ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা বিমান ভাড়া ২০২৫

     কক্সবাজার থেকে ঢাকা বিমান ভাড়া

    এখন পর্যন্ত বাংলাদেশের অন্যতম পর্যটনের জায়গা হল কক্সবাজার। বর্তমানে কক্সবাজারের ভ্রমণ করার উদ্দেশ্যে বেশি পরিমাণ মানুষ যায় সেইসাথে বিজনেস বা অন্যান্য কাজের জন্য অনেকেই কক্সবাজারে যাই। অনেকেই বাস অথবা ট্রেনের মাধ্যমে কক্সবাজারে যায় কিন্তু খুবই কম খরচের মাধ্যমে যে বিমানেও যাওয়া যায় এ বিষয়টি আজকে জানাবো।


    ইতিমধ্যে যারা ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ করার ইচ্ছা করছেন তাদের জন্যই আজকে আমরা ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া কত ২০২৫ বিস্তারিতভাবে তুলে ধরব এবং কোন বিমানে গেলে কত টাকা খরচ পড়বে এবং কি কি সুবিধা পাবেন তা আজকের ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া উল্লেখ করা হলো।


    কক্সবাজার টু ঢাকা বিমান ভাড়া ২০২৫

    কক্সবাজার টু ঢাকা বিমান ভাড়া টিকিট ছেড়ে নিয়ে এবং টিকিট বুকিং এর সময়ের উপর নির্ভর করে ভাড়া ভিন্ন হতে পারে। কক্সবাজার টু ঢাকা ২০২৫ বর্তমান এই রুটে বিমান এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। কক্সবাজার টু ঢাকা বিমান ভাড়া ২০২৫ তালিকা তুলে ধরা হলো।

    এয়ারলাইন্স ইকনোমি ক্লাস ভাড়া বিজনেস ক্লাস ভাড়া
    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫,৫০০ – ৭,৫০০ টাকা ১০,০০০ – ১১,০০০ টাকা
    ইউএস-বাংলা এয়ারলাইন্স ৪,০০০ – ৬,৫০০ টাকা ৯,৫০০ – ১১,০০০ টাকা
    নভোএয়ার ৪,২০০ – ৭,৫০০ টাকা ৮,০০০ – ৯,০০০ টাকা
    রিজেন্ট এয়ারওয়েজ ৪,০০০ – ৬,৫০০ টাকা ৯,০০০ – ১০,০০০ টাকা


    কক্সবাজার টু ঢাকা বিমান ভাড়া 2025 যেকোনো সময় পরিবর্তন হতে পারে তবে এক্ষেত্রে যদি আগে থেকেই টিকিট কেটে রাখেন তাহলে কিন্তু বিমান ভাড়া অনেকটাই কম হয় তবে এক্ষেত্রে আপনার জার্নি যদি ডেট তারিখ ফিক্সড হয়ে যায় তাহলে অবশ্যই আগে থেকেই টিকিট বুকিং দিলে ভালো হয়।


    টিকটকে ফলোয়ার বাড়ানোর উপায় |  টিকটক কিভাবে অটো লাইক নিতে পারবেন


    কক্সবাজার টু ঢাকা বিমান সূচি ২০২৫

    এয়ারলাইন্স ফ্লাইট নং টেক-অফ সময়
    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স BG-434 ১২:৩৫ PM
    ইউএস-বাংলা এয়ারলাইন্স BS-142 ১২:০৫ PM
    ইউএস-বাংলা এয়ারলাইন্স BS-146 ৪:১০ PM
    নভোএয়ার VQ-932 ৯:৫৫ AM
    নভোএয়ার VQ-934 ১০:৪৫ AM
    নভোএয়ার VQ-936 ১২:৩০ PM
    নভোএয়ার VQ-938 ২:০০ PM
    নভোএয়ার VQ-940 ৩:৩০ PM
    রিজেন্ট এয়ারওয়েজ RX-742 ১১:৪৫ AM
    রিজেন্ট এয়ারওয়েজ RX-744 ২:৫০ PM


    আবহাওয়া অনুযায়ী যদি সকল পরিস্থিতি ঠিকঠাক থাকে তাহলে একই সময়ের মধ্যে কক্সবাজার টু ঢাকা বিমান ছেড়ে যাই। এক্ষেত্রে কোন ধরনের যদি যান্ত্রিক ত্রুটি না থাকে তাহলে সঠিক সময়ের মধ্যেই কক্সবাজার থেকে ঢাকা সঠিক সময়ে পৌঁছে যায়।


    ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম ও ছেলেদের ভালো নাইট ক্রিম


    ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া ২০২৫

    ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া ২০২৫ তালিকা প্রকাশ করা হলো। 2025 সালের বর্তমান তালিকা এখানে তুলে ধরা হয়েছে সে ক্ষেত্রে ইকোনমি ক্লাস বিমান ভাড়া এবং বিজনেস ক্লাস বিমান ভাড়া দুইটাই এখানে উল্লেখ করে দেওয়া হলো এক্ষেত্রে চারটা এয়ারলাইন্স এর মাধ্যমে ঢাকা টু কক্সবাজার যাওয়া যায়।


    এয়ারলাইন্স ইকোনমি ক্লাস ভাড়া বিজনেস ক্লাস ভাড়া
    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫,৫০০ – ৭,৫০০ টাকা ১০,০০০ – ১১,০০০ টাকা
    ইউএস-বাংলা এয়ারলাইন্স ৪,০০০ – ৬,৫০০ টাকা ৯,৫০০ – ১১,০০০ টাকা
    নভোএয়ার ৪,২০০ – ৭,৫০০ টাকা ৮,০০০ – ৯,০০০ টাকা
    রিজেন্ট এয়ারওয়েজ ৪,০০০ – ৬,৫০০ টাকা ৯,০০০ – ১০,০০০ টাকা


    ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানার জন্য বিভিন্ন ট্রাভেল এজেন্সির ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন অথবা তাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। মূলত এক্সট্রা ভাবে ট্যুর প্যাকেজ এবং অন্যান্য প্যাকেজ গুলোর জন্য কিন্তু আলাদা আলাদা ভাবে সবকিছু নির্ধারিত থাকে তাদের কাছে।


    ঢাকা টু কক্সবাজার বিমান সময়সূচী 2025

    এয়ারলাইন্স ফ্লাইট নং টেক-অফ সময়
    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স BG-433 ১১:০০ AM
    ইউএস-বাংলা এয়ারলাইন্স BS-141 ১০:৪০ AM
    নভোএয়ার VQ-931 ৮:৩০ AM
    নভোএয়ার VQ-933 ৯:১৫ AM
    রিজেন্ট এয়ারওয়েজ RX-741 ১০:১৫ AM
    রিজেন্ট এয়ারওয়েজ RX-743 ১:২০ PM


    সকল পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে তাহলে একই সময়ের মধ্যে ঢাকা টু কক্সবাজার বিমান ছেড়ে যাই। তবে এক্ষেত্রে যদি আবহাওয়া এবং যান্ত্রিক জনিত কোন সমস্যা থেকে থাকে তাহলে আগে থেকেই সতর্ক করে দেওয়া হয় অথবা বিমানের সময় পরিবর্তন হলে সেটিও জানিয়ে দেওয়া হয়। তাই অথবা এক্ষেত্রে যদি কোন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই হেল্প লাইনে কল দিয়ে সাহায্য নিতে পারবেন।


    আপনি কি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান


    ঢাকা থেকে কক্সবাজার বিমানে কত সময় লাগে

    সাধারণত ঢাকা থেকে কক্সবাজার বিমানে যেতে ১ ঘন্টা ১০ মিনিট থেকে ১ ঘন্টা ৩০ মিনিট পর্যন্ত সময় লাগে। মূলত ফ্লাটের সময় এয়ারলাইন্সের ওপর নির্ভর করে এবং আবহাওয়া জনিত কারণ ছাড়া ১ ঘন্টা ৩০ মিনিট মিনিটের মধ্যেই কক্সবাজার বিমানে যাওয়া যায়। ঢাকা টু কক্সবাজার কোন এয়ারলাইন্সে কত সময় লাগে নিচের তালিকা দেখুন।


    এয়ারলাইন্স ফ্লাইটের সময়
    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ ঘন্টা ১৫ মিনিট
    ইউএস-বাংলা এয়ারলাইন্স ১ ঘন্টা ১০ মিনিট
    নভোএয়ার ১ ঘন্টা ১০ মিনিট
    রিজেন্ট এয়ারওয়েজ ১ ঘন্টা ২০ মিনিট


    ঢাকা থেকে কক্সবাজার বিমানে যেতে কি কি লাগে

    ঢাকা থেকে কক্সবাজার বিমানে যাওয়ার জন্য প্রয়োজনীয় কিছু তথ্য লাগে যেমন, জাতীয় পরিচয় পত্র, টিকিটের ফটোকপি , কনফারমেশন এসএমএস,  এগুলো লাগবে। আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে জাতীয় পরিচয় পত্র দেখেই বিমান টিকেট কাটতে পারবেন। ঢাকার কক্সবাজার বিমানে যেতে কি কি লাগে তার লিস্ট তুলে ধরা হলো।

    • বিমান টিকেট
    • জাতীয় পরিচয় পত্র
    • টিকিটের ফটোকপি
    • কনফার্মেশন মেসেজ
    • ট্রাভেল করার ব্যাগ(যদি থাকে)


    শুধু এগুলো থাকলেই আপনি ঢাকা থেকে কক্সবাজার বিমানে যেতে পারবেন এক্ষেত্রে অবশ্যই সঠিক সময়ের মধ্যে বিমানবন্দরে পৌঁছাতে হবে। এবং বিমানবন্দরের নির্দেশিকা অনুযায়ী সকল বিষয়গুলো অনুসরণ করতে হবে। বিমানবন্দরে পৌঁছানোর পরে চেক ইন করতে হবে।


    ঢাকা টু কক্সবাজার হেলিকপ্টার ভাড়া ২০২৫

    ঢাকা টু কক্সবাজার হেলিকপ্টার ভাড়া এটি সম্পূর্ণটাই নির্ভর করে সংস্থার উপর। একটি প্রাইভেট হেলিকপ্টার এর মাধ্যমে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত বিমান ভাড়া ৫০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত ভাড়া হয়। নিচে হেলিকপ্টার সেবা প্রদানকারী সংস্থার নাম এবং ভাড়ার তালিকা তুলে ধরা হলো।

    কোম্পানি ভাড়া (প্রতি যাত্রী) ভাড়া (চার্টার)
    শাহজালাল এভিয়েশন ৫০,০০০ - ৮০,০০০ টাকা ২,৫০,০০০ - ৪,০০,০০০ টাকা
    অরোফ্লাইট ৪৫,০০০ - ৭৫,০০০ টাকা ২,২০,০০০ - ৩,৮০,০০০ টাকা
    বাংলাদেশ হেলিকপ্টার ৫৫,০০০ - ৭০,০০০ টাকা ২,৫০,০০০ - ৪,০০,০০০ টাকা
    রিজেন্ট এয়ার ৫০,০০০ - ৮০,০০০ টাকা ২,৪০,০০০ - ৩,৯০,০০০ টাকা


    সৈয়দপুর টু কক্সবাজার বিমান ভাড়া ২০২৫

    সৈয়দপুর টু কক্সবাজার বিমান ভাড়া বিভিন্ন এয়ারলাইন্সের উপর নির্ভর করে এক্ষেত্রে একজন ব্যক্তির। সৈয়দপুর টু কক্সবাজার বিমান ভাড়া ৭ হাজার টাকা থেকে ১৩০০০ টাকা পর্যন্ত খরচ পড়ে। এক্ষেত্রে সৈয়দপুর টু কক্সবাজার বিমান ভাড়া কিন্তু বিভিন্ন সময় পরিবর্তিত হয়। তাই আপনি যেই ট্রাভেল এজেন্সির গুলোর মাধ্যমে যাবেন সেই ট্রাভেল এজেন্সির মাধ্যমে বর্তমান ভাড়া সম্পর্কে জেনে নিতে পারেন।


    ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে  | অস্ট্রেলিয়া যাওয়ার খরচ


    ঢাকা টু কক্সবাজার বাস ভাড়া ২০২৫

    কোম্পানি এসি বাস ভাড়া নন-এসি বাস ভাড়া
    হানিফ ১,২০০ - ২,০০০ টাকা ৮০০ - ১,২০০ টাকা
    গ্রীনলাইন ১,২০০ - ২,০০০ টাকা ৯০০ - ১,৩০০ টাকা
    সুপ্রভাত ১,২০০ - ১,৮০০ টাকা ৮০০ - ১,১০০ টাকা
    শহীদ বাস ১,০০০ - ১,৫০০ টাকা ৮০০ - ১,০০০ টাকা
    শাহপরী বাস ১,২০০ - ১,৮০০ টাকা ৯০০ - ১,২০০ টাকা


    এক্ষেত্রে এই কোম্পানির বাসগুলো ছাড়াও যদি আপনি অন্যান্য কোম্পানির বাসগুলোতে যান তবে মনোযোগ ভাবে ভাড়া একই রকম হয়ে থাকে তবে এক্ষেত্রে কিছু কিছু লোকাল বাস গুলোতে কিন্তু ভাড়া অনেকটাই কম থাকে এছাড়া আপনারা অন্যান্য মাধ্যম গুলো ব্যবহার করেও যেতে পারেন।


    ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া ২০২৫

    ট্রেনের নাম ভাড়া সময়
    কক্সবাজার এক্সপ্রেস (৮১৪) শোভন: ৬৯৫ টাকা
    শোভন চেয়ার: ৮২৫ টাকা
    স্নিগ্ধা: ১,৩২৫ টাকা
    এসি সিট: ১,৫৯০ টাকা
    এসি বার্থ: ২,৩৮০ টাকা
    রাত ১০:৩০ - সকাল ৭:২০
    পর্যটক এক্সপ্রেস (৮১৬) শোভন: ৬৯৫ টাকা
    শোভন চেয়ার: ৮২৫ টাকা
    স্নিগ্ধা: ১,৩২৫ টাকা
    এসি সিট: ১,৫৯০ টাকা
    এসি বার্থ: ২,৩৮০ টাকা
    সকাল ৬:১৫ - বিকেল ৩:০০
    মেইল ট্রেন দ্বিতীয় শ্রেণী (সাধারণ): ১৫৫ টাকা
    দ্বিতীয় শ্রেণী (মেইল/এক্সপ্রেস): ১৮০ টাকা
    কমিউটার ট্রেন: ১৮০ টাকা
    সুলভ শ্রেণী: ৩৫০ টাকা
    শোভন: ৫৯০ টাকা
    শোভন চেয়ার: ৬৯৫ টাকা
    -


    ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া ২০২৫ তালিকা ভুক্ত করা হলো এক্ষেত্রে যেকোনো সময় ভাড়া পরিবর্তিত হলে অথবা ট্রেনের সময়সূচি যদি পরিবর্তন হয় তাহলে এখানে আপডেট করে দেওয়া হবে এবং সেই সাথে ট্রেনের সময় এখানে উল্লেখ করে দেওয়া হল।


    রোমানিয়া কোন কাজের চাহিদা বেশি?


    ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী

    ঢাকা টু কক্সবাজার ট্রেনের রাত ১০:৩০ মিনিট থেকে সকাল সাতটা বিশ মিনিট পর্যন্ত এবং পরবর্তী পর্যটক এক্সপ্রেস ট্রেন সকাল ছয়টা পনের মিনিট থেকে বিকেল তিনটা পর্যন্ত এখানে ভাড়া সহ অন্যান্য সকল বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন