মুখে ছোট ছোট কালো তিল দূর করার উপায় | মুখের তিল দূর করার হোমিও ঔষধ

    মুখের তিল দূর করার হোমিও ঔষধ


    শরীরের বিভিন্ন জায়গায় কালো তিল থাকার কারণে কিন্তু জায়গা গুলো সৌন্দর্য নষ্ট হয়ে যায় আবার অনেকাংশে কিন্তু শরীরের কিছু কিছু জায়গায় তিল থাকার কারণে সৌন্দর্য বৃদ্ধি পায়, তবে যদি শরীরের বিভিন্ন জায়গায় অবঞ্চিত তিল থাকে তাহলে সেটা কিভাবে তুলে ফেলবেন এবং কোন ক্রিমের মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গার তেলগুলো তোলা যায় তা নিয়ে বিস্তারিতভাবে এখানে আমরা পর্যায়ক্রমে আজকে আলোচনা করেছি।


    আজকে আপনারা এই কন্টেন্টের মাধ্যমে মুখে ছোট ছোট কালো তিল দূর করার উপায় এবং মুখের তিল দূর করার কোন ক্রিম বা লোশন আছে কিনা জানতে পারবেন। এবং এগুলো কতটা ক্ষতিকর অথবা কতক্ষণ পর্যন্ত এটা ইউজ করতে হয় এবং কিভাবে করলে সব থেকে ভালো ফলাফল পাওয়া যায় তো সকল বিষয়গুলো জানতে হলে দেখুন আজকের মুখে ছোট ছোট কালো তিল দূর করার উপায় নিয়ে বিস্তারিত।


    মুখে ছোট ছোট কালো তিল দূর করার উপায়

    মুখে ছোট ছোট কালো তিল দূর করার জন্য আলু, লেবু, পেঁয়াজ,টক দই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলোর মাধ্যমে খুব সহজেই মুখের ছোট ছোট কালো তিল দূর করতে পারবেন। কিভাবে করবেন এবং কতদিন পর্যন্ত এটি ব্যবহার করতে হয় তা নিচে বিস্তারিত তুলে ধরা হলো।

    মুখের কালো তিল দূর করার ঘরোয়া উপায়

    আলু

    প্রথমে আলু ভালোমতো ছিলে নিতে হবে তারপরে সুন্দর মত ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। এবার আলুর এই পেস্ট ২০ মিনিটের মতো যে সমস্ত স্থানে বেশি পরিমাণ কালো তিল রয়েছে সেখানে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর সেই স্থানটি ধুয়ে ফেলুন এভাবে একটা না সাত দিনের মতো ব্যবহার করলে মুখের কালো তিল দূর হবে।

    টক দই

    যে সমস্ত স্থানে কালো তিল বেশি রয়েছে সেই সমস্ত স্থানে ২০ মিনিটের মতো টকদই লাগিয়ে রাখুন। এরপর পানি দিয়ে সেই স্থানটি ভালোমতো ধুয়ে ফেলুন। এইভাবে এক সপ্তাহ যদি নিয়মিত কালো তিলের উপর লাগিয়ে রাখা হয় তাহলে খুব দ্রুতই কালো তিল দূর করা যায়। এবং ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পেতে থাকে আস্তে আস্তে।

    লেবুর রস

    অনাকাঙ্ক্ষিত বিভিন্ন জায়গার কালো তিল দূর করার জন্য লেবুর রস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কালো তেল দূর করার জন্য লেবুর রস তিলের উপরে লাগিয়ে মাছ চাষ করুন। পাঁচ থেকে দশ মিনিট লাগিয়ে রাখার পরে ধুয়ে ফেলুন এইভাবে দুই সপ্তাহ পরিমাণ যদি লেবুর রস দিয়ে প্রত্যেকদিন মেসেজ করুন তাহলে দ্রুত কালো তিল রিমুভ হয়ে যাবে।

    পেঁয়াজ

    একটি পিয়াজ ভালোমতো ছিলে পেস্ট তৈরি করুন। এরপরে যে স্থানে কালো তিল রয়েছে সেই স্থানে লাগিয়ে রাখুন এভাবে ২০ মিনিট লাগিয়ে রাখার পরে পরবর্তীতে সে জায়গাটি ধুয়ে ফেলুন। এরপরে কালো তিলের ওই স্থানে হালকা লেবুর রস এবং সরিষার তেল দিয়ে মাছ চাষ করুন এইভাবে এক সপ্তাহ করলেই দ্রুত কালো তেল দূর হবে।


    হাই প্রেসার এবং লো প্রেসার হলে কোন ওষুধ দ্রুত খাওয়াবেন দেখুন


    মুখের তিল বা কালো দাগ দূর করার উপায় এলোপ্যাথিক ঔষধ

    মুখের কালো তিল বা কালো দাগ দূর করার জন্য এলোপ্যাথিক Arogyam Pure Herbs এই ওষুধটি খুবই জনপ্রিয়। তবে অলৌকিক এই ওষুধটি ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। শরীরের যে কোন তিল দূর করার জন্য যেকোনো ধরনের ক্রিম নিজের ইচ্ছে মত ব্যবহার করবেন না এ ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।


    এক্ষেত্রে বর্তমানে বাজারে অনেক ধরনের নকল তেল দূর করার ক্রিম বা অ্যালোপ্যাথিক ওষুধ রয়েছে সেগুলো ব্যবহার করা থেকে বিরত থাকুন। এবং ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করুন তা না হলে হিতে বিপরীত হতে পারে। কেননা অনেক এলোপ্যাথিক এসব রয়েছে যেগুলো স্কিনের জন্য খুবই ক্ষতিকর।


    মুখের তিল দূর করার হোমিও ঔষধ

    মুখের কালো তিল দূর করার অনেক ধরনের হোমিও ঔষধ পাওয়া যায়। তবে অবশ্যই কখনোই অনলাইন থেকে অথবা কোন ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকুন। সরাসরি হোমিওপ্যাথিক চেম্বার এগিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে তিলের ধরন অনুযায়ী এবং তেলের আকার দেখে হোমিও ওষুধ সেবন করুন।


    মূলত বাজারে নানা ধরনের পতনামূলক ফেসবুকে অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এ সমস্ত তেল দূর করার অনেক ক্রিম বা হোমিও ওষুধ বিক্রি করছে তাই সেগুলো থেকে অবশ্যই সাবধান থাকুন। এক্ষেত্রে আপনার নিকটস্থ কোন হোমিও ডাক্তারের সাথে পরামর্শ করে এই সমস্ত ওষুধগুলো ব্যবহার করা সব থেকে ভালো।


    তিল দূর করার সিরাম

    তিল দূর করার জন্য Lanbena Scar Removal Stretch Marks Cream এই সিরামটি খুবই কার্যকরী। একটি প্রত্যেকদিন ব্যবহার করলে এক সপ্তাহের মধ্যে তিল দূর করা যায়। তবে এই ক্রিমটি যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারের মাধ্যমে পরামর্শ নিয়ে ব্যবহার করবেন।


    এছাড়া ডাক্তাররা যদি অন্য কোন ক্রিম সাজেস্ট করে তাহলে সেটি ব্যবহার করা উচিত তবে এক্ষেত্রে যেকোনো ধরনের তিল দূর করার জন্য কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই নিজ থেকে কোন সিরাম বা ক্রিম ব্যবহার করা উচিত না


    মুখের তিল দূর করার দোয়া

    মুখের তিল দূর করার দোয়া:  اللهم رب الناس أذهب البأس واشفِ أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاءً لا يغادر سقماً 

    মুখের তিল দূর করার দোয়া বাংলায়

    আল্লাহুম্মা রাব্বান্নাস, আজহিবিলবা’সা, ওয়াশফি, আনতাশ-শাফি, লা শিফা-ইল্লা শিফাউক, শিফাউল লা ইউগাদিরু সাক্বামা

    অর্থ: হে মানবজাতির পালনকর্তা, কষ্ট দূর করুন এবং আমাকে সুস্থ করুন। আপনারই চিকিৎসা সবচেয়ে উত্তম, আর আপনার ছাড়া অন্য কারও চিকিৎসায় পুরোপুরি আরোগ্য নেই।


    লাল তিল দূর করার হোমিও ঔষধ

    অনেকের শরীরে লাল তিল দেখা দেয় এটি খুব সহজেই হোমিও ওষুধের মাধ্যমে দূর করা যায়। এটা যদি মুখে অথবা ঘাড়ে পিঠে দেখা দেয় তাহলে অবশ্যই হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং তিলের আকার এবং তিলের পরিস্থিতি দেখে সেই অনুযায়ী হোমিও ওষুধ দিবে।


    ১০ থেকে ১৫ দিনের মধ্যেই লাল তিল দূর করা সম্ভব। এক্ষেত্রে হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই লাল তেলের জন্য ওষুধ সেবন করতে হবে এক্ষেত্রে নিজে কখনোই কিন্তু ওষুধ সেবন করতে যাবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন।

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন