কীটনাশক স্প্রে মেশিন কৃষি ক্ষেত্রে এবং আমবাগানের জন্য অথবা শাক সবজি বা বিভিন্ন ফসল পালনের জন্য অত্যন্ত কার্যকরী। ২০২৫ সালে বাজারে বিভিন্ন ধরনের স্প্রে মেশিন পাওয়া যাচ্ছে যেমন ব্যাটারি চালিত, পাওয়ার স্প্রে, হ্যান্ড পাম্প এছাড়াও আমবাগানের জন্য বিশেষ ধরনের ডিজাইন করা স্প্রে মেশিন পাওয়া যাচ্ছে।
এসব মেশিনের মডেল এবং ফিচার অনুযায়ী দাম নির্ভর করে সে সাথে ব্যাটারি ক্ষমতা, মেশিনের ধারণ ক্ষমতা সহ আরো অনেক বিষয় নিয়ে আজকে আমরা এখানে পর্যায়ক্রমে বিভিন্ন মডেলের মেশিনের দাম উল্লেখ করেছি। আপনার প্রয়োজন অনুযায়ী কোন মেশিনটা আপনার জন্য পারফেক্ট হবে এবং বাজেট অনুযায়ী মেশিন গুলো নিতে হলে নিচের স্প্রে মেশিন মডেল অনুযায়ী বেছে নিতে পারেন।
আর এফ এল স্প্রে মেশিন দাম
আরএফএল ১৬ লিটার স্প্রেমেশন এর দাম ১,৩৫০ টাকা টাকা। আরএফএল ১৮ লিটার এলইডি লাইট সহ স্প্রে মেশিনের দাম ৩৫০০ টাকা। আরএফএল স্প্রে মেশিন Sulov ব্যান্ডের অধীনে সরবরাহ করা হয়ে থাকে। বাজার অনুযায়ী আরএফএল স্প্রে মেশিন এর দাম ভিন্ন হতে পারে।
আরএফএল স্প্রে মেশিন গুলো চার্জিং এবং ম্যানুয়াল দুই ধরনের মেশিন পাওয়া যায়। ক্ষমতা এবং মেশিনের কোয়ালিটি অনেক ভালো এবং এই মেশিনগুলোতে উন্নতমানের প্লাস্টিক ব্যবহার করা হয় এবং এগুলো নষ্ট হয়ে গেলে পুনরায় ঠিক করা যায়।
রবি ১৭ টাকায় ২ জিবি ইন্টারনেট ৭ দিন মেয়াদ
কীটনাশক স্প্রে মেশিনের মডেল এবং দাম
মডেল | ধারণ ক্ষমতা | দাম |
---|---|---|
ব্যাটারি চালিত স্প্রে মেশিন ১৬ লিটার (ব্যাটারি) | ১৬ লিটার | ৩,১৯০ |
ফুটপাম্প স্প্রে মেশিন (ম্যানুয়াল - ফুট পাম্প) | ৩ ফুট | ৪,৮০০ |
হ্যান্ড স্প্রে মেশিন ২ লিটার (ম্যানুয়াল - হ্যান্ড প্রেসার) | ২ লিটার | ৩৩০ |
সুলভ ব্যাটারি স্প্রেয়ার (ব্যাটারি) | ১৮ লিটার | ১,৩১২ |
২ স্ট্রোক হাই স্পিড স্প্রে মেশিন (ম্যানুয়াল - পাওয়ার) | ১০ লিটার | ১৫,০০০ |
নেপটিউন ১৬ লিটার পাওয়ার স্প্রে (ব্যাটারি) | ১৬ লিটার | ১২,৫০০ |
এফএফএল ম্যানুয়াল স্প্রে (ম্যানুয়াল - হ্যান্ড প্রেসার) | ১০ লিটার | ১,৭৫০ |
ব্যাটারি চালিত ১৮ লিটার স্প্রে (ব্যাটারি) | ১৮ লিটার | ৩,৫০০ |
সুলভ ২ ইন ১ স্প্রে মেশিন (ব্যাটারি) | ১২ লিটার | ৪,৮০০ |
ফুট পাম্প হ্যান্ড স্প্রে (ম্যানুয়াল - ফুট পাম্প) | ৪ লিটার | ৩৫০ |
পাওয়ার স্প্রে মেশিন ৫ স্ট্রোক (ম্যানুয়াল - ইঞ্জিন চালিত) | ১৮ লিটার | ১২,০০০ |
হাই স্পিড স্প্রে মেশিন (ম্যানুয়াল - ইঞ্জিন চালিত) | ২০ লিটার | ১৪,০০০ |
অটো স্প্রে ১৮ লিটার (ব্যাটারি) | ১৮ লিটার | ৪,৮০০ |
ব্যাটারি চালিত রিচার্জেবল স্প্রে (ব্যাটারি) | ১৬ লিটার | ৪,২০০ |
গ্যাস চালিত স্প্রে মেশিন (ম্যানুয়াল - গ্যাস চালিত) | ১৮ লিটার | ১৫,০০০+ |
কীটনাশক স্প্রে মেশিন এর দাম বাজার অনুযায়ী ভিন্ন ভিন্ন। এক্ষেত্রে বিভিন্ন কোম্পানির দাম কিন্তু পরিবর্তন হয়ে থাকে তবে এক্ষেত্রে বর্তমান দাম সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য নির্দিষ্ট ওই মেশিনের কোম্পানির ওয়েবসাইটে দেখতে পারেন।
ব্যাটারি চালিত স্প্রে মেশিনের দাম কত
ব্যাটারি চালিত স্প্রে মেশিন এর দাম নির্ভর করে চার্জিং ব্যাকআপ ক্ষমতা এবং স্প্রে মেশিন এর ফিচার অনুযায়ী। বাংলাদেশে ব্যাটারি চালিত স্প্রে মেশিন এর দাম ৩০০০ টাকা থেকে শুরু করে ১২ হাজার টাকার মধ্যে পাওয়া যায়। ব্যাটারি চালিত এই স্প্রে মেশিনগুলোতে একবার চার্জ দিয়ে তিন ঘন্টা থেকে ৮ ঘন্টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে স্প্রে করা যায়।
ব্যাটারি চালিত এই স্প্রে মেশিন গুলোতে নানা ধরনের নজেল থাকে এই কারণে এর সুবিধা বেশি। এছাড়াও এই ব্যাটারি চালিত মেশিনগুলোতে একটি লাইট থাকে যেগুলো রাতে স্প্রে করার জন্য খুবই কার্যকরী। ব্যাটারী চালিত স্প্রে মেশিন এর ফিচার অনুযায়ী দাম ভিন্ন ভিন্ন। এক্ষেত্রে বাংলাদেশের মধ্যে যদি ভালো মানের ব্যাটারি চালিত স্প্রে মেশিন নিতে চান তাহলে ৩০০০ টাকা থেকে ১২ হাজার টাকার মধ্যে ভাল মানের স্প্রে মেশিন পাবেন।
আবাসিক হোটেল মেয়েদের ফোন নাম্বার
ব্যাটারি চালিত স্প্রে মেশিন দাম ও ফিচার:
এছাড়াও আরো ফিচারসমৃদ্ধ ব্যাটারি চালিত স্প্রে মেশিন নিতে হলে দাম কিছুটা কম বেশি হতে পারে এক্ষেত্রে ব্র্যান্ড অনুযায়ী দামের ভিন্নতা রয়েছে। বাংলাদেশে যে সমস্ত গুলো পাওয়া যায় সেগুলো ইন্ডিয়ান বেশ কিছু কোম্পানি রয়েছে সেগুলো কিন্তু অনেক ভালো এক্ষেত্রে দাম ৫ হাজার টাকার মধ্যে।
ব্যাটারি চালিত স্প্রে মেশিন এর সুবিধা:
ব্যাটারি চালিত স্প্রে মেশিন এর মাধ্যমে অনেকগুলো সুবিধা রয়েছে। যেমন রাত্রে স্প্রে করা যায় এবং হাত দিয়ে পাম করে স্প্রে করা লাগেনা। স্প্রে নিরবিচ্ছিন্নভাবে জমির সকল জায়গায় স্প্রে করা সহজ হয়। ৩ ঘন্টা থেকে ৮ ঘন্টা পরিমাণ চার্জ এর মাধ্যমে স্প্রে করা যায়। ব্যাটারি চালিত স্প্রে মেশিন এর সুবিধা কি আরো নিচে উল্লেখ করা হলো:
- ৩ থেকে ৮ ঘন্টা পরিমাণ স্প্রে করা যায়
- পিঠে বহন করার জন্য বেল্ট থাকে
- আরামদায়কভাবে পিঠে বহন করা যায়
- রাত্রে লাইটের মাধ্যমে স্প্রে করা যায়
- জমিতে এক জায়গা থেকে দূরবর্তী স্থানে স্প্রে করা সহজ হয়
- মেশিনের স্পিড এবং স্প্রে খুবই ভালো হয়
- জমির ফসল অথবা যে কোন জায়গায় স্প্রে ছড়িয়ে পড়ে
সুলভ স্প্রে মেশিন দাম ১৮ লিটার
সুলভ ১৮ লিটার স্প্রে মেশিন এর দাম ৩,৩৫০ টাকা। সুলভের এই মেশিনটিতে একটি এলইডি লাইট এবং দ্রুত চাপ পাম্প আছে। এক চাপে অধিক পরিমাণ পানি লোড করতে পারে স্প্রে ফাইভ এর ভিতরে। এই রিজনেবল প্রাইসের মধ্যে এই মেশিনটি খুবই ভালো এক্ষেত্রে নষ্ট হয়ে গেলে মেরামত করা অনেকটা সহজ।
সুলভ ইনস্ট্র মেশিনের বিবরণ:
- সুলভ স্প্র মেশিন ১৮ লিটার এলইডি লাইট
- ধারণ ক্ষমতা ১৮ লিটার
- দাম ৩ হাজার ৩,৩৫০ টাকা থেকে ৩,৫৩৫ টাকা
- মাল্টি স্প্রেনোজিল
- দ্রুত চাপ এবং সহজে মেরামত করা যায়
- এটি পরিচালনা করা অনেকটাই সহজ এবং নিরাপদ
- এই মেশিনে অন্যতম প্লাস্টিক ব্যবহার করা হয়েছে
এই মেশিনগুলো ব্যাটারি চালিত এবং একেবারে ম্যানুয়াল মেশিনও পাওয়া যায় তবে এক্ষেত্রে ব্যাটারি চালিত মেশিনগুলো কোয়ালিটি এবং ফিচার অনেক ভালো। এক্ষেত্রে সেগুলো মেরামত করা অনেকটা সহজ তাই সুলভ কোম্পানির দীর্ঘক্ষণ পরিমান চার্জিং এর মাধ্যমে স্প্রে করা যায়।
পাওয়ার স্প্রে মেশিন দাম
বাংলাদেশের বাজারে পাওয়ার স্প্রে মেশিনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে কৃষি কাজ এবং বাগান পরিচর্যা সহ আরো বিভিন্ন ধরনের কাজে পাওয়ার স্প্রে মেশিন বেশি ব্যবহার হয়।
পাওয়ার স্প্রে মেশিন এর ক্ষমতা এবং মডেলের মেশিনের দাম নির্ভর করে। যেমন ইঞ্জিন শক্তি, ধারণ ক্ষমতা, ব্যাটারী চার্জিং ক্ষমতা, সহ আরো বেশ কিছু বিষয় থাকে। পর্যায়ক্রমে পাওয়ার স্প্রে মেশিনের দামের তালিকা এবং মেশিনের মডেল উল্লেখ করা হলো:
পাওয়ার স্প্রে মেশিন এর মডেল ও দাম:
মডেল | ধারণ ক্ষমতা | দাম |
---|---|---|
৫০ লিটার ট্রলি সিস্টেম | ৫০ লিটার | ৪১,০০০ |
৪ স্ট্রোক পাওয়ার স্প্রেয়ার | ২০ লিটার | ১৯,০০০+ |
ব্যাটারি চালিত স্প্রে মেশিন | ১৬ লিটার | ৩,১৯০ |
৬.৫ HP জাপানি প্রযুক্তি | ২৫ লিটার | ৩৫,০০০ |
৬০ লিটার স্প্রে মেশিন | ৬০ লিটার | ৩৭,৫০০ |
পাওয়ার স্প্রে মেশিন কোথায় পাবেন?
বর্তমানে অনলাইন শপের মাধ্যমে পাওয়ার স্প্রে মেশিন কেনা যাচ্ছে অথবা, কৃষি পণ্য বা কীটনাশক এর দোকানগুলোতেও এই মেশিন গুলো বিক্রি করে, অথবা সরাসরি যে কোন ইলেকট্রিক অথবা কৃষি পণ্য বিক্রি করে এমন দোকানগুলোতে খোঁজ করুন।
সরকারিভাবে বিদেশ যাওয়ার সার্কুলার আবেদন সহ দেখুন
আম গাছের স্প্রে মেশিন দাম
আম গাছে স্প্রে মেশিন এর দাম ক্ষমতা এবং ব্যান্ডের উপর নির্ভর করে। ৫০ লিটারের আম গাছে স্টিম মেশিনের দাম ৩০০০ টাকা থেকে শুরু করে ১৮ হাজার টাকা দাম পরে। এছাড়াও আরো বেশ কিছু মডেল রয়েছে যেগুলো ৫০ লিটার, ৪১০০ টাকা। ২০ লিটার ১৯০০ টাকা। এই দামের মধ্যে আমগাছি স্প্রে মেশিন পাওয়া যায়।
আম গাছে স্প্রে মেশিন মডেল ও দাম:
মডেল | দাম |
---|---|
৫০ লিটার ট্রলি সিস্টেম পাওয়ার স্প্রে মেশিন | ৪১,০০০ |
ব্যাটারি চালিত রিচার্জেবল স্প্রে মেশিন | ৩,১৯০ |
৪ স্ট্রোক পাওয়ার স্প্রেয়ার মেশিন | ১৯,০০০+ |
নেপটিউন NF-767 মাল্টি-পারপাস পাওয়ার স্প্রে | ১৮,০০০ |
বর্তমানে আম গাছে স্প্রে মেশিন এর অনেকটাই প্রয়োজন পড়ে এক্ষেত্রে কম দামের মধ্যে থেকে শুরু করে আপনারা চাইলে বেশি দামের মধ্যেও আম গাছে স্প্রমেশন কিনতে পারেন। এক্ষেত্রে চার্জিং মেশিনগুলো এখন বেশি চলছে তবে এক্ষেত্রে দাম কিন্তু বেশি অথবা ম্যানুয়ালগুলো কম টাকার মধ্যে কিনতে পারবেন।
স্প্রে মেশিন কত প্রকার
বর্তমানে বাংলাদেশের বাজারে প্রায় ৪ ধরনের স্প্রে মেশিন পাওয়া যাচ্ছে। যেগুলো হ্যান্ড স্প্রে অথবা ব্যাটারি চার্জ অথবা পাওয়ার স্প্রে মেশিন নামে পরিচিত। এগুলো ফসল ও গাছপালা পোকামাকড় আক্রমণ রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। চার ধরনের স্প্রে মেশিন উল্লেখ করা হলো:
- ম্যানুয়াল স্প্রে মেশিন
- ব্যাটারি চালিত স্প্রে মেশিন
- পাওয়ার স্প্রে মেশিন
- ট্রাক্টর মাউন্টেড স্প্রে মেশিন
গুলো বাংলাদেশের বাজারে কম দামের মধ্যে এবং বেশি দামের মধ্যে পাওয়া যায়, এক্ষেত্রে মূলত আপনার কাজের ধরন অনুযায়ী মেশিন গুলো নিতে হবে এক্ষেত্রে ব্যাটারি চালিত অথবা ম্যানুয়ালসহ পাওয়ার স্প্রে নিতে পারেন। পর্যায়ক্রমে উপরে দাম সহ বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
সৌদি আরবের ভিসা আবেদন করার নিয়ম এবং নতুন নিয়োগ
কীটনাশক স্প্রে মেশিন দাম বাংলাদেশ
বাংলাদেশ কীটনাশক স্প্রে মেশিনের মডেল অনুযায়ী দাম ভিন্ন ভিন্ন। কীটনাশক স্প্রে মেশিন ছোট এবং বড় অনেক ধরনের মডেল রয়েছে। এক্ষেত্রে কীটনাশক স্প্রে মেশিন এর মডেল এবং ধারন ক্ষমতা অনুযায়ী নিচে দাম উল্লেখ করা হলো।
- ব্যাটারী চালিত স্প্রে মেশিন ১৬ লিটার: দাম ৩২০০ টাকা।
- হ্যান্ড স্প্রে মেশিন ২ লিটার: দাম ৩৫০ টাকা।
- ফুট পাম্প মেশিন ৩ ফুট: দাম ৪৮০০ টাকা।
- ব্যাটারি চালিত কীটনাশক স্ট্রো মেশিন ১৮ লিটার: দাম ৩৫০০ টাকা।
- স্টক হাই স্পিড কীটনাশক স্প্রে মেশিন: দাম ১৫০০০ টাকা।
বর্তমানে বাংলাদেশে ছোট থেকে অনেক বড় এবং মাজহারী ধরনের স্প্রে মেশিন পাওয়া যাচ্ছে ওগুলোর দাম এবং চার্জিং ক্ষমতা এবং উন্নত মানের প্লাস্টিক ব্যবহার হয়ে থাকে। এই মেশিনগুলো বাজারে ভিন্ন ভিন্ন দামে বিক্রি করা হয় পর্যায়ক্রমে আমরা উপরে লিস্টের মধ্যেও বিভিন্ন মডেলের দাম তুলে ধরেছি।
স্প্রে মেশিন daraz
ফুট পাম্প স্প্রে মেশিন দাম
ফুট্ট্রাম স্প্রে মেশিন এর দাম ৪ হাজার ৫০০ টাকা। বাজার ভেদে ফুড পাম্প স্প্রে মেশিন এর দাম পরিবর্তন হতে পারে। বাংলাদেশের বাজারে বিভিন্ন মডেলের ফুড পাম্প মেশিন রয়েছে যেগুলোর দাম ৪৫০০ টাকা থেকে ৬০০০ টাকার মধ্যেই হয়।
ছোট স্প্রে মেশিন
২ লিটার ছোট স্প্রে মেশিন এর দাম ৩৫০ টাকা। ব্যাটারি চালিত ১৬ লিটার মেশিনের দাম ৩২০০ টাকা। এছাড়া মেশিনের ধরন এবং কোয়ালিটি অনুযায়ী কিন্তু দামের ভিন্নতা রয়েছে। এক্ষেত্রে দীর্ঘক্ষন চার্জের জন্য যদি আরো ভালো মানের মেশিন নিতে চান সেক্ষেত্রে খরচ আরো বেশি পড়বে।
একটি মন্তব্য পোস্ট করুন