আজকের ব্রয়লার মুরগির বাচ্চার দাম কত এখান থেকে জানুন। আজকের ব্রয়লার মুরগির বাচ্চার দাম আগের তুলনায় কিছুটা বেশি আপনারা জানেন যে বয়লার মুরগির বাচ্চার দাম কিন্তু বাচ্চার চাহিদার উপর নির্ভর করে কম বেশি হয়। বিগত কয়েকদিন যাবত বাচ্চার চাহিদা অনেকটাই বেশি এই কারণে বর্তমানে আজকে বাজার রেট অনুযায়ী বাচ্চার দাম ৫ টাকা বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়।
আজকের এক পিস বয়লার মুরগির বাচ্চার দাম ৫২ টাকা করে। এক্ষেত্রে যদি হাইবিড লেভেলের বাচ্চা নিতে চান সে ক্ষেত্রে খরচ পড়বে ৪৫ টাকা থেকে ৪৮ টাকা পর্যন্ত। এক্ষেত্রে আরো লো কোয়ালিটির বাচ্চা নিতে হলে খরচ পড়বে ৪০ থেকে ৪২ টাকা। তবে বাজার ভেদে এবং ভিন্ন ভিন্ন জায়গায় কিন্তু দাম কমবেশি হতে পারে।
সাধারণত ভালো মানের বয়লার মুরগির বাচ্চা নিতে হলে কিন্তু খরচ পড়বে প্রায় ৪৮ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত। এক্ষেত্রে কিন্তু ভালো কোয়ালিটি বাচ্চাগুলো সাধারণত সময় লাগে এবং কম সময়ের মধ্যে কিন্তু বাচ্চা আমদানি করা সহজ হয় না। এক্ষেত্রে এটা একটি সিন্ডিকেটের মতো কাজ করে থাকে তাই অবশ্যই ভালো মানের বাচ্চা নিতে হলে ভালো ডিলারের সাথে সম্পর্ক রাখতে হবে।
২১ জানুয়ারি ২০২৫ - ব্রয়লার মুরগির বাচ্চার দাম
কোম্পানির নাম | বাচ্চার দাম (প্রতি পিস) |
---|---|
নিউ হোপ | ৪২ থেকে ৪৬ টাকা |
RMR | ৪৬ থেকে ৪৮ টাকা |
প্যারাগন | ৪২ থেকে ৪৮ টাকা |
A1 | ৪৪ থেকে ৪৬ টাকা |
কোয়ালিটি | ৪৮ থেকে ৫০ টাকা |
কাজী ফার্মস | ৪৮ থেকে ৫০ টাকা |
নাহার | ৪৪ থেকে ৪৮ টাকা |
প্রভিটা | ৪৬ থেকে ৪৮ টাকা |
CPIR | ৪২ থেকে ৪৬ টাকা |
জানুয়ারি মাসের আজকের এই দিনে বাচ্চার দাম কত এবং প্রতিটা কোম্পানির মুরগির বাচ্চার দাম এখানে উল্লেখ করা হয়েছে আপনারা এখানে প্রত্যেক মাসের এবং প্রত্যেক দিনের বয়লার মুরগির বাচ্চার দাম সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন এখানে প্রতিটা কোম্পানির বাচ্চার দাম প্রত্যেকদিন উল্লেখ করা হয়।
নারিশ পোল্ট্রি বাচ্চার দাম ২০২৫
নারিশ পল্টি বাচ্চার দাম ৪৫ টাকা। এবং সকল অন্যান্য কোম্পানির গোচ্ছা গুলোর দাম কিন্তু আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে তাই সেই তুলনায় নারীর শুধুমাত্র ৪২ টাকা থেকে এখন বর্তমানে ৪৫ টাকা করে নারিশের বাচ্চা বিক্রি করা হচ্ছে।
নারিশ কোম্পানি সহ আরো অন্যান্য কোম্পানির বাচ্চার দাম সম্পর্কে বিস্তারিতভাবে দেখুন। এখানে আমরা প্রত্যেকদিনের নারিস কোম্পানিসহ আরো অনেক অন্যান্য কোম্পানির দাম গুলো উল্লেখ করে থাকি তাই বাচ্চাগুলোর দাম পর্যায়ক্রমে দেখতে থাকুন।
বিভিন্ন কোম্পানির বয়লার মুরগির বিগত বাচ্চার দাম
- নিউ হোপ ৪৪ থেকে ৪৮ টাকা।
- RMR ৪৮ থেকে ৫০ টাকা।
- প্যারাগন ৪৪ থেকে ৫০ টাকা।
- A1 ৪৬ থেকে ৪৮ টাকা।
- কোয়ালিটি ৫০ থেকে ৫২ টাকা।
- কাজী ফার্মস ৫০ টাকা ৫২ টাকা।
- নাহার ৪৬ থেকে ৫০ টাকা।
- প্রভিটা ৪৮ থেকে ৫০ টাকা।
- CPIR ৪৪ থেকে ৪৮ টাকা।
এছাড়াও বিভিন্ন বাজার ভেদে কিন্তু খুচরা মূল্যে অথবা কিছু কম বেশি হতে পারে। অনেক সময় কম বাচ্চা নেওয়ার কারণে কিন্তু দাম অনেকটাই বেশি ধরে অথবা অনেক ডিলার রয়েছে যারা কিনা বেশি বাচ্চা নেওয়ার কারণে কিন্তু অনেক সময় কম বাচ্চার রেট ধরে।
ডিসেম্বর মাসে শীতের প্রকোপ বেড়ে যাওয়ার কারণেই মূলত এই বাচ্চার দাম আগের তুলনায় কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা ধৈর্য ধরুন। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই 40 টাকার নিচে সমস্ত বাচ্চাগুলো পাওয়া যেতে পারে তাই অবশ্যই কিছুদিন পর্যন্ত অপেক্ষা করতে পারেন তবে এই সময় কিন্তু খামারিদের রোগ বলা হওয়ার সম্ভাবনা বেশি থাকার কারণে অনেকেই মুরগিও কম তুলবে।
একটি মন্তব্য পোস্ট করুন