বর্তমানে বিদেশি এবং কোরিয়ান কম্বলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে বিদেশি কম্বল এবং বাংলাদেশি কম্বলের মধ্যে তফাৎ খুব একটা পাবেন না অনেকেই বাংলাদেশে তৈরি কিন্তু কম্বল বিদেশি বলে বিক্রি করছে। কিভাবে অরজিনাল কম্বল চিনবেন এবং এই কম্বলগুলোর দাম কত টাকা হতে পারে এবং বিভিন্ন ব্র্যান্ডের কম্বলের দাম কত তা নিয়ে আলোচনা করা হলো।
বর্তমানে বাংলাদেশের বাজারে বিভিন্ন দামের কম্বল রয়েছে এক্ষেত্রে বর্তমানে আপনারা যদি বাংলাদেশী অথবা কোরিয়ান অথবা বিদেশী বিভিন্ন মানের কম্বলগুলো নিতে চান তাহলে বিভিন্ন দামের আছে। সাধারণত কমফোর্টেবল কম্বল গুলোর দাম কিন্তু অনেকটাই বেশি থাকে এবং এই কম্বল গুলোর ওজন কম হিসেবেও কিন্তু কার্যকারিতা অনেক বেশি। কিভাবে বুঝবেন ভালো মানের কম্বল এবং দাম কত চলুন দেখে নেওয়া যাক।
ইন্ডিয়ান কম্বলের দাম
বর্তমানে বাংলাদেশের বাজারে ইন্ডিয়া কম্বলের দাম ৭৫০০ টাকা থেকে শুরু করে ২২ হাজার টাকার মধ্যে ভাল মানের ইন্ডিয়ান কম্বল পাওয়া যায়। ইন্ডিয়ান কম্বলের অনেক কোয়ালিটি রয়েছে আপনি যদি নরমাল কোয়ালিটি থেকে একটু ভালো মানের কোয়ালিটি কম্বলগুলো নিতে চান তাহলে ৮০০০ টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকার মধ্যে ভালো মানের কম্বল পাবেন।
যদি ইন্ডিয়ান কম বলে আপনি বাজেট বেশি মানের কম্বল নিতে চান এক্ষেত্রে আপনাদের আরও বেশি পরিমাণ খরচ করা লাগবে। সাধারণত ২২ হাজার টাকা থেকে আরো ভালো মানের কম্বল নিতে পারবেন। ইন্ডিয়ান কম্বলগুলোতে কমফোর্টেবল ভাবে তিন থেকে চারজন শোয়া যায় এবং যদি স্বামী-স্ত্রী দুজন ভালো মতো শুয়ে থাকেন সে ক্ষেত্রে শীত খুবই কম লাগবে।
কোরিয়ান কম্বলের দাম
বর্তমানে কোরিয়ান কম্বল গুলোর দাম অন্যান্য কম্বলের তুলনায় অনেকটাই বেশি। আপনি যদি মোটামুটি ভালো মানের কোরিয়ান কম্বল নিতে চান তাহলে দাম পড়বে ৭০০০ টাকা। এবং এর থেকেও যদি আরো ভালো মানের এবং কোয়ালিটি সম্পন্ন কোরিয়ান কম্বল নিতে চান তাহলে ১৫ হাজার টাকার মধ্যে ভালো মানের কোরিয়ান কম্বল কিনতে পারবেন।
কোরিয়ান কম্বলগুলোতে সাধারণত অনেক ভালো হয় অনেক কমফোর্টেবল এবং অনেক গরম হয়। অন্যান্য ব্যান্ডের কম্বলের তুলনায় কোরিয়ান কম্বলগুলোতে কিন্তু শীত খুব তাড়াতাড়ি দূর করতে পারে এবং এই কম্বলগুলো দীর্ঘদিন যাবত ব্যবহার করলে কোন ধরনের সমস্যা হয় না। বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা কোরিয়ান কম্বল কপি তৈরি করে থাকে। তাই বাংলাদেশ থেকে যদি আপনার কোরিয়ান কম্বল গুলো কিনতে চান তাহলে অবশ্যই দেখে শুনে কিনবেন।
৬ কেজি ওজনের কম্বলের দাম কত
৬ কেজি ওজন এর কম্বল বিভিন্ন দামে রয়েছে। আপনি যদি ৬ কেজি ওজনের বিদেশি ব্র্যান্ডের কম্বল গুলো নিতে চান তাহলে খরচ পড়বে প্রায়ই ৮ হাজার টাকা। আর আপনি যদি দেশি ব্যান্ডের বিদেশী কম্বল গুলো ছয় কেজি ওজনের মধ্যে নিতে চান তাহলে খরচ পড়বে প্রায় ৫০০০ টাকা। কোরিয়ান অথবা ইন্ডিয়ান কম্বল গুলো যদি ওজন ৬ কেজি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে আট হাজার টাকা থেকে ১০ হাজার টাকার মধ্যে কিনতে হবে।
যে সমস্ত কম্বলগুলোর ওজন বেশি সেগুলোই ভালো হবে তা কিন্তু না অনেক কম্বলের ওজন কম কিন্তু অনেক গরম এবং শীত ভাঙতে সহায়তা করে। অনেকে আবার ভারী কম্বল পছন্দ করে না এক্ষেত্রে ভারী কম্বল বাচ্চাদের গায়ে দিতে অসুবিধা হয় আবার অনেকেই ভারী কম্বল পছন্দ করে থাকে। তবে এক্ষেত্রে আপনি যদি ভালো মানের কম্বল নিতে চান তাহলে কোরিয়ান অথবা ইন্ডিয়ান কিছু কোম্পানির কম্বল পাওয়া যায় সেগুলো অনেক ভালো এবং কোয়ালিটি সম্পন্ন।
ভালো মানের কম্বল এর দাম কত
সাধারণত ৪০০০ টাকা থেকে শুরু করে ১০০০০ টাকার মধ্যে যে সমস্ত কম্বল পাওয়া যায় সেগুলো মোটামুটি অনেক ভালো মানের কম্বল। গুলোর কোয়ালিটি এবং দীর্ঘদিন লাস্টিং করার ক্ষেত্রে খুবই ভালো। তবে যদি আপনি কোরিয়ান অথবা ইন্ডিয়ান কম্বল গুলো নিতে চান তাহলে সেগুলোর কোয়ালিটি কিন্তু অন্যান্য কম্বলের তুলনায় অনেক ভালো। পুরো শীত জুড়ে যদি আপনারা একটি কম্বলের মাধ্যমেই কাটাতে চান তাহলে কিন্তু একটি ভালো মানের কম্বল দেওয়া উচিত।
তাই আপনি যদি ভাল মানের কম্বল নিতে চান তাহলে অবশ্যই আপনাকে ৪ হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকার মধ্যে ভালো মানের কম্বল গুলো নিতে পারেন। তবে এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে কম্বলের কাপড়ের কোয়ালিটি কেমন সেখানে সুতা বের হচ্ছে কিনা এবং কমফোর্টেবল কম্বল কিনা এই বিষয়গুলো দেখে শুনে তারপরে কম্বল নিবেন।
বিদেশি কম্বলের দাম কত ২০২৫
২০২৫ সালের নানা ধরনের বিদেশী কম্বল পাওয়া যাচ্ছে। বিদেশি কম্বলের মধ্যে সবথেকে বেশি বিক্রি হয়ে থাকে ইন্ডিয়ান কম্বল এবং কোরিয়ান কম্বল। বিদেশ থেকে যারা কম্বল পাঠায় তাদের ক্ষেত্রে কিন্তু কোরিয়ান কম্বল বেশি আসে তাই আপনি যদি কোরিয়ান কম্বল বাংলাদেশ থেকে কিনতে চান তাহলে কিন্তু খরচ পড়বে প্রায় ১২ হাজার টাকার মত। আর যদি ইন্ডিয়ান কম্বল কিনতে চান তাহলে ৬০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৫০০০ টাকার মধ্যে ভালো মানের কম্বল পাবেন।
বিদেশে যদি কোন পরিচিত ব্যক্তি থাকে তাদের মাধ্যমে যদি কম্বল নিয়ে আসতে পারেন তাহলে খুবই কম দামের মধ্যে ভালো মানের বিদেশী কোয়ালিটি সম্পন্ন কম্বল কিনতে পারবেন। কেননা তারা যদি বিদেশ থেকে কম্বল কিনে সেখানে কোয়ালিটি সম্পন্ন কম্বল গুলো কিন্তু বিদেশে বিক্রি হয়ে থাকে। যারা দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে কম্বল নিয়ে আসে তাদের কম্বলের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয়। এই কম্বলগুলো তো মূলত কোরিয়ান অথবা ইন্ডিয়ান বিভিন্ন কোম্পানি তৈরি করে থাকে।
পাতলা কম্বলের দাম কত
৩ হাজার টাকা থেকে ৮ হাজার টাকার মতো। এ ক্ষেত্রে কম্বল গুলো সব সময় ব্যবহার করতে পারবেন অথবা বসে থাকা অবস্থায় এই কম্বল গায়ে দিয়েও বসে থাকতে পারবেন। পাতলা কম্বলগুলোতে সাধারণত শীত দ্রুত ভাঙবে না এক্ষেত্রে যে সমস্ত কম্বলগুলো ডাবল পার্টে রয়েছে সেগুলোতে কিন্তু খুব সহজেই শীত করা যায়।
কমফোর্ট কম্বলের দাম
কম্ফোর্টেবল কম্বল গুলোর দাম ৩০০০ টাকা থেকে ১০ হাজার টাকা। দশ হাজার টাকার মধ্যে ভালো মানের কম্ফোর্টেবল কম্বল পাওয়া যায়। তবে যদি এর থেকেও ভালো মানের কমফোর্টেবল কম্বলগুলো নিতে চান তাহলে কোরিয়ান অথবা কাশ্মীরি অনেক কম্বল আছে সেগুলো নিতে পারেন এক্ষেত্রে অনেক কম্ফোর্টেবল হয়ে থাকে এগুলোর দাম মূলত ৫০০০ টাকা থেকে ২৫ হাজার টাকার মধ্যে ভালো মানের কমফোর্টেবল কম্বল পাওয়া যায়।
এক্ষেত্রে যদি আরও কমফোর্টেবল কম্বলগুলো নিতে চান তাহলে বিদেশ থেকে আনাতে হবে এক্ষেত্রে যারা বিদেশে অবস্থান করছে তাদের মাধ্যমে ভালো মানের কম্বল গুলো কিনে বিভিন্ন মাধ্যমে বিদেশ থেকে নিয়ে আসাতে পারেন এক্ষেত্রে দাম একটু বেশি পড়বে কিন্তু অনেক কমফোর্টেবল হবে এবং শীত কাটানোর জন্য খুবই আরামদায়ক হবে।
ডাবল কম্বলের দাম
বর্তমানে ডাবল কম্বলের দাম ৫০০০ টাকা থেকে ১০ হাজার টাকা। এর থেকে যদি আরো ভালো মানের ডাবল পাটের কম্বলগুলো নিতে চান তাহলে কিন্তু আরো বেশি খরচ পড়বে এক্ষেত্রে বিদেশি এবং বেশি ভালো মানের ডাবল পাটের কম্বল হয়।
ডাবল কম্বলের দাম বিভিন্ন ধরনের রয়েছে এই ক্ষেত্রে যদি আপনি পাঁ ৫ হাজার টাকার মধ্যে ডাবল পাটের কম্বলগুলো নেন তাহলেও ভালো মানের কম্বল পাবেন। সাধারণত বিদেশি অথবা দেশি ভালো মানের কম্বলগুলো যদি নিয়েন তাহলে কিন্তু সেগুলো ডাবল পার্টির হয়ে থাকে এক্ষেত্রে এক পার্টের কম্বলগুলোতে কিন্তু অনেক মোটা এবং ওজন হয়ে থাকে এক্ষেত্রে শীত এই গরম হতে অনেকটাই সময় লাগে।
কোরিয়ান কম্বল চেনার উপায়
কোরিয়ান কম্বল গুলো মূলত এক্রাইলিক এবং পলিয়েস্টার দিয়ে তৈরি করা হয়। কোরিয়ান কম্বল গুলোর সুতি অনেক উন্নতমানের হয়ে থাকে এক্ষেত্রে যদি আপনি হাত দিয়ে টেনে ফাঁকা করতে চান তাহলে সহজেই ফাঁকা হবে না। এবং কালার গুলো অনেক সুন্দর এবং কম্বল গুলো দেখতে অনেক নরম এবং অনেক সফট হয়ে থাকে। এবং সত্যি গুলো যদি হাত দিয়ে টান দিয়ে ছিঁড়তে চান তাহলে খুব সহজেই ছেঁড়া যাবে না।
তাই আপনি যদি ভালো মানের কোলে আর কম্বল চিনতে চান তাহলে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য করবেন। যখন দেখবেন হাত দিয়ে হালকা করে টান দিলেই সত্যি গুলো উঠে আসছে তাহলে বুঝবেন যে এটা আসলে অরজিনাল কোরিয়ান কম্বল না।
ভালো মানের কম্বল কিভাবে চিনবেন
আপনি যদি দেশি অথবা বিদেশি যেকোনো ভালো মানের ডাবল পাটের কোম্পানি নিতে চান তাহলে কয়েকটি বিষয় লক্ষ্য রাখবেন। কম্বলের দুই পাশে ধরে যদি হালকা করে টান দেন তাহলে কম্বলের সুতি গুলো যদি ফাঁকা ফাঁকা হয়ে যায় তাহলে কিন্তু বুঝবেন এই কম্বলটি শীতের জন্য আরামদায়ক হবে না।
- কম্বলের সুতি গুলো অনেক উন্নত মানের হবে
- কম্বলের কাপড়টি দুই হাত দিয়ে টানার পরে ফাঁকা হবে না
- কম্বলের কালার হাত দিয়ে ঘুষলে উঠবে না
- কম্বলের সূত্রগুলো টান দিলে উঠে যাবে না
- কম্বলের ভাঁজ করার পরেও ভাঙবে না
- কম্বল ধোয়ার পরে রং উঠবে না
এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করে দেখবেন যদি এগুলো না হয় তাহলে আপনি নিঃসন্দেহে একটি ভালো মানের কম্বল কিনেছেন। তাই কম্বল যদি আপনারা কিনেন তাহলে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করে বাজার থেকে কম্বল কিনুন তাহলে কখনোই ঠকবেন না।
একটি মন্তব্য পোস্ট করুন