সাদা স্রাবের সাথে হালকা রক্ত যাওয়া দুইটি কারণ হতে পারে। ১/ মাসিক শুরু হওয়ার লক্ষণ। ২/ যোনি সংক্রমণের লক্ষণ। প্রথমটি যদি মাসিক শুরু হওয়ার প্রথমের দিকে হয় তাহলে এটি স্বাভাবিক ব্যাপার। আর দ্বিতীয় টা যদি যেকোনো সময় হয় তাহলে যৌনি পথে রোগের লক্ষণ এবং অস্বাভাবিক একটি ব্যাপার।
মেয়েদের প্রত্যেক মাসেই মাসিক হবে এটি একটি গুরুত্বপূর্ণ বা স্বাভাবিক প্রক্রিয়া। কারণ এটি নারীর প্রজনন ক্ষমতা নির্দেশ করে। কারণ প্রত্যেকটি মেয়ের মাসিকের মাধ্যমেই ডিম্বাশয়ের ডিম্বাণু পরিপক্ক হয়ে থাকে। এই কারণে প্রত্যেক মাসেই মাসিক প্রক্রিয়া চলমান থাকে। কোন মেয়ের যদি ডিম্বানু নিষিক্ত না হয়, তাহলে এটি জরায়ু থেকে রক্ত আকারে বেরিয়ে আসে। এই প্রক্রিয়াটিকেই মাসিক বলা হয়ে থাকে।
সাদা স্রাবের সাথে হালকা রক্ত যাওয়া মূলত মেয়েদের যোনিপথ থেকে যখন মাসিকের রক্ত মিশে যায় তখন সাদা স্রাবের সাথে হালকা রক্ত বেরিয়ে আসে অথবা বাদামি রঙের কালারও ধারণ করে থাকে। এটি মাসিক চক্রের শুরুতেই এমন কালার ধারণ করতে পারে। ভয় পাওয়ার কোন কারণ নেই। যদি মাসিক শুরু হওয়ার তারিখ থাকে তাহলে এটি একেবারে নিশ্চিন্তে থাকতে পারেন।
যদি কোন সময় মাসিকের ডেট না থাকা অবস্থায় হঠাৎ হয়ে গেছে এবং অনবরত এই বিষয়টা হতেই আছে তাহলে কিন্তু অবশ্যই আপনার যৌনি পথে সংক্রমণের কারণ হতে পারে। তাই এই কারণে আপনাদের কয়েকটি বিষয় লক্ষ্য করতে হবে যে কতদিন যাবৎ হচ্ছে এবং এটি হওয়ার সময় আপনার ভিতরে কি জ্বালাপোড়া করছে কিনা। এ বিষয়গুলো যদি লক্ষ্য করেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন সাথে হালকা রক্ত কেন বের হচ্ছে।
অথবা ভিতরে ব্যাকটেরিয়া বা ইনফেকশন জনিত কোন সমস্যা থাকলেও কিন্তু অনেক সময় সাদা স্রাবের সাথে হালকা রক্ত বের হয়ে। তবে এই অবস্থায় যদি আপনার মাসিক চলমান থাকে তাহলে কিন্তু কোন ভয় পাওয়ার কারণ নেই। মাসিক প্রক্রিয়া শেষ হওয়ার পরেও যদি এমন মাঝে মাঝে হয় তাহলে কিন্তু অবশ্যই সংক্রমণের একটি বিষয় থাকতে পারে।
অনেক সময় মাসিক চলা অবস্থায় কিন্তু আপনার সাদা চাবের সাথে হালকা বাদামী রং ধারণ করতে পারে কেননা মাসিকের রক্তের সাথে সাদা স্রাব মিশে যাওয়ার কারণেই এর রং বাদামি কালার হয়ে যায়। তখনই কিন্তু সাদাস্রাবের সাথে হালকা বাদামী রং ধারণ করে।
অথবা গর্ভপাতের পরেও মেয়েদের মাসিক চক্রের মাঝে মাঝে কিন্তু গর্ভধারণের প্রথম দিকেও এমন কার্যকলাপ দেখা যেতে পারে। মেয়েদের যখন গর্ভপাত হয় তখন কিন্তু সাদা স্রাবের সাথে বাদামি বাদামি বা লাল কালারের সাদা স্রাব বের হতে পারে। এটা শরীর দুর্বল হওয়ার কারণে কিন্তু বেশি হয়ে থাকে।
একটি মন্তব্য পোস্ট করুন