বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে বন্ধুর নিকট পত্র

    বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে বন্ধুর নিকট পত্র


    মিরপুর-১০১

    জানুয়ারি ২৭-০৬-২০২৪

    শ্রদ্ধেয় পিতা,

    বিষয়:বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে বন্ধুর নিকট পত্র


    পত্রের প্রথমে জানাই আসসালামু আলাইকুম। বন্ধু কেমন আছো তুমি। অনেকদিন তোমার সাথে দেখা হয় না কথা হয় না অনেক মিস করি তোমায়। আমি তোমার দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় বন্ধু তুমি শুনে খুশি হবে যে আমি এবারের বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি। এই আনন্দঘন মুহূর্তে তুমি যদি পাশে থাকতে আমরা অনেক মজা করতাম। আশা করি চাচা, চাচি তোমার ছোট বোন সবাই ভালো আছে। ওদেরকে আমার সালাম দিও। এবং আমার জন্য দোয়া করো যাতে আমি সামনের পরীক্ষা গুলোতে ভালো ফলাফল করতে পারি। আজ এ পর্যন্তই সময় পেলে আমাদের বাড়িতে বেড়াতে এসোঅপেক্ষায় থাকলাম


    ইতি

    আপনার স্নেহের 

    আরশ


    বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে পিতার নিকট পত্র

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন