যারা বিভিন্ন প্রতিষ্ঠান অথবা বাসা বাড়ি তৈরি করার জন্য রডের দাম সম্পর্কে জানতে চাচ্ছেন। তাদের জন্যই আজকের রডের দাম কত তা তুলে ধরব। আজকের রডের দাম কত ২০২৫ এ বাজার সম্পর্কে এবং বিভিন্ন কোম্পানির রডের দাম এই পোষ্টের মধ্যে জানতে পারবেন আমরা এখানে প্রত্যেক দিনের রডের দাম উল্লেখ করে থাকে।
আপনার আগে থেকেই জানেন যে কাঁচা বাজারের মত কিন্তু রডের দাম যে কোন সময় ওঠানামা করে। তাই আপনি যখন কনস্ট্রাকশন বা আপনার বাসা বাড়ির কাজের জন্য রড কিনবেন তখন অবশ্যই বর্তমান মূল্য দেখে বা রডের আজকের বাজার দেখেই আপনারা কিনবেন। এতে করে আপনি বর্তমান বাজারে আজকের রডের দাম কত তা দেখতে পারবেন।
বাংলাদেশে আজকের রডের দাম কত
রড কোম্পানি | ১ টনের দাম |
---|---|
BSRM | ৯৪,০০০ টাকা। |
KSRM | ৯৭,৫০০ টাকা। |
AKS | ৯৯,৫০০ টাকা। |
Anwar Ispat | ৯৮,০০০ টাকা। |
Rahim Steel | ৯৯,০০০ টাকা। |
RSRM | ৯৮,৫০০ টাকা। |
BSI | ৯৮,৫০০ টাকা। |
S. S. Steel Ltd. | ৯৭,৫০০ টাকা। |
HM Steel | ৮৪,০০০ টাকা। |
CSRM | ৯০,৫০০ টাকা। |
বর্তমানে আজকে বাংলাদেশে বিগত বছরগুলোর তুলনায় রডের দাম অনেক কম। বর্তমান বাজার মূল্য অনুযায়ী বাংলাদেশে এক টন রডের দাম ৮৪ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা দাম পড়বে। তবে কোম্পানি পেতে রডের দামের ভিন্নতা রয়েছে।
বাসা তেরির জন্য সরকারি লোন কিভাবে নিবেন দেখুন
এক্ষেত্রে বর্তমানে ভালো কিছু কোম্পানি রয়েছে সেগুলোর মূল্য কিছুটা কম বেশি। তবে বর্তমানে বাংলাদেশের যে সমস্ত ভালো কোম্পানির রড গুলো কিনতে চাচ্ছেন সেগুলোর দামও আগের তুলনায় অনেকটাই কম হয়েছে। এক্ষেত্রে ৮৪ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকার মধ্যে ভাল কোম্পানির রড গুলো কিনতে পারবেন।
bsrm রডের আজকের দাম 2025
bsrm ১ টন রডের আজকের দাম ৯৪ হাজার টাকা। bsrm ১ কেজি রডের দাম ৮০ টাকা থেকে ৯৫ টাকা কেজি দামে বিক্রি করা হচ্ছে। বর্তমান বাজারে আগের তুলনায় প্রায় ১০ টাকা কম দামে bsrm রড কিনতে পারবেন।
গত কয়েকদিনের মধ্যে ব্যাপকভাবে রডের দাম কম হয়ে গিয়েছে। এক্ষেত্রে প্রত্যেকটি কোম্পানিতেই রডের দাম কম দেখা যাচ্ছে। bsrm যদি আজকে কিনতে চান তাহলে অবশ্যই এই দামেই কিনতে পারবেন তবে বাজার ভেদে কিন্তু কিছু টাকা কম বেশি হতে পারে।
বাসা তৈরি করার জন্য কিভাবে লোন পাবেন তা দেখুন
aks রডের আজকের দাম 2025
aks কোম্পানির ১ টন আজকের রডের দাম ৯৯ হাজার টাকা। এই কোম্পানির এক কেজি রড কিনতে হলে খরচ পড়বে ৮৫ টাকা থেকে ৯৯ টাকা পর্যন্ত। মূলত বাজার বেঁধে এই কোম্পানির রডের দাম কিছুটা ভিন্নতা রয়েছে। এক্ষেত্রে কম বেশি করে বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে।
বাজার ভেদে এই কোম্পানির রড কিন্তু কোন কোন জায়গায় এক লাখ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। তবে এক্ষেত্রে আপনি যেই দোকানে কমের মধ্যে পাবেন সেখান থেকে অবশ্যই কিনে নিতে পারেন। aks কোম্পানির লোগো দেখে অবশ্যই কিনতে হবে। এবং ওজনের সাথে অবশ্যই সঠিকভাবে যাচাই-বাছাই করে নিবেন।
আকিজ রডের দাম ২০২৫
বর্তমানে এক টন আকিজ রডের দাম ৯৯ হাজার টাকা। অন্যান্য কোম্পানির তুলনায় আকিজ রডের দাম প্রায় আগের তুলনায় ৫ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে। আকিজ রডের দাম মূলত নির্ভর করে প্রত্যেক দিনের বাজারের উপর। যে কোনদিনই আকিজের দাম কম বেশি হয়ে থাকে।
তাই আকিজ রডের দাম লেটেস্ট আপডেট পেতে হলে আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমেই প্রত্যেকদিন পাবেন এবং। এক্ষেত্রে যদি আপনি এক কেজি আকিজ কোম্পানির রড নিতে চান তাহলে খরচ পড়বে প্রায় ৮৫ টাকা থেকে এক লাখ টাকার মধ্যে।
ডাচ বাংলা ব্যাংক থেকে বাসা বাড়ি তৈরির জন্য লোন কিভাবে পাবেন দেখুন
আনোয়ার ইস্পাত রডের দাম ২০২৫
আনোয়ার ইস্পাত রডের দাম আগের তুলনায় অনেকটাই কম। এখন ১ টন আনোয়ার ইস্পাত রডের দাম ৯৮হাজার টাকা। বিগত কয়েকদিনের তুলনায় প্রায় ৫ হাজার টাকা কম দামে আনোয়ার ইস্পাত রড বিক্রি হচ্ছে।
তবে বাজার ভেদে এর দাম কিন্তু ভিন্নতা রয়েছে কোন কোন লোকাল এরিয়া গুলোতে কিন্তু এর দাম দুই থেকে তিন হাজার টাকা বেশি দামেও বিক্রি করা হয়ে থাকে। তাই এক্ষেত্রে আপনারা কয়েকটি হার্ডওয়ারের দোকান ঘুরে দেখতে পারেন এক্ষেত্রে দামের কম বেশি দেখা যেতে পারে।
gph রডের আজকের দাম 2025
১ টন gph রডের আজকের দাম ৯১ হাজার টাকা। বাংলাদেশের বাজারে gph এক টন রড কিনতে হলে আগের ৯১ হাজার টাকা দাম পড়বে। gph রডের দাম প্রত্যেকদিন কম বেশি হয় এক্ষেত্রে অবশ্যই আশেপাশের হার্ডওয়ার দোকানগুলোতে খোঁজ নিয়ে প্রত্যেক দিনের দাম গুলো জেনে নিতে পারেন।
csrm রডের আজকের দাম
১ টন csrm রডের আজকের দাম ৯০ হাজার ৫০০ টাকা। বিগত কয়েক দিনের তুলনায় প্রায় ৫ হাজার টাকা কম দামে csrm রড বিক্রি হচ্ছে। তবে বাজারে দামের কিন্তু ভিন্নতা আছে, তাই অবশ্যই আশেপাশের দোকানগুলো অথবা হার্ডওয়ার গুলো থেকে যাচাই-বাছাই করে রড কিনুন।
১ কেজি রডের দাম কত ২০২৫
বিগত বছরের থেকে এ বছরে সব থেকে কম মূল্য রডের দাম যাচ্ছে। বর্তমানে বাংলাদেশে এক কেজি রডের দাম ৮৫ টাকা থেকে ৯৫ টাকা পর্যন্ত। এক্ষেত্রে ভালো কিছু কোম্পানির রড গুলো ৯০ টাকার উপরে বিক্রি করা হচ্ছে। তাই বাজারে এর দাম ৯৫ টাকা পর্যন্ত ছাড়িয়ে গেছে।
তাই ২০২৫ সালে যারা বাসা বাড়ি দেওয়ার চিন্তাভাবনা করছেন তারা চাইলে এই দামের মধ্যে এখন রড কিনে খুব সহজেই বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেন। ১ কেজির রডের দাম মূলত নির্ভর করে আপনি কি কোম্পানির রড নিচ্ছেন তার উপর তবে কোম্পানি পেতে কিন্তু দামের ভিন্নতা অবশ্যই আছে।
আজকের রডের দাম কত 2025
রডের দাম মূলত নির্ভর করে আপনি কোন কোম্পানির রড নিচ্ছেন তার ওপর। বর্তমানে BSRM কোম্পানির ১ টন রডের দাম ১ লাখ টাকা। এ ছাড়া AKS কোম্পানির এক টন রডের দাম ৯৯ ,০০০ টাকা। এছাড়াও বাংলাদেশ আরও অনেক কোম্পানি রয়েছে সেগুলোর দাম অনেক কমে গিয়েছে।
২০২৫ সালের সব থেকে কম মূল্যে রড বিক্রি হচ্ছে। তবে ধারণা করা যাচ্ছে যে রডের দাম বিগত কিছুদিনের মধ্যে আরও কিছুটা কমে যেতে পারে। ২০২৪ সালের শেষের দিকে এসে কিছুটা রডের দাম একেবারেই কমে গিয়েছে। কিন্তু প্রথমের দিকে আগের তুলনায় অনেকটাই বেশি ছিল কিন্তু এখন অনেকটাই কম।
যে কোন কাজের জন্য লোন পেতে হলে এই কাগজ থাকাই লাগবে এখন
আজকের রডের বাজার ২০২৫
বিগত দিনের তুলনায় আজকের রডের বাজার অনেক কম। বিগত দিনের তুলনায় ৫০০০ টাকা কমে এক টন রড বিক্রি করা হচ্ছে। এক্ষেত্রে এখন ৮৫ হাজার টাকা থেকে শুরু করে প্রায় ৯৫ হাজার টাকার মধ্যে এক টন রড পাওয়া যাচ্ছে।
২০২৫ সালে বিগত কয়েক বছরের তুলনায় খুবই কম দামের মধ্যেই রড পাওয়া যাচ্ছে। তবে ধারণা করা হচ্ছে যে বছরের শেষের দিকে আবার রডের দাম বৃদ্ধি পেতে পারে। রডের আমদানি এবং কাঁচামাল আমদানি বেশি হওয়ার কারণে অনেকটাই কম দামে বিক্রি করা হচ্ছে রড।
রডের দাম কি কমবে
বর্তমানে বিগত কয়েক বছরের তুলনায় সব থেকে কম দামে রড বিক্রি হচ্ছে। যারা দীর্ঘদিন পর্যন্ত রডের দাম কমের অপেক্ষায় ছিলেন তারা চাইলে এখন রড কিনে নিতে পারেন। এক্ষেত্রে এক টনে প্রায় ১০ হাজার টাকা থেকে ১৬ হাজার টাকা কম দামে বিক্রি করা হচ্ছে।
তবে ধারণা করা হচ্ছে পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে এবং কাঁচামালের আমদানি বেশি থাকে তাহলে আগের তুলনায় আরো কম দামের বিক্রি হতে পারে। এক্ষেত্রে কয়েকদিনের মধ্যে প্রায় দশ হাজার টাকা কমে গিয়েছে রডের দাম। তাই ধারণা করা হচ্ছে যে বিগত আরো কিছুদিন এই রডের দাম এরকমই কম থাকবে।
বাংলাদেশে ৫০০ ওয়াট রডের দাম কত?
৫০০ ওয়াট রডের দাম ২৫০ টাকা থেকে ৩০০ টাকা। এক্ষেত্রে অনলাইন থেকেও কিনে নিতে পারেন অথবা চাইলে যেকোন হার্ডওয়ার সবথেকেও কিনে নেওয়া যাচ্ছে। এক্ষেত্রে বাজার কিন্তু দাম ভিন্নতা রয়েছে তবে অনলাইন দেখে আপনারা যে কোন সময় নতুন আপডেট দাম জেনে নিতে পারেন।
বাংলাদেশের ১ নাম্বার রড কোনটি?
বাংলাদেশের এক নম্বর রড বিএসআরএম স্টিল। বাসা বাড়ি তৈরি করার জন্য অথবা অফিস আদালত সব ধরনের কাজের জন্য খুবই উন্নত মানের রড হল বিএসআরএম স্টিল। এক্ষেত্রে যারা বাসা বাড়ি তৈরি করার কাজের জন্য এই রড ব্যবহার করতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে এই রড ব্যবহার করতে পারেন।
বাংলাদেশে ১ টন রডের দাম কত?
বর্তমানে বাংলাদেশে ১ টন রডের দাম ৮৫ হাজার টাকা থেকে ৯৫ হাজার টাকা। মূলত রডের দাম নির্ভর করে আপনি কি কোম্পানির রড নিচ্ছেন তার উপর। ভালো কোম্পানির রড গুলো নরমাল কোম্পানির তুলনায় ২ থেকে ৫ হাজার টাকা বেশি হয়।
একটি মন্তব্য পোস্ট করুন