মাসিকের পর লাল স্রাব কেন হয়

    মাসিকের পর লাল স্রাব কেন হয়

    অনেক মেয়েদের মাসিকের পরে বিভিন্ন কারণে মাঝেমধ্যেই লাল স্রাব দেখা দেয়। মাসিকের পর লাল স্রাব হওয়ার কয়েকটি কারণ রয়েছে , যৌনি পথে সংক্রমণ, যৌনিতে প্রদাহ, ব্যাকটেরিয়া বা ইনফেকশন, ট্রাইকমোনিয়াসিস, গনোরিয়া, পেলভিক নফ্ল্যামেটরি ডিজিজ এর কারণে মাসিকের পর লাল স্রাব হয়


    যদি এই সমস্যাটি সহবাসের পরে অথবা স্বাভাবিক অবস্থায় যদি প্রতিনিয়ত মাসিকের পর লাল স্রাব দেখতে পান তাহলে এটি একটি সংক্রমণজনিত লক্ষণ তাই দ্রুত ডাক্তারের পরামর্শ নেন। মাসিকের পর কিছুদিন লাল অথবা বাদামের রঙ্গের স্রাব বের হওয়াটা স্বাভাবিক। তবে এটি যদি সারা মাস জুড়ে যেকোনো সময় লাল স্রাব বের হয় তাহলে সংক্রমণের লক্ষণ


    তবে অনিয়মিত যদি মাসিক চক্র হয়ে থাকে তাহলে কিন্তু লাল বা খায়ের কালার স্রাব দেখা দিতে পারে। অথবা জন্ম নিবন্ধন পদ্ধতি যদি ব্যবহার করে থাকে তাহলে হরমোনের পরিবর্তনের কারণেও কিন্তু মাসিকের পর লাল স্রাব দেখা দিতে পারে তবে এটি অস্বাভাবিকভাবে না মাসিকের দু একদিন বা সাত দিনের মধ্যে হালকা পরিমাণ এই সমস্যা দেখা দিয়ে থাকে


    তবে যদি মাসিকের পর দীর্ঘদিন যাবত এরকম ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই ধরে নিতে হবে আপনার সংক্রমণ জনিত কোন সমস্যা অথবা ভিতরে ইনফেকশন বা অন্যান্য সমস্যাগুলো এর কারণেই হচ্ছে। তাই এটি অবশ্যই অপেক্ষা না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন তা না হলে কিন্তু এই বিষয়টা প্রতিনিয়ত বাড়তে থাকবে


    এবং চেষ্টা করবেন সবসময় পরিষ্কার রাখা কারণ এই সমস্ত জায়গা থেকে ইনফেকশন জনিত সমস্যা প্রতিনিয়ত বাড়তে থাকে তাই মেয়েদের এই সেনসেটিভ জায়গাটা সবসময় নিরাপদ এবং পরিষ্কার রাখা জরুরি এবং ছোটখাটো কোন সমস্যা হলেও দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তা না হলে এই জায়গাগুলো থেকে কিন্তু বড় ধরনের মারাত্মক সমস্যা দেখা দিতে পারে

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন