কানাডা স্টুডেন্ট ভিসা খরচ ২০২৫ | কানাডা যাওয়ার খরচ কত ২০২৫

    কানাডা স্টুডেন্ট ভিসা খরচ ২০২৫


    কানাডা যাওয়ার জন্য কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে কানাডা যাওয়ার খরচ নির্ভর করে। ভিসার জন্য আবেদন ফি, মেডিকেল খরচ, বায়োমেট্রিক , ইমিগ্রেশন ও এজেন্সি বা দালালদের খরচ। তো সব মিলিয়ে বর্তমান ২০২৫ সালে কানাডা যাওয়ার খরচ ন্যূনতম ৮লক্ষ থেকে ১২ লক্ষ টাকা। তবে ক্ষেত্রে যদি আপনি এখান থেকে কাজ নিয়ে সেখানে যেতে চান সে ক্ষেত্রে কিন্তু আরো খরচের মাত্রা ভিন্নতা রয়েছে।


    এবং ভিসার ক্যাটাগরি অনুযায়ী ওয়ার্ক পারমিট ভিসায় কানাডা যাওয়ার নূন্যতম খরচ ৮ লক্ষ টাকা এবং সর্বোচ্চ ১২ লক্ষ টাকা। এছাড়াও কানাডা যাওয়ার খরচ কত হবে তা সম্পূর্ণ আপনার ভিসা ও এজেন্সি বা দালালদের উপর নির্ভর করছে।


    কানাডা যাওয়ার খরচ কত ২০২৫

    কানাডা প্রতিবছর স্টাডি, টুরিস্ট ও ওয়ার্ক পারমিট ভিসায় হাজার হাজার মানুষ কানাডা পাড়ি জমাচ্ছে।  কানাডা যাওয়ার খরচ  ক্যাটাগরির উপর নির্ভর করে কানাডা যেতে কত টাকা লাগে।  উচ্চশিক্ষা বা পড়াশোনা জন্য কানাডা যেতে ন্যূনতম ৫ থেকে ৬ লক্ষ টাকা লাগে। তবে স্কলারশিপ পেলে এর থেকেও কম টাকা লাগতে পারে।  আবার আপনি যদি ভ্রমণ করার উদ্দেশ্যে কানাডা যেতে চান তাহলে সবমিলিয়ে সর্বনিম্ন ৩ থেকে ৪ লাখ টাকা খরচ হবে। কানাডা যাওয়ার খরচ কত ২০২৫ এছাড়া ওয়ার্ক পারমিট ভিসায় কানাডা যেতে ন্যূনতম ৮ থেকে ১০ লক্ষ টাকা।


    কানাডায় স্টুডেন্ট ভিসায় যেতে কত টাকা লাগে ২০২৫

    কানাডায় স্টুডেন্ট ভিসায় ন্যূনতম ১৮ বছর এবং ভিসার ক্যাটাগরির উপর ভিত্তি করে সর্বোচ্চ ২১ বছর হতে হবে। স্টুডেন্ট ভিসায় কানাডা যেতে ন্যূনতম বয়স লাগে ১৮ বছর। কানাডা ওয়ার্ক পারমিট ভিসায় কানাডা যেতে হলে নূন্যতম ২১ বছর লাগবে। তবে কানাডা  টুরিস্ট ভিসায় ১৮ বছরের নিচে চলবে। বাংলাদেশীর জন্য কানাডায় যাওয়ার অনেক সুযোগ রয়েছে। তবে খরচের বিষয়টা সম্পূর্ণ এজেন্সি এবং দালালদের উপর নির্ভর করে। তাই কানাডা যে কোন ভিসা তৈরির পূর্বে পরিচিত দালাল বা এজেন্সি সাহায্যে। এতে করে প্রতারণা ধারণা সম্ভব হবে। 


    কানাডা ওয়ার্ক পারমিট ভিসার দাম কত ২০২৫

    কানাডার ওয়ার্ক পারমিট ভিসা ন্যূনতম ২১ বছর বয়সে আবেদন করতে পারবেন। এজেন্সি এবং দালাল ভেদে কানাডা ওয়ার্ক ভিসার দাম বাংলাদেশী টাকায় ন্যূনতম ৮ লক্ষ টাকা ভিসার দাম। সর্বোচ্চ ১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা কানাডা ওয়ার্ক পারমিট ভিসার দাম।  সরকারি এবং বেসরকারি ভাবে কানাডার ওয়ার্ক পারমিট ভিসার দাম ন্যূনতম ৬ লক্ষ টাকা এবং সর্বোচ্চ ৮ লক্ষ টাকা।


    কানাডা ভিজিট ভিসা খরচ ২০২৫

    কানাডা ভিজিট ভিসা খরচ ১০০ কানাডিয়ান ডলার। কানাডা ভিজিট ভিসা আবেদনকারীর যদি ট্রাভেল রেকর্ড থাকে তবে অল্প খরচে কানাডা ভিজিট ভিসা প্রসেসিং করতে পারে। নিয়মিত ট্রাভেলার হয়ে থাকেন তবে কানাডা ভিজিট ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।  নিজে কানাডা ভিজিট ভিসা প্রসেসিং করলে ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা ভিসা খরচ হয়। বেসরকারি এজেন্সি কিংবা দালালের মাধ্যমে কানাডা ভিজিট ভিসা খরচ খরচ ৫ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা হয়।


    কানাডা যেতে কত বয়স লাগে ২০২৫

    কানাডা যেতে কত বয়স লাগে 18 বছর এবং কানাডা ভিসার ক্যাটাগরির উপর ভিত্তি করে সর্বোচ্চ ২১ বছর হতে হবে। স্টুডেন্ট ভিসায় কানাডা যেতে বয়স লাগে ১৮ বছর হতে হবে। কানাডা ওয়ার্ক পারমিট ভিসায় কাজের উদ্দেশ্যে কানাডা যেতে হলে নূন্যতম ২১ বছর লাগবে। তবে কানাডা টুরিস্ট ভিসায় ১৮ বছরের নিচে হলে চলবে। কানাডা যেতে এক্ষেত্রে প্রত্যেক অভিভাবকের অনুমতি পত্র লাগবে।


    কানাডা ভিসার সরকারি আবেদন খরচ ২০২৫

    কানাডা ভিসার সরকারি আবেদন করলে খরচ অনেকটাই কম হয়ে থাকে। কানাডায় ভিসার সরকারি আবেদন খরচ ভিসার ক্যাটাগরি অনুযায়ী 90 CAD থেকে সর্বোচ্চ 200 CAD.  যা বাংলাদেশী টাকায় নূন্যতম 50000 টাকা। কানাডা ভিসা সরকারি আবেদন খরচ ৯৮০০ থেকে ১০,৪০০ টাকা। কানাডা টুরিস্ট ভিসার সরকারি আবেদন খরচ বা ফি ৬৫০০ টাকা। কানাডা স্টুডেন্ট ভিসার খরচ ৯০০০ থেকে ১০,০০০ টাকা কানাডা ভিসার সরকারি আবেদন খরচ। ওয়ার্ক পারমিট ভিসা ১০,১০০ থেকে ১৬,৬০০ টাকা কানাডা ভিসার সরকারি আবেদন খরচ।


    কানাডা ভিসার জন্য ছবির সাইজ

    কানাডা ভিসার জন্য ছবির সাইজ = ১কপি 35x45mm সাইজ রঙ্গিন, সাদা ব্যাকগ্রাউন্ড, ম্যাট প্রিন্ট। ছবিতে মুখটি ক্যামেরার সামনে বর্গাকার হতে হবে। নিরপেক্ষ অভিব্যক্তি রাখতে হবে, সানগ্লাস পরা যাবে না, মুখটি বন্ধ করে রাখতে হবে

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন