ভিসা ছাড়া ইউরোপে চাকরির সুবর্ণ সুযোগ

    ভিসা ছাড়া ইউরোপে চাকরির সুবর্ণ সুযোগ


    স্ফালবার্ড এবং নরওয়ে এই দুই দেশে বিশ্বাস যে কোন দেশের মানুষ ভিসা ছাড়াই সেখানে বসবাস করতে পারে এবং কাজ করার সুযোগ করে নিতে পারে। হাজার ১৯২০ সালের পর থেকে এই দুই দেশে যুক্তি অনুযায়ী এখানে বসবাসের জন্য ভিসা বা রেসিডেন্সি পারমিটের প্রয়োজন হয় না। অথবা কাজ করার জন্য ওয়ার্ক পারমিটেরও প্রয়োজন পড়ে না।


    স্ফালবার্ড এ যেতে হলে নরওয়ের মাধ্যমে যেতে হয় এবং মূল ভূখণ্ড পার হওয়ার কারণে সেনজনভুক্ত এলাকায় যাওয়া লাগে এর ফলে কিন্তু সেনজেন ভিসার প্রয়োজন হতে পারে। তবে এখানে যাওয়ার ক্ষেত্রে কয়েকটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে এখানে চরম শীত থাকে এবং সীমিত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। এবং এখানে কিন্তু বিচ্ছিন্ন জীবনযাত্রা পালন করতে হয়।


    সেখানকার তাপমাত্রা কিন্তু যে কোন সময় মাইনাস র নিচে সেলসিয়াস তাপমাত্রা চলে আসে। এখানে দীর্ঘদিন পর্যন্ত অন্ধকারে বসবাস করা লাগে। এখানে গ্রীষ্মকালে আবার ২৪ ঘন্টায় দিন থাকে। কাজের সুযোগ এখানে সীমিত করা হয়েছে বেশিরভাগই পর্যটন এবং গবেষণার কাজে মূলত  স্ফালবার্ড এবং নরওয়ে যাই।


    তবে এই সমস্ত কাজের পাশাপাশি বর্তমানে কর্মক্ষেত্র এবং প্রয়োজনীয় সুবিধা ব্যবহার করার জন্যই অনেক দেশ থেকে মানুষ সেখানে পাড়ি জমাচ্ছে। তাই স্ফালবার্ড এবং নরওয়ে এই দুইটি  যাওয়ার আগে অবশ্যই স্বাবলম্বী হতে হবে অথবা কঠোর পরিবেশের সাথে মানসিকভাবে মানানসই করে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে এসব যদি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন তাহলে আপনারা খুব সহজেই সে দেশে গিয়ে থাকতে পারবেন।


    তবে নরমালি যারা কাজের ভিসা বা অন্যান্য কাজের জন্য সেখানে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ এর ব্যবহার হতে পারে কেননা সেখানে কাজ পাওয়া সহজ আছে কিন্তু কাজ করা অনেকটাই কঠিন একটা ব্যাপার। বর্তমানে এখানে অনেক রেস্টুরেন্ট এবং পর্যটন হওয়ার কারণে দুই দিন দিন সেখানে বিভিন্ন চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে যারা এখানে যেতে চাচ্ছেন তাদের জন্য একটি স্মরণীয় জীবন যাপনের স্থান হতে পারে নরওয়ে এবং স্ফালবার্ড, নরওয়ের এ

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন