প্রাইমারি শিক্ষকদের বেতন সম্পর্কে অনেকেই অবগত আছেন। আবার এ বিষয়টি সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। শিক্ষকদের বেতন এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক কম। এশিয়ার দেশগুলোর মধ্যে প্রাইমারি শিক্ষকদের বেতনের দিক থেকে বাংলাদেশের অবস্থান ৪৫ তম আর দক্ষিণ এশিয়া এর অবস্থান হচ্ছে সপ্তম।
বাংলাদেশের প্রাইমারি শিক্ষকরা বর্তমানে ১৩ তম গ্রেডের বেতন পান। ১৩ তম গ্রেডের এই চাকরিটির মূল বেতন ১১ হাজার টাকা। যেখানে সর্ব সাকুল্যে যেমন বাড়িভাড়া চিকিৎসা খরচ সব মিলিয়ে প্রায় ১৯ হাজারের মতো বেতন প্রাইমারি শিক্ষকরা পেয়ে থাকেন।
বাংলাদেশেই এই প্রাথমিক বিদ্যালয়ের চাকরিটিকে এত ছোট পর্যায়ে দেখা হয়। বিশ্বের অন্যান্য দেশ যেমন জার্মানি সুইজারল্যান্ড সিঙ্গাপুরসহ বিশ্বের আরও যেসব উন্নত দেশগুলো আছে সেখানে প্রাথমিক বিদ্যালয়ের অর্থাৎ প্রাইমারি শিক্ষকদের মর্যাদা এবং বেতন অনেক উপরে।
এজন্যই বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন যেমন বিশ্ব ব্যাংক ও ইউনেস্কোর মতো সংগঠন প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের সুযোগ সুবিধা যোগ্যতা বাড়াতে সব সময় গুরুত্ব দেওয়া পরামর্শ দিয়েছেন। কেননা দেশের প্রাথমিক পর্যায়ের বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বর্তমান যে বেতন তাতে তারা ভালোমতো জীবন যাপন করতে পারছেন না।
প্রাইমারি শিক্ষকদের এ সীমিত বেতনের দ্বারা সংসার চালানো এবং প্রতিনিয়ত দ্রব্যমূলের যে ঊর্ধ্বগতি এখানে তারা তাল মিলিয়ে চলতে পারছেন না হলে তারা বিভিন্নভাবে দেনাগ্রস্থ হয়ে যাচ্ছেন। দেশের চলমান পরিস্থিতি দেখলে ভালোভাবে বোঝা যায় যে প্রতিনিয়ত প্রতিটি জিনিস বা দ্রব্যমূল্যের যে যেমন ঊর্ধ্বগতি সে অনুযায়ী শিক্ষকদের বেতনের কোন পরিবর্তন হচ্ছে না তাদের বেতন কোনভাবে বাড়ানো হচ্ছে না। এতে করে তারা সংসার চালাতে অনেকটাই হিমশিম খাচ্ছেন।
প্রাচ্যের দেশগুলোর দিকে তাকালে দেখা যায় যে সিঙ্গাপুর এর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন যেখানে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে যে প্রাথমিক শিক্ষকদের গড় বেতন ৪২০৩ ডলার ২৫ সেন্ট। এভাবে আমরা যদি দেখতে চাই প্রাচ্যের আরো অনেক দেশে দেখতে পাবো যে প্রাথমিক বা প্রাইমারি শিক্ষকদের বেতন অনেক বেশি যেখানে তাদের জীবন যাপন করতে কোন সমস্যাই হয় না।
যেখানে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রাইমারি শিক্ষকদের বেতন অনেক কম। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্টরা এই সেক্টরে মানসম্মত শিক্ষার জন্য যোগ্য শিক্ষক নিশ্চিত করতে বলেছেন এবং তাদের সামাজিক মর্যাদা ও বেতন বৃদ্ধির প্রতি জরুরি কাগজ দিয়েছেন। আর এটি যদি বাস্তবায়িত হয় তাহলে আগামীতে বাংলাদেশের প্রাইমারি শিক্ষকদের অবস্থার উন্নতি হবে এবং আমাদের শিক্ষা ব্যবস্থাও অনেক এগিয়ে যাবে এবং মানসম্মত হবে।
একটি মন্তব্য পোস্ট করুন