ভিশন ফ্রিজের পাওয়ার কত রাখব

    ভিশন ফ্রিজের পাওয়ার কত রাখব

    ভিশন ফ্রিজের নরমাল সেকশনের পাওয়ার ৩ থেকে ৫ এর মধ্যে রাখা ভালো। তবে আপনার ভিশন ফ্রিজে যদি নরমাল সেকশনে বেশি পরিমাণ খাবার থাকে তাহলে সর্বোচ্চ ৫ ডিগ্রি পর্যন্ত রাখাই ভালো। আর যদি কম খাবার থাকে তাহলে ৩.৫ এর মধ্যে রাখাই সবথেকে ভালো


    তবে ডিপেন্ড করছে আপনি কি পরিমান সেখানে খাবার রাখেন নরমালি যদি কম পরিমাণ খাবার রাখেন তাহলে চেষ্টা করবেন ৩.৫ এর মধ্যে রাখা। ভিশন ফ্রিজের নরমাল সেকশনে খাবার নষ্ট হওয়ার প্রবণতা খুবই কম দেখা যায় তবে আপনি যদি তিন থেকে পাঁচের মধ্যে ফ্রিজের তাপমাত্রা রাখেন তাহলে খাবার কোয়ালিটি ভালো রাখতে পারবেন এবং খাবার দীর্ঘদিন পর্যন্ত সতেজ রাখতে পারবেন


    এর অযথা ফ্রিজের অধিক পরিমাণ পাওয়ার দিয়ে রাখলে কিন্তু আপনার কারেন্ট বিল অনেক আসতে পারে এক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। তাই ভিশন ফ্রিজের পাওয়ার সর্বদা ৩ থেকে ৫ মধ্যে নরমাল সেকশনে রাখবেন। এতে করে ফ্রিজের খাবার দীর্ঘদিন পর্যন্ত সতেজ রাখতে পারবেন এবং কারেন্ট বিল অনেক কম আসবে


    তবে আপনার ভীষণ ফ্রিজের ডিপ সেকশনে যদি অধিক মালামাল থাকে অথবা কম মালামাল থাকে তারপরেও কিন্তু আপনাকে অবশ্যই -৪ ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে। তাহলে ডিপ ফ্রিজে থাকা মালামাল গুলো নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারে কম থাকবে। নরমালি ভিশন ফ্রিজে এর থেকে পাওয়ার বাড়িয়ে দিলেও কিন্তু সমস্যা দেখা দেয় না তারপরেও এর মধ্যে রাখাই ভালো


    ফ্রিজের পাওয়ার এবং রেগুলেটর অনেকেই এই বিষয়গুলো নিয়ে জানেনা। তাই আপনি আপনার ফ্রিজের ব্যবহারবিধির একটা বই পেয়েছেন সেখানে দেখে নিতে পারেন কততে রাখা ভালো এবং কি খাবার রাখলে এবং রেগুলেটর কত ডিগ্রিতে রাখা সবথেকে ভালো তা ওখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন