পুলিশ কনস্টেবল নিয়োগে মাঠপর্যায়ের পরীক্ষার তারিখ ২০২৪

    বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে কাগজপত্র যাচাই ও মাঠপর্যায়ের পরীক্ষা ২৫-২৭ অক্টোবরের পরিবর্তে ২৯-৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ঘূর্ণিঝড় দানার কারণে এই পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।



    বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় দানার কারণে সংশ্লিষ্ট জেলাগুলোর টিআরসি পদের কাগজপত্র যাচাই ও মাঠপর্যায়ের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলেও পূর্বনির্ধারিত স্থান ঠিক থাকবে। টিআরসি পদে ১ অক্টোবর থেকে আবেদন শুরু হয়। আবেদনের জন্য এসএসসিতে কমপক্ষে জিপিএ ২.৫ থাকা দরকার। আবেদনের শেষ সময় ছিল ১৫ অক্টোবর।

    পুলিশ কনস্টেবল নিয়োগে মাঠপর্যায়ের পরীক্ষার তারিখ ২০২৪ ২৯-৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন