নগদ হলো অনলাইনে টাকা লেনদেনের জন্য জনপ্রিয় একটি মাধ্যম। দেশের অধিকাংশ মানুষ বর্তমানে নগদ ব্যবহার করছে। আর এই নগদ মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে গিয়ে অনেকেই পিন ভুলে যায়। নতুন নগদ একাউন্টের পিন ভুলে গেলে প্রিন্ট রিসেট করে নতুন পিন সেট করতে হয়। পর্যায়ক্রমে নগদ পিন সেট করার ধাপসমূহ উল্লেখ করা হলো।
নগদে নতুন পিন সেট করুন
নগদে নতুন পিন সেভ করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনের ডায়াল পেটে গিয়ে ডায়াল করতে হবে *167#। এরপরে আপনার সামনে অনেকগুলো অপশন দেখাবে সেখান থেকে ৮ নম্বর অপশন থেকে পিন রিসেট এই অপশনে প্রবেশ করুন। ইন রিসেট অপশনটিতে ক্লিক করা মাত্রই একটি ইন্টারফেস আসবে সেখান থেকে এক নম্বরে থাকা ফরগেট পিন অপশনে ক্লিক করে ফেলুন।
নগদ Forget PIN
ফরগেট পিন অপশনে ক্লিক করার পরে আপনার সামনে ভোটার আইডি কার্ডের নাম্বারটি প্রবেশ করান। ভোটার আইডি কার্ডের নাম্বারটি সঠিকভাবে পূরণ করার পরে সেন্ড বাটনে ক্লিক করুন। এরপরে ভোটার আইডি কার্ড অনুযায়ী জন্ম সাল বসাতে হবে। তারপরে সেম বাটনে ক্লিক করুন।
এটি আপনার নগদ একাউন্ট কিনা এই কারণে আপনাকে কয়েকটি ভেরিফিকেশন করা হবে। এর পরে আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে যে 90 দিনের মধ্যে কোন ধরনের লেনদেন করা হয়েছে কিনা। লেনদেন করে থাকলে ১ লিখুন এরপরে সেন্ট বাটনে ক্লিক করুন।
আপনি কি কি লেনদেন করেছেন এ বিষয় নিয়ে জানতে চাওয়া হবে। আপনি যদি মোবাইল রিচার্জ করে থাকেন সে ক্ষেত্রে আপনি এই প্রমাণ টি দেখাতে পারবেন। যদি কোন মোবাইল রিচার্জ করে থাকেন তাহলে অপশন তিন নম্বরে ক্লিক করুন। এবার সেখান থেকে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কত টাকা রিচার্জ করেছিলেন। আপনি যত টাকা আপনার নগদ একাউন্ট থেকে রিচার্জ করেছেন তার পরিমাণ লিখে সেন্ড বাটনে ক্লিক করুন।
আপনি যদি সবকিছু ঠিকঠাক ভাবে তথ্য প্রদান করে থাকেন তাহলে তৎক্ষণিকভাবে আপনার মোবাইলে একটি কনফার্মেশন এসএমএস যাবে। মেসেজে লিখা থাকবে আপনার পিন রিসেট রিকোয়েস্ট ভালোমতো সম্পন্ন হয়েছে। নতুন পিন সেট করার জন্য পুনরায় ডায়াল করুন *167#।
আপনার মোবাইলে ডায়াল প্যাড অপশন থেকে *167# ডায়াল করার পরে নতুন ক্রিম সেট করার অপশন চলে আসবে। এবার ৪ সংখ্যার নতুন পিন সেট করুন। এরপরে সেন্ট বাটনে ক্লিক করুন। এরপরে মাত্রই দেওয়া যে নতুন পিন সেট করেছেন সেটি আবারও কনফার্ম করতে হবে। এর পরে আপনার নগদ একাউন্ট এর পিন সাকসেসফুল ভাবে রিসেট হয়ে যাবে।
এক নজরে নগদ পিন ভুলে গেলে করণীয়।
- নগদ একাউন্টে পিন ভুলে গেলে ডায়াল করুন *167#।
- *167# ডায়াল করার পরে ৮ নম্বর অপশন নির্বাচন করুন।
- তারপরে Forget PIN অপশনে ক্লিক করুন।
- ভোটার আইডি কার্ডের নাম্বার লিখে সেন্ড করুন।
- ভোটার আইডি কার্ড অনুযায়ী জন্ম নিবন্ধন লিখে সেন্ড করুন।
- ৯০ দিনের ভিতর কত টাকা লেনদেন করেছেন তা প্রমাণ লিখুন।
- ৯০ দিনের ভিতরে রিসার্চ করে থাকলে সেটাও প্রমাণ দিতে পারবেন।
- পুনরায় *167# ডায়াল করুন এবার নতুন প্রিন্ট সেট করার একটি এসএমএস পাবেন।
- *167# ডায়াল করার পরে নতুন পিন সেট করে নগদ একাউন্ট চালু করুন।
তবে অবশ্যই আপনি ৯০ দিনের মধ্যে কত টাকা রিচার্জ করেছেন অথবা কত টাকা অন্যজনের সাথে লেনদেন করেছেন এই বিষয় নিয়ে আপনাকে অবশ্যই একটি সঠিক ইনফরমেশন দিতে হবে। সেই সাথে আপনার অ্যাকাউন্টের পিন রিসেট করার জন্য অবশ্যই জন্ম নিবন্ধন এর তারিখ এবং ভোটার আইডি কার্ড নাম্বার সঠিকভাবে পূরণ করা লাগবে। তাহলে খুব সহজে আপনার নগদ একাউন্ট এর পিন রিসেট হয়ে যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন