এই কারণে দাম অনেকটাই বেশি তবে এই দামের মধ্যে আপনারা আপডেট মডেল গুলো কিনতে পারবেন দেখুন বিস্তারিত


    আইফোন ১৫ প্রো ম্যাক্স দাম কত

    বর্তমানে এখন ১৫ ম্যাক্স এর দাম ১ লক্ষ ৬০ হাজার টাকা। ২০২৪ সালে এখন পর্যন্ত তো মার্কেটে এভেলেবল আছে এবং বাংলাদেশের যেকোনো মার্কেট থেকে আপনি আইফোন ১৫ ম্যাক্স কিনতে পারবেন।


    ছেলেরা মেয়েদের কোন জিনিস বেশি পছন্দ করে


    আইফোন ১০ এর দাম কত বাংলাদেশ

    বর্তমান মার্কেটে আইফোন ১০ এর দাম ৭০ হাজার ৫০০ টাকা। এটি ইন্ডিয়া থেকে আমদানি করা হয়ে থাকে এবং চায়না থেকেও আমদানি করে বর্তমান বাজারে কিন্তু এটি পাওয়া যাচ্ছে তবে এ ক্ষেত্রে দাম আগের তুলনায় একটু বেশি।


    আই ফোন ১১ এর দাম বাংলাদেশে

    আই ফোন ১১ এর দাম ৪৩ হাজার ৯০০ টাকা। এটি আপনারা চাইলে বাংলাদেশের যেকোনো iphone স্টোর থেকে কিনতে পারবেন। তবে অফিশিয়ালি ভাবে এগুলো পাওয়া যাচ্ছে না আনঅফিসিয়ালি কিনতে হবে।

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন