বিআরটিএ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য পরীক্ষার্থীদের ট্রাফিক আইন এবং সড়ক নিরাপত্তা এবং গাড়ি চালানোর মৌলিক দক্ষতা সম্পর্কে অবশ্যই জানা জরুরি। বিআরটিএ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন এবং উত্তর এর মাধ্যমে এগুলো শিখে নিতে পারবেন।
এই পরীক্ষার প্রশ্ন গুলোর মাধ্যমে মোটরসাইকেল চালকদের রাস্তা নিরাপত্তা এবং সঠিকভাবে গাড়ি চালানোর প্রয়োজনীয় জ্ঞান অর্জন সহায়তা করবে। এক্ষেত্রে এখানে ২০০ টি প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। এই ২০০ টি প্রশ্ন যদি আপনারা সঠিকভাবে পড়তে পারেন তাহলে বিআরটিএ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে।
বিআরটিএ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ২০২৫ এ যে ২০০ টি প্রশ্ন দেওয়া হয়েছে তার মধ্যে ১০০% কমন পাবেন
মূলত বিআরটিএ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে প্রার্থীদেরকে ট্রাফিক আইন এবং গাড়ি চালানোর নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে এখানে শিক্ষা দেয়। পথচারীদের নিরাপত্তার জন্য এবং ড্রাইভিং সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্যই এই পরীক্ষা মাধ্যম চালু করা হয়েছে। তাই আপনারা যদি সফলভাবে পাস করতে চান তাহলে এই ২০০ টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে থেকে ১০০% কমন আসবেই।
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২৫
প্রশ্ন নম্বর | প্রশ্ন | উত্তর |
---|---|---|
১ | প্রশ্ন: রাস্তার ডান দিকে কোন যানবাহন চলতে পারবে? | উত্তর: সাইকেল বা ধীর গতির যানবাহন। |
২ | প্রশ্ন: স্টপ সংকেতের অর্থ কী? | উত্তর: যানবাহন থামাতে হবে। |
৩ | প্রশ্ন: একটি গাড়ির পার্কিং লাইট কখন চালু করতে হয়? | উত্তর: রাতের বেলা গাড়ি পার্ক করলে। |
৪ | প্রশ্ন: ট্রাফিক লাইটের সবুজ সংকেতের মানে কী? | উত্তর: চলাচল শুরু করতে নির্দেশ দেয়। |
৫ | প্রশ্ন: একটি গাড়ির টার্ন সিগন্যাল কী বোঝায়? | উত্তর: বাঁক বা মোড় নেওয়ার সময় পথ নির্দেশ দেয়। |
৬ | প্রশ্ন: একমুখী রাস্তার নিয়ম কী? | উত্তর: যানবাহন শুধুমাত্র নির্ধারিত দিকেই চলতে পারে। |
৭ | প্রশ্ন: ওভারটেকিং করতে হলে কী করতে হয়? | উত্তর: হর্ন বাজিয়ে ডানে ওভারটেক করতে হবে। |
৮ | প্রশ্ন: জেব্রা ক্রসিং কী বোঝায়? | উত্তর: পথচারীদের রাস্তা পারাপারের নির্ধারিত স্থান। |
৯ | প্রশ্ন: গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে কি? | উত্তর: না, এটি দুর্ঘটনার কারণ হতে পারে। |
১০ | প্রশ্ন: লাল ট্রাফিক সংকেতের অর্থ কী? | উত্তর: যানবাহন সম্পূর্ণ থামাতে হবে। |
১১ | প্রশ্ন: পথচারীদের জন্য কোন সিগন্যাল ব্যবহার করা হয়? | উত্তর: জেব্রা ক্রসিং বা হাঁটার সিগন্যাল। |
১২ | প্রশ্ন: গতি সীমা অতিক্রম করলে কী হতে পারে? | উত্তর: জরিমানা বা দুর্ঘটনা হতে পারে। |
১৩ | প্রশ্ন: ডানে মোড় নেয়ার আগে কী করতে হবে? | উত্তর: ডান টার্ন সিগন্যাল দিতে হবে। |
১৪ | প্রশ্ন: গাড়ির হর্ন বাজানোর সময় কোন বিষয় বিবেচনা করতে হবে? | উত্তর: শব্দ দূষণ না হয় তা নিশ্চিত করতে হবে। |
১৫ | প্রশ্ন: ট্রাফিক চিহ্নের মানে বুঝতে না পারলে কী করতে হবে? | উত্তর: গাড়ি থামিয়ে নির্দেশনার জন্য সাহায্য নিতে হবে। |
১৬ | প্রশ্ন: সঠিক গতিতে গাড়ি চালানোর জন্য কী করা উচিত? | উত্তর: গতি সীমা মেনে গাড়ি চালানো। |
১৭ | প্রশ্ন: উল্টো পথে গাড়ি চালানোর নিয়ম কী? | উত্তর: উল্টো পথে গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। |
১৮ | প্রশ্ন: কোন চিহ্নে যানবাহন থামানো নিষিদ্ধ? | উত্তর: "নো স্টপিং" চিহ্নে। |
১৯ | প্রশ্ন: স্কুল এলাকায় গাড়ির গতি কত হওয়া উচিত? | উত্তর: ধীর গতিতে এবং সতর্কতার সঙ্গে। |
২০ | প্রশ্ন: রাস্তার বাঁকে কীভাবে গাড়ি চালাতে হবে? | উত্তর: গতি কমিয়ে এবং হর্ন বাজিয়ে। |
২১ | প্রশ্ন: জরুরি অবস্থায় গাড়ি চালানোর নিয়ম কী? | উত্তর: ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং জরুরি সেবা সরবরাহ করতে হবে। |
২২ | প্রশ্ন: ট্রাফিক পুলিশের সংকেত অমান্য করলে কী হতে পারে? | উত্তর: শাস্তি বা জরিমানা হতে পারে। |
২৩ | প্রশ্ন: পেছনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব কতটুকু রাখা উচিত? | উত্তর: দুই সেকেন্ডের নিয়ম মেনে দূরত্ব রাখা। |
২৪ | প্রশ্ন: গাড়ি চালানোর সময় সিটবেল্ট পরা বাধ্যতামূলক কি? | উত্তর: হ্যাঁ, এটি বাধ্যতামূলক। |
২৫ | প্রশ্ন: ব্লাইন্ড স্পট বলতে কী বোঝায়? | উত্তর: গাড়ি চালকের সরাসরি দেখা যায় না এমন এলাকা। |
২৬ | প্রশ্ন: ট্রাফিক আইন না মানলে কী হতে পারে? | উত্তর: জরিমানা, শাস্তি বা লাইসেন্স বাতিল হতে পারে। |
২৭ | প্রশ্ন: ট্রাফিক সিগন্যালের হলুদ বাতি কী বোঝায়? | উত্তর: প্রস্তুত থাকার সংকেত দেয়। |
২৮ | প্রশ্ন: গাড়ি চালানোর সময় রাস্তার ডান দিকে যাওয়ার নিয়ম কী? | উত্তর: শুধুমাত্র ওভারটেক করার জন্য। |
২৯ | প্রশ্ন: কোন জায়গায় হর্ন বাজানো নিষেধ? | উত্তর: হাসপাতাল, স্কুল বা নীরব এলাকা। |
৩০ | প্রশ্ন: গাড়ি থামানোর আগে কী করতে হবে? | উত্তর: ধীরে ধীরে গতি কমাতে হবে এবং সতর্কতার সঙ্গে থামতে হবে। |
৩১ | প্রশ্ন: ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার উপায় কী? | উত্তর: ট্রাফিক সেমিনার এবং প্রচারণা। |
৩২ | প্রশ্ন: রাস্তায় দুর্ঘটনা হলে কী করতে হবে? | উত্তর: আহতদের সাহায্য করা এবং জরুরি পরিষেবাকে ফোন করা। |
৩৩ | প্রশ্ন: গাড়ি চালানোর আগে ইঞ্জিনের কোন কোন অংশ পরীক্ষা করা উচিত? | উত্তর: ব্রেক, তেল এবং ব্যাটারি। |
৩৪ | প্রশ্ন: শিশুদের নিরাপত্তার জন্য গাড়িতে কী নিশ্চিত করা উচিত? | উত্তর: সিটবেল্ট বা শিশু আসন ব্যবহার। |
৩৫ | প্রশ্ন: ট্রাফিক জ্যামে ধৈর্য হারালে কী করা উচিত? | উত্তর: শান্ত থাকা এবং ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলা। |
৩৬ | প্রশ্ন: দুর্ঘটনা রোধে রাস্তার কোন নিয়ম মেনে চলা উচিত? | উত্তর: গতি সীমা এবং ট্রাফিক সিগন্যাল। |
৩৭ | প্রশ্ন: জরুরি গাড়ির জন্য রাস্তা ছেড়ে দেওয়া কেন গুরুত্বপূর্ণ? | উত্তর: দ্রুত পৌঁছানো নিশ্চিত করার জন্য। |
৩৮ | প্রশ্ন: ট্রাফিক আইন অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কেন প্রয়োজন? | উত্তর: সড়ক নিরাপত্তা বজায় রাখা। |
৩৯ | প্রশ্ন: রাস্তার মোড়ে মোড়ে হর্ন বাজানো উচিত কি? | উত্তর: না, এটি শব্দদূষণ সৃষ্টি করে। |
৪০ | প্রশ্ন: রাতের বেলা গাড়ি চালানোর সময় কী করা উচিত? | উত্তর: হেডলাইট জ্বালানো এবং গতি সীমা মেনে চলা। |
৪১ | প্রশ্ন: সঠিক পথে গাড়ি চালানোর জন্য কোন নিয়ম মেনে চলা উচিত? | উত্তর: রাস্তার নির্দেশিকা অনুসরণ করতে হবে। |
৪২ | প্রশ্ন: গতি সীমা কখন পরিবর্তিত হয়? | উত্তর: ট্রাফিক সিগন্যাল এবং রাস্তার পরিবেশ অনুযায়ী। |
৪৩ | প্রশ্ন: রাস্তার ডান পাশে গাড়ি চলানোর নিয়ম কী? | উত্তর: ডান দিকে চলাচল করতে হবে, যেহেতু এটি আন্তর্জাতিক নিয়ম। |
৪৪ | প্রশ্ন: স্কুল সিগন্যাল থাকলে গাড়ির গতি কেমন হতে হবে? | উত্তর: ধীর গতিতে চালাতে হবে এবং সতর্ক থাকতে হবে। |
৪৫ | প্রশ্ন: কোন পরিস্থিতিতে গাড়ি পিছনে সরাতে হবে? | উত্তর: রাস্তা ব্লক হলে অথবা পার্কিং স্পেসে গাড়ি রাখার জন্য। |
৪৬ | প্রশ্ন: রাস্তায় গাড়ি চালানোর সময় চোখের সমস্যা থাকলে কী করা উচিত? | উত্তর: গাড়ি চালানো উচিত নয়। |
৪৭ | প্রশ্ন: বৃষ্টির সময় গাড়ি চালানোর নিয়ম কী? | উত্তর: গতি কমিয়ে, বাতি জ্বালিয়ে এবং সতর্ক থাকতে হবে। |
৪৮ | প্রশ্ন: ট্রাফিক সিগন্যালের নীল বাতি কী বোঝায়? | উত্তর: ট্রাফিক পুলিশ এবং জরুরি পরিষেবাগুলির জন্য। |
৪৯ | প্রশ্ন: গাড়ির ব্রেক কাজ না করলে কী করতে হবে? | উত্তর: গাড়ি থামিয়ে, অন্য গাড়ির কাছ থেকে সাহায্য নিতে হবে। |
৫০ | প্রশ্ন: গাড়ির স্টার্ট বন্ধ করতে ভুলে গেলে কী সমস্যা হতে পারে? | উত্তর: ব্যাটারি ডাউন হয়ে যেতে পারে। |
৫১ | প্রশ্ন: মোবাইল ফোনের মাধ্যমে নেভিগেশন ব্যবহার করার নিয়ম কী? | উত্তর: ফোন হ্যান্ডস-ফ্রি মুডে ব্যবহার করতে হবে। |
৫২ | প্রশ্ন: অ্যালকোহল খেয়ে গাড়ি চালানো কি আইন বিরুদ্ধ? | উত্তর: হ্যাঁ, এটি আইন বিরুদ্ধ এবং দণ্ডনীয়। |
৫৩ | প্রশ্ন: গাড়ির উইন্ডশিল্ড পরিষ্কার রাখার জন্য কী করতে হবে? | উত্তর: নিয়মিত পরিষ্কার করতে হবে এবং উইন্ডশিল্ড ওয়াশার ব্যবহার করতে হবে। |
৫৪ | প্রশ্ন: ট্রাকের পিছনে যাওয়ার নিয়ম কী? | উত্তর: নিরাপদ দূরত্ব বজায় রেখে যেতে হবে। |
৫৫ | প্রশ্ন: অন্ধকারে গাড়ি চালানোর সময় কেমন লাইট ব্যবহার করতে হবে? | উত্তর: হেডলাইট বা ডিপ বিম লাইট ব্যবহার করতে হবে। |
৫৬ | প্রশ্ন: গাড়ির সঠিক পার্কিং করার জন্য কী করতে হবে? | উত্তর: পার্কিং সিগন্যাল এবং স্পেস অনুযায়ী গাড়ি পার্ক করতে হবে। |
৫৭ | প্রশ্ন: কোন অবস্থায় গাড়ি চালানোর আগে হেডলাইট চালু করতে হবে? | উত্তর: সন্ধ্যার পর বা বৃষ্টির সময়। |
৫৮ | প্রশ্ন: সার্ভিস রোডে গাড়ি চালানোর নিয়ম কী? | উত্তর: সার্ভিস রোডে ধীরগতিতে গাড়ি চালাতে হবে। |
৫৯ | প্রশ্ন: গাড়ি চালানোর সময় সিটবেল্ট পরা কেন জরুরি? | উত্তর: দুর্ঘটনায় আহত হওয়ার ঝুঁকি কমাতে সিটবেল্ট পরা জরুরি। |
৬০ | প্রশ্ন: গাড়ির অ্যালার্ম সিস্টেম কী কাজ করে? | উত্তর: নিরাপত্তার জন্য গাড়ি বা গাড়ির অংশের অনুপ্রবেশ চিহ্নিত করতে। |
৬১ | প্রশ্ন: গাড়ির পেছনে লাইট জ্বলছে না, কী করবেন? | উত্তর: বাতি পরিবর্তন করতে হবে। |
৬২ | প্রশ্ন: ড্রাইভিং লাইসেন্স থাকলে কি যে কেউ গাড়ি চালাতে পারে? | উত্তর: না, লাইসেন্সের পাশাপাশি অভিজ্ঞতা এবং ট্রেনিংও প্রয়োজন। |
৬৩ | প্রশ্ন: গাড়ি চালানোর সময় সাইড মিরর কেন ব্যবহার করতে হয়? | উত্তর: পার্শ্ববর্তী যানবাহন সম্পর্কে সচেতন থাকতে। |
৬৪ | প্রশ্ন: ট্রাফিক লাইটের সংকেত পরিবর্তন কতক্ষণ পর হবে? | উত্তর: সাধারণত ৩০ সেকেন্ড বা এক মিনিট পর পরিবর্তন হয়। |
৬৫ | প্রশ্ন: রাস্তার চিহ্নে লাইন থাকা মানে কী? | উত্তর: গাড়ির পথ নির্ধারণ এবং ট্রাফিক নিয়ম অনুসরণ করতে হবে। |
৬৬ | প্রশ্ন: জেব্রা ক্রসিংয়ে গাড়ি থামানোর নিয়ম কী? | উত্তর: পথচারী যদি রাস্তা পার হওয়ার চেষ্টা করে, তখন থামাতে হবে। |
৬৭ | প্রশ্ন: গাড়ি চালানোর সময় গতি কমানোর জন্য কোন চিহ্ন অনুসরণ করতে হয়? | উত্তর: ‘স্লো’ বা ‘লিমিটেড স্পিড’ চিহ্ন অনুসরণ করতে হয়। |
৬৮ | প্রশ্ন: গাড়ি চালানোর সময় কনভয় ব্যবহারের নিয়ম কী? | উত্তর: কনভয় করার সময় একসাথে একই গতিতে চলতে হবে। |
৬৯ | প্রশ্ন: সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য কী করতে হবে? | উত্তর: দ্রুত এবং নিরাপদে সতর্কতার সাথে চালানো। |
৭০ | প্রশ্ন: সড়ক পরিবহন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য কী করতে হবে? | উত্তর: ট্রেনিং এবং জনসচেতনতা ক্যাম্প আয়োজন করতে হবে। |
৭১ | প্রশ্ন: সামনের গাড়ি খুব কাছে চলে এলে কী করা উচিত? | উত্তর: পেছন থেকে অন্য গাড়ি আসলে থামাতে হবে এবং গতি কমাতে হবে। |
৭২ | প্রশ্ন: মোবাইল ফোনে কল বা টেক্সট পাঠানোর সময় গাড়ি চালানো কি বিপজ্জনক? | উত্তর: হ্যাঁ, এটি বিপজ্জনক এবং আইন বিরুদ্ধ। |
৭৩ | প্রশ্ন: গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য কোন কাজ নিয়মিত করতে হবে? | উত্তর: তেল চেক করা, ব্রেক পরিদর্শন এবং টায়ারের চেক করা। |
৭৪ | প্রশ্ন: ট্রাক বা বাসের সাইনাল আসলে কী করতে হবে? | উত্তর: গাড়ি থামিয়ে সাইনাল বুঝতে হবে। |
৭৫ | প্রশ্ন: রাস্তার বাম পাশে গাড়ি চালানোর নিয়ম কী? | উত্তর: বিপরীত পথ বা ডান পাশ থেকে গাড়ি আসছে কিনা পরীক্ষা করতে হবে। |
৭৬ | প্রশ্ন: গাড়ির হেডলাইটের রেগুলেশন কী? | উত্তর: হেডলাইট অবশ্যই সামনে থাকা রাস্তা দেখাতে সাহায্য করবে। |
৭৭ | প্রশ্ন: গতি কমানোর জন্য কোন চিহ্ন অনুসরণ করতে হয়? | উত্তর: ‘স্লো’ চিহ্ন। |
৭৮ | প্রশ্ন: রাতের বেলা গাড়ি চালানোর সময় নিরাপত্তা নিশ্চিত করার জন্য কী করা উচিত? | উত্তর: হেডলাইট চালু করা, স্পিড নিয়ন্ত্রণ করা। |
৭৯ | প্রশ্ন: ট্রেনিং ছাড়াই গাড়ি চালানো কি আইন বিরুদ্ধ? | উত্তর: হ্যাঁ, এটি আইন বিরুদ্ধ। |
৮০ | প্রশ্ন: গাড়ির ব্রেকিং সিস্টেম কীভাবে পরীক্ষা করতে হয়? | উত্তর: ব্রেক চেক করতে থেমে যান এবং ধীরে ধীরে ব্রেক প্যাডাল চাপুন। |
৮১ | প্রশ্ন: রাস্তায় চলার সময় গাড়ির পিছনে কী দেখে এগিয়ে চলা উচিত? | উত্তর: রাস্তার অবস্থা এবং পিছনের ট্রাফিক পরিস্থিতি দেখুন। |
৮২ | প্রশ্ন: রাস্তা পার হওয়ার সময় পথচারীদের জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়? | উত্তর: জেব্রা ক্রসিং বা পথচারী সিগন্যাল। |
৮৩ | প্রশ্ন: গাড়ির সেন্ট্রাল লক কাজ না করলে কী করতে হবে? | উত্তর: মেকানিকের সাহায্য নিতে হবে। |
৮৪ | প্রশ্ন: গাড়ির ইঞ্জিন স্টার্ট করতে কি নিয়ম রয়েছে? | উত্তর: গাড়ির ব্রেক প্যাডাল চেপে ইঞ্জিন চালু করতে হবে। |
৮৫ | প্রশ্ন: যখন গতি সীমা সঠিক থাকে না, তখন কী করতে হবে? | উত্তর: গতি সীমা মেনে গাড়ি চালানো উচিত। |
৮৬ | প্রশ্ন: গাড়ি চালানোর সময় হেডলাইটের ব্যবহার কেমন হওয়া উচিত? | উত্তর: হেডলাইট যখন রাতের বেলা বা বৃষ্টি হয়, তখন ব্যবহার করতে হবে। |
৮৭ | প্রশ্ন: জরুরি অবস্থায় গাড়ি চালানোর নিয়ম কী? | উত্তর: দ্রুততম সময়ে হাসপাতাল বা জরুরি সেবা পৌঁছাতে হবে। |
৮৮ | প্রশ্ন: গাড়ি চালানোর সময় কনসেন্ট্রেশন কীভাবে বজায় রাখা উচিত? | উত্তর: রেডিও, মোবাইল ফোন ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। |
৮৯ | প্রশ্ন: রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির জন্য কোন নিয়ম রয়েছে? | উত্তর: গাড়ি রাস্তার পাশে নিরাপদে পার্ক করতে হবে। |
৯০ | প্রশ্ন: ট্রেনের সাথে রাস্তা পারাপারের সময় কোন সতর্কতা অবলম্বন করা উচিত? | উত্তর: ট্রেন আসলে থামতে হবে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। |
৯১ | প্রশ্ন: গাড়ির ওভারটেক করার সময় কী করতে হবে? | উত্তর: হর্ন বাজিয়ে, সতর্কভাবে ওভারটেক করতে হবে। |
৯২ | প্রশ্ন: কোন চিহ্নে গাড়ি থামানো উচিত? | উত্তর: স্টপ চিহ্নে গাড়ি থামাতে হবে। |
৯৩ | প্রশ্ন: রাস্তার বাঁক ঘুরতে গেলে কী করতে হবে? | উত্তর: গতি কমিয়ে বাঁক ঘুরতে হবে। |
৯৪ | প্রশ্ন: গাড়ির সামনের সিগন্যাল লাইটের কাজ কী? | উত্তর: গাড়ির সামনে চলাচল নির্দেশ করে। |
৯৫ | প্রশ্ন: যখন কোন পথ বন্ধ থাকে, তখন কী করতে হবে? | উত্তর: অন্য রাস্তা ব্যবহার করতে হবে। |
৯৬ | প্রশ্ন: গাড়ি চালানোর সময় সিগন্যালের ভূমিকা কী? | উত্তর: সিগন্যাল দিয়ে পথ পরিবর্তনের ইঙ্গিত দিতে হবে। |
৯৭ | প্রশ্ন: গাড়ি চালানোর সময় সিটবেল্ট পরা কেন জরুরি? | উত্তর: এটি দুর্ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করে। |
৯৮ | প্রশ্ন: সড়ক পারাপারের সময় গাড়ি চালকের দায়িত্ব কী? | উত্তর: পথচারীদের জন্য রাস্তা ছেড়ে দিতে হবে। |
৯৯ | প্রশ্ন: ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো কি আইন বিরুদ্ধ? | উত্তর: হ্যাঁ, এটি আইন বিরুদ্ধ। |
১০০ | প্রশ্ন: গাড়ির নেভিগেশন সিস্টেম ব্যবহারের সময় কীভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে? | উত্তর: হ্যান্ডস-ফ্রি ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। |
১০১ | প্রশ্ন: অগ্নিকাণ্ডের সময় গাড়ি চালানোর নিয়ম কী? | উত্তর: দ্রুততম সময়ে গাড়ি থামিয়ে নিরাপদ জায়গায় যেতে হবে। |
১০২ | প্রশ্ন: রাস্তার মাঝখানে গাড়ি দাঁড়িয়ে থাকলে কী করা উচিত? | উত্তর: গাড়ি দ্রুত সরিয়ে অন্য জায়গায় পার্ক করতে হবে। |
১০৩ | প্রশ্ন: গাড়ির মিটার নষ্ট হলে কী করতে হবে? | উত্তর: গাড়ি মেকানিকের কাছে নিয়ে গিয়ে মিটার ঠিক করতে হবে। |
১০৪ | প্রশ্ন: গাড়ির টায়ার পরিবর্তন করার নিয়ম কী? | উত্তর: গাড়ির হুইল সাপোর্টের মাধ্যমে টায়ার পরিবর্তন করতে হবে। |
১০৫ | প্রশ্ন: রাস্তার সিগন্যালের মানে বুঝতে না পারলে কী করা উচিত? | উত্তর: গাড়ি থামিয়ে ট্রাফিক পুলিশ বা অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে। |
১০৬ | প্রশ্ন: রাস্তার মাঝখানে গাড়ি চলাচল করলে কী হতে পারে? | উত্তর: ট্রাফিক জ্যাম সৃষ্টি হতে পারে এবং শাস্তি হতে পারে। |
১০৭ | প্রশ্ন: ট্রাকের পেছনে গাড়ি চালানোর সময় কোন নিয়ম মেনে চলতে হবে? | উত্তর: ট্রাক থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। |
১০৮ | প্রশ্ন: সড়ক দুর্ঘটনা হলে কী করা উচিত? | উত্তর: আহতদের সাহায্য করতে হবে এবং জরুরি সেবা ফোন করতে হবে। |
১০৯ | প্রশ্ন: গাড়ি চালানোর সময় স্নান করে আসা নিরাপদ কি? | উত্তর: না, এটি নিরাপদ নয়, স্নান করে শরীর ঠান্ডা হতে পারে। |
১১০ | প্রশ্ন: রাস্তা পার হওয়ার সময় চোখে সানগ্লাস পরা যাবে কি? | উত্তর: না, রাস্তা পার হওয়ার সময় সানগ্লাস পরা উচিত নয়। |
১১১ | প্রশ্ন: রাস্তার কনস্ট্রাকশন কাজের সময় কী করতে হবে? | উত্তর: সঠিক পথ নির্দেশিকা মেনে চলতে হবে। |
১১২ | প্রশ্ন: সিগন্যাল না থাকলে কীভাবে রাস্তা পার হওয়া উচিত? | উত্তর: সেফটি দেখে রাস্তা পার হতে হবে। |
১১৩ | প্রশ্ন: গাড়ির অভ্যন্তরীণ সাউন্ড সিস্টেম উচ্চ শব্দে রাখা উচিত কি? | উত্তর: না, শব্দ দূষণ সৃষ্টি হতে পারে। |
১১৪ | প্রশ্ন: গাড়ির সিটবেল্ট পরার সময় কী ভুল করা যাবে? | উত্তর: সিটবেল্ট অক্ষত না রেখে চলাচল করা উচিত নয়। |
১১৫ | প্রশ্ন: গাড়ি চালানোর সময় ফোনে কথা বললে কী হতে পারে? | উত্তর: এটি দুর্ঘটনার কারণ হতে পারে। |
১১৬ | প্রশ্ন: ট্রাফিক চিহ্নের সঠিক ব্যাখ্যা না জানলে কী করা উচিত? | উত্তর: থেমে গিয়ে নির্দেশনা নিতে হবে। |
১১৭ | প্রশ্ন: রাস্তা পার হওয়ার সময় গাড়ি থামালে কী করতে হবে? | উত্তর: সঠিক সিগন্যাল দিতে হবে এবং পথচারীদের অগ্রাধিকার দিতে হবে। |
১১৮ | প্রশ্ন: লাল ট্রাফিক সিগন্যাল দেখে কী করতে হবে? | উত্তর: গাড়ি সম্পূর্ণ থামাতে হবে। |
১১৯ | প্রশ্ন: রাস্তায় চলার সময় চোখের সামনে কী থাকবে? | উত্তর: রাস্তার অবস্থা এবং অন্য গাড়ির গতিপথ। |
১২০ | প্রশ্ন: জরুরি পরিষেবার জন্য রাস্তা ছাড়তে হলে কী করতে হবে? | উত্তর: সঠিক সাইডে চলে যেতে হবে এবং সেবা সরবরাহ করতে হবে। |
১২১ | প্রশ্ন: রাস্তার বাঁকে মোড় নেওয়ার সময় কী করতে হবে? | উত্তর: গতি কমিয়ে এবং হর্ন বাজিয়ে মোড় নিতে হবে। |
১২২ | প্রশ্ন: ট্র্যাফিক চিহ্নের কিভাবে সঠিক ব্যাখ্যা করা উচিত? | উত্তর: চিহ্ন দেখে সঠিক পদক্ষেপ নিতে হবে। |
১২৩ | প্রশ্ন: গতি সীমা অতিক্রম করলে কী ঘটতে পারে? | উত্তর: জরিমানা বা দুর্ঘটনা হতে পারে। |
১২৪ | প্রশ্ন: গতি সীমা মেনে চলা কেন গুরুত্বপূর্ণ? | উত্তর: সড়ক নিরাপত্তা নিশ্চিত করা হয়। |
১২৫ | প্রশ্ন: কোন রাস্তা পারাপারে সতর্ক থাকতে হবে? | উত্তর: রেল ক্রসিং বা ব্যusy রাস্তা। |
১২৬ | প্রশ্ন: গাড়ি চালানোর সময় সিগন্যাল ব্যবহার করা কেন জরুরি? | উত্তর: অন্য চালকদের সতর্ক করতে। |
১২৭ | প্রশ্ন: গাড়ির ব্রেক কম্পিউটার সমস্যা হলে কী করতে হবে? | উত্তর: গাড়ি থামিয়ে মেকানিকের কাছে নিয়ে যেতে হবে। |
১২৮ | প্রশ্ন: গাড়ির ওয়াইপার কাজ না করলে কী করতে হবে? | উত্তর: গাড়ির ওয়াইপার মেকানিকের কাছে ঠিক করতে হবে। |
১২৯ | প্রশ্ন: কীভাবে পথচারীদের জন্য রাস্তা সুরক্ষিত রাখা যায়? | উত্তর: জেব্রা ক্রসিংয়ের মাধ্যমে এবং সতর্কতা অবলম্বন করতে হবে। |
১৩০ | প্রশ্ন: ট্যাঙ্কার বা বড় ট্রাকের পেছনে গাড়ি চালানোর সময় কি সতর্কতা অবলম্বন করতে হবে? | উত্তর: ট্রাক থেকে দূরত্ব বজায় রাখতে হবে। |
১৩১ | প্রশ্ন: গাড়ির গতি সীমা কত হওয়া উচিত? | উত্তর: রাস্তার প্রকার অনুযায়ী গতি সীমা থাকতে হবে। |
১৩২ | প্রশ্ন: স্কুল এলাকায় গাড়ি চালানোর সময় কী করতে হবে? | উত্তর: গতি কমিয়ে এবং সতর্কভাবে চলতে হবে। |
১৩৩ | প্রশ্ন: গাড়ি চালানোর সময় সঠিক লেন ব্যবহার করা কেন গুরুত্বপূর্ণ? | উত্তর: সড়ক নিরাপত্তা বজায় রাখে। |
১৩৪ | প্রশ্ন: গাড়ি চালানোর সময় অভ্যন্তরীণ রিভিউ মিরর ব্যবহার কেন জরুরি? | উত্তর: পিছনের ট্রাফিক সম্পর্কে জানার জন্য। |
১৩৫ | প্রশ্ন: গাড়ির রেট্রো মিরর কাজ না করলে কী হবে? | উত্তর: নিরাপদভাবে গাড়ি চালানো কঠিন হবে। |
১৩৬ | প্রশ্ন: গাড়ির টায়ার সঠিকভাবে পূর্ণ না থাকলে কী হতে পারে? | উত্তর: দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। |
১৩৭ | প্রশ্ন: গাড়ির চাকা ঠিকভাবে লাগানো না থাকলে কী হতে পারে? | উত্তর: দুর্ঘটনা ঘটতে পারে। |
১৩৮ | প্রশ্ন: ট্রাফিক সিগন্যালের সঠিক মানে বুঝে গাড়ি চালানো কেন জরুরি? | উত্তর: নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। |
১৩৯ | প্রশ্ন: গাড়ি চালানোর সময় রিভার্স সিগন্যাল ব্যবহার করা কেন জরুরি? | উত্তর: পেছন থেকে আসা গাড়িকে সতর্ক করতে। |
১৪০ | প্রশ্ন: গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা কি অনুমোদিত? | উত্তর: না, এটি দুর্ঘটনার কারণ হতে পারে। |
১৪১ | প্রশ্ন: জরুরি গাড়ির জন্য রাস্তা ছাড়তে হলে কী করতে হবে? | উত্তর: অন্য গাড়ির দিকে সরে যেতে হবে। |
১৪২ | প্রশ্ন: রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা গাড়ির জন্য কী ব্যবস্থা নিতে হবে? | উত্তর: সঠিক দূরত্ব রেখে চলতে হবে। |
১৪৩ | প্রশ্ন: পথচারীদের নিরাপত্তার জন্য কী পদক্ষেপ নেয়া উচিত? | উত্তর: রাস্তা পারাপারের জন্য সঠিক স্থানে চলাচল নিশ্চিত করতে হবে। |
১৪৪ | প্রশ্ন: জরুরি অবস্থায় গাড়ি চালানোর নিয়ম কী? | উত্তর: ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। |
১৪৫ | প্রশ্ন: রাতে গাড়ি চালানোর সময় কী করণীয়? | উত্তর: হেডলাইট চালু করা এবং গতি সীমা মেনে চলা। |
১৪৬ | প্রশ্ন: গতি সীমা কত থাকলে নিরাপদ? | উত্তর: রাস্তার প্রকার ও অবস্থার উপর নির্ভর করে গতি সীমা পালন করা উচিত। |
১৪৭ | প্রশ্ন: গাড়ি চালানোর সময় দূরত্বের প্রতি মনোযোগ কিভাবে রাখা উচিত? | উত্তর: পেছনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। |
১৪৮ | প্রশ্ন: ট্রাফিক পুলিশ সিগন্যাল দিলে কী করতে হবে? | উত্তর: সিগন্যাল অনুযায়ী গাড়ি চালাতে হবে। |
১৪৯ | প্রশ্ন: ট্রাফিক সিগন্যালের হলুদ বাতি দেখলে কী করতে হবে? | উত্তর: থামার প্রস্তুতি নিতে হবে। |
১৫০ | প্রশ্ন: একমুখী সড়কে গাড়ি চালানোর নিয়ম কী? | উত্তর: শুধুমাত্র নির্ধারিত দিকে চলাচল করা যাবে। |
১৫১ | প্রশ্ন: গাড়ির ড্রাইভিং সিটের অবস্থান কীভাবে ঠিক রাখতে হবে? | উত্তর: সঠিকভাবে বসে সিটবেল্ট পরতে হবে। |
১৫২ | প্রশ্ন: গাড়ি চালানোর সময় হর্ন বাজানোর নিয়ম কী? | উত্তর: শুধুমাত্র প্রয়োজনীয় মুহূর্তে হর্ন বাজানো উচিত। |
১৫৩ | প্রশ্ন: গাড়ির ভেতরে সিটবেল্ট পরা না থাকলে কী হতে পারে? | উত্তর: দুর্ঘটনার ক্ষেত্রে গুরুতর আঘাত হতে পারে। |
১৫৪ | প্রশ্ন: গাড়ির টায়ারের অবস্থা কিভাবে পরীক্ষা করা উচিত? | উত্তর: টায়ারের প্রেসার ও ট্রেড গভীরতা পরীক্ষা করতে হবে। |
১৫৫ | প্রশ্ন: ট্রাফিক সিগন্যালের সবুজ বাতি চালানোর সময় কী করতে হবে? | উত্তর: গাড়ি চলাচল শুরু করা যাবে। |
১৫৬ | প্রশ্ন: ট্রাফিক সিগন্যালের লাল বাতি দেখে কী করতে হবে? | উত্তর: গাড়ি সম্পূর্ণ থামাতে হবে। |
১৫৭ | প্রশ্ন: স্কুল এলাকায় গাড়ি চালানোর নিয়ম কী? | উত্তর: গতি কমিয়ে এবং সতর্কতা অবলম্বন করতে হবে। |
১৫৮ | প্রশ্ন: সড়ক পারাপারে পথচারীদের জন্য কোন সংকেত ব্যবহার করা হয়? | উত্তর: জেব্রা ক্রসিং এবং হাঁটার সিগন্যাল। |
১৫৯ | প্রশ্ন: জরুরি সেবা প্রাপ্তির জন্য কী করতে হবে? | উত্তর: সরাসরি জরুরি নম্বরে ফোন করতে হবে। |
১৬০ | প্রশ্ন: ট্রাফিক আইন না মানলে কী হতে পারে? | উত্তর: জরিমানা, শাস্তি বা লাইসেন্স বাতিল হতে পারে। |
১৬১ | প্রশ্ন: গাড়ির গতি সঠিকভাবে ঠিক না থাকলে কী হতে পারে? | উত্তর: দুর্ঘটনা এবং গতি সীমা অতিক্রমের শাস্তি। |
১৬২ | প্রশ্ন: ট্রাফিক সিগন্যালের হলুদ বাতির মানে কী? | উত্তর: থামার প্রস্তুতি নিতে হবে। |
১৬৩ | প্রশ্ন: ট্রাফিক সিগন্যালের সবুজ বাতি দেখে গাড়ি চলতে থাকা কি অনুমোদিত? | উত্তর: হ্যাঁ, তবে সতর্কতা অবলম্বন করতে হবে। |
১৬৪ | প্রশ্ন: পথচারীদের জন্য ট্রাফিক সিগন্যালের কী ব্যবহার করা হয়? | উত্তর: জেব্রা ক্রসিং বা হাঁটার সিগন্যাল। |
১৬৫ | প্রশ্ন: গাড়ির অবস্থান কিভাবে নিশ্চিত করা উচিত? | উত্তর: নিয়মিত ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হবে। |
১৬৬ | প্রশ্ন: গাড়ি চালানোর সময় কারো পেছনে খুব কাছাকাছি চলে গেলে কী হবে? | উত্তর: দুর্ঘটনার ঝুঁকি তৈরি হবে। |
১৬৭ | প্রশ্ন: সড়ক দুর্ঘটনা ঘটলে কী করতে হবে? | উত্তর: আহতদের সাহায্য করা এবং জরুরি পরিষেবাকে ফোন করা। |
১৬৮ | প্রশ্ন: ড্রাইভিং লাইসেন্স না থাকলে গাড়ি চালানো কি আইনসিদ্ধ? | উত্তর: না, এটি অপরাধ। |
১৬৯ | প্রশ্ন: ট্র্যাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার উপায় কী? | উত্তর: সেমিনার এবং প্রচারণা। |
১৭০ | প্রশ্ন: গাড়ি চালানোর সময় কোন সিগন্যাল ব্যবহার করা উচিত? | উত্তর: বাঁক নেওয়ার পূর্বে সঠিক টার্ন সিগন্যাল দিতে হবে। |
১৭১ | প্রশ্ন: গতি সীমা কিভাবে মেনে চলা উচিত? | উত্তর: ট্রাফিক চিহ্ন এবং সিগন্যাল অনুযায়ী। |
১৭২ | প্রশ্ন: পথচারীদের রাস্তা পারাপারে কোন নিয়ম মেনে চলা উচিত? | উত্তর: জেব্রা ক্রসিং বা রাস্তা পারাপারের নির্দিষ্ট স্থান ব্যবহার করা উচিত। |
১৭৩ | প্রশ্ন: ট্রাফিক আইন অমান্য করলে কি শাস্তি হতে পারে? | উত্তর: জরিমানা, শাস্তি বা লাইসেন্স বাতিল হতে পারে। |
১৭৪ | প্রশ্ন: একমুখী সড়কে গাড়ি চালানোর নিয়ম কী? | উত্তর: নির্ধারিত দিকেই চলাচল করা উচিত। |
১৭৫ | প্রশ্ন: ট্রাফিক সিগন্যালের পরবর্তী সংকেতের আগে থামা কি উচিত? | উত্তর: হ্যাঁ, সঠিকভাবে থামতে হবে। |
১৭৬ | প্রশ্ন: গতি সীমা অতিক্রম করলে কী হতে পারে? | উত্তর: দুর্ঘটনা, জরিমানা বা লাইসেন্স বাতিল হতে পারে। |
১৭৭ | প্রশ্ন: ট্র্যাফিক পুলিশ সিগন্যাল দিলে থামতে হবে কেন? | উত্তর: ট্রাফিক আইন মেনে চলা জরুরি। |
১৭৮ | প্রশ্ন: রাস্তায় বড় গাড়ি দেখা দিলে কী করতে হবে? | উত্তর: নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। |
১৭৯ | প্রশ্ন: সড়ক পার হওয়ার সময় পথচারী নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হয়? | উত্তর: রাস্তার নির্দিষ্ট পারাপারের জায়গায় চলতে হবে। |
১৮০ | প্রশ্ন: জরুরি গাড়ির জন্য পথ ছাড়ার নিয়ম কী? | উত্তর: গাড়ি সড়ক থেকে সরে গিয়ে অন্য গাড়ি যেতে দেয়। |
১৮১ | প্রশ্ন: গাড়ির সিটবেল্ট পরা বাধ্যতামূলক কেন? | উত্তর: দুর্ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করতে। |
১৮২ | প্রশ্ন: স্কুল এলাকা বা হাসপাতালের কাছে গাড়ি চালানোর নিয়ম কী? | উত্তর: গতি কমিয়ে ও সতর্কতা অবলম্বন করতে হবে। |
১৮৩ | প্রশ্ন: ট্রাফিক সিগন্যাল না থাকলে গাড়ি কীভাবে চালানো উচিত? | উত্তর: রাস্তার পরিস্থিতি এবং নিরাপত্তা নিশ্চিত করে। |
১৮৪ | প্রশ্ন: গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার কি অনুমোদিত? | উত্তর: না, এটি দুর্ঘটনার কারণ হতে পারে। |
১৮৫ | প্রশ্ন: পথচারীদের জন্য কোন সিগন্যাল ব্যবহার করা হয়? | উত্তর: জেব্রা ক্রসিং এবং হাঁটার সিগন্যাল। |
১৮৬ | প্রশ্ন: একমুখী সড়কে গাড়ি চালানোর নিয়ম কী? | উত্তর: নির্ধারিত দিকে চলাচল করতে হবে। |
১৮৭ | প্রশ্ন: ট্রাফিক চিহ্নের মানে না বুঝলে কী করতে হবে? | উত্তর: গাড়ি থামিয়ে সহায়তা নিতে হবে। |
১৮৮ | প্রশ্ন: গাড়ি চালানোর সময় সিটবেল্ট পরা বাধ্যতামূলক কি? | উত্তর: হ্যাঁ, এটি বাধ্যতামূলক। |
১৮৯ | প্রশ্ন: সড়ক দুর্ঘটনায় আহত হলে কী করতে হবে? | উত্তর: আহতদের সাহায্য করতে হবে এবং জরুরি সেবা ফোন করতে হবে। |
১৯০ | প্রশ্ন: গাড়ির হর্ন বাজানোর সময় কোন বিষয় মেনে চলা উচিত? | উত্তর: শব্দ দূষণ এড়িয়ে চলা উচিত। |
১৯১ | প্রশ্ন: গাড়ি চালানোর সময় গতি সীমা কি রকম মেনে চলা উচিত? | উত্তর: সব সময় ট্রাফিক সিগন্যাল এবং রাস্তার গতি সীমা মেনে চলা উচিত। |
১৯২ | প্রশ্ন: সঠিকভাবে গাড়ি পার্কিং করার নিয়ম কী? | উত্তর: পার্কিং স্পেসে গাড়ি সোজা রেখে পার্ক করতে হবে। |
১৯৩ | প্রশ্ন: গাড়ি চালানোর সময় ব্রেক ব্যবহারের নিয়ম কী? | উত্তর: হালকা ব্রেক ব্যবহার করে গাড়ি থামাতে হবে। |
১৯৪ | প্রশ্ন: ট্রাফিক সিগন্যালের লাল বাতির মানে কী? | উত্তর: গাড়ি থামাতে হবে। |
১৯৫ | প্রশ্ন: গাড়ির টায়ারের অবস্থান ঠিক না থাকলে কী হতে পারে? | উত্তর: দুর্ঘটনা ঘটতে পারে। |
১৯৬ | প্রশ্ন: পথচারীরা রাস্তা পারাপার করার সময় কী করতে হবে? | উত্তর: জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। |
১৯৭ | প্রশ্ন: গাড়ির গতির মাত্রা বাড়ালে কী হতে পারে? | উত্তর: দুর্ঘটনা এবং জরিমানা হতে পারে। |
১৯৮ | প্রশ্ন: পেছনের গাড়ির সাথে নিরাপদ দূরত্ব কতটুকু রাখা উচিত? | উত্তর: দুই সেকেন্ডের নিয়ম মেনে চলা উচিত। |
১৯৯ | প্রশ্ন: গাড়ির ড্রাইভিং সিটের সঠিক অবস্থান কী? | উত্তর: সিটবেল্ট পরা এবং পা ব্রেক ও গ্যাসে পৌঁছাতে সক্ষম হওয়া উচিত। |
২০০ | প্রশ্ন: গাড়ির হেডলাইট কখন চালু করা উচিত? | উত্তর: রাতের বেলা বা অল্প আলোতে গাড়ি চালানোর সময়। |
মূলত যারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে যদি আপনারা একবার অথবা দুইবার সবগুলো পড়ে নিতে পারেন এবং সঠিকভাবে যদি মনে রাখতে পারেন তাহলে আপনার পাশ নিশ্চিত। তাই চেষ্টা করুন সঠিকভাবে পড়ার এবং অন্যান্য নিয়ম সম্পর্কে আরো জানান।
উপরের প্রশ্নগুলো সঠিকভাবে পড়ুন এক্ষেত্রে যদি আরও অন্যান্য প্রশ্নগুলো জানার প্রয়োজন পড়ে তাহলে আমাদের অন্যান্য কনটেন্ট গুলো দেখতে পারেন এক্ষেত্রে পর্যায়ক্রমে সকল তথ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে। আশা করছি ২০০ টি প্রশ্ন পড়ার পরে আপনি নিশ্চিতভাবে বিআরটিএ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন।
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ২০২৫
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা প্রশ্ন ২০২৫ প্রকাশ করা হলো। ২০২৫এই প্রশ্নের ভিত্তিতে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা হয়ে থাকে। তাই এই প্রশ্নগুলো দেখে আয়ত্ত করে ফেলুন।
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ২০২৫ pdf
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য এই ২০০ টি প্রশ্ন পিডিএফ এর মাধ্যমেও ডাউনলোড করে আপনারা খুব সহজেই সেটি পড়তে পারবেন এক্ষেত্রে প্রিন্ট করে নিতে পারেন অথবা আমাদের এই ওয়েবসাইটে বারবার ঢুকে যেকোনো সময় আপনারা পড়তে পারেন।
২০২৫ সালের যারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন এক্ষেত্রে খুব সহজেই আপনার এখান থেকে ডাউনলোড করে পড়তে পারেন অথবা চাইলে নিজেই আপনারা এখান থেকে ঢুকে পড়তে পারেন এক্ষেত্রে আপনার মোবাইলের মাধ্যমে শেয়ার করে রাখতে পারেন।
কুয়েতে ড্রাইভিং ভিসা এবং অন্যান্য কাজের সুযোগ সুবিধা
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার বই PDF
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার বই PDF এখানে আপনারা প্রায়ই অনেকগুলো প্রশ্ন পাবেন। এই প্রশ্নগুলোর মধ্যে সবথেকে যেগুলো কমন এবং ১০০% কমনের নিশ্চয়তা রয়েছে। সেগুলো আমরা পর্যায়ক্রমে এইখানে তুলে ধরেছি। এখান থেকে আপনারা ২০০ টি প্রশ্ন পড়লেই পরীক্ষায় খুব সহজে পাস করতে পারবেন।
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার পিডিএফ বই ডাউনলোড করতে ক্লিক করুন
এছাড়া যদি আপনারা ধরন এবং অন্যান্য বিষয়গুলো জানতে চান তাহলে পর্যায়ক্রমে আমাদের এখানেই সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে তাই আপনারা পিডিএফ ফাইলটি আমাদের দেওয়া উপরের লিঙ্ক থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।
ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার প্রশ্ন pdf
ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার প্রশ্ন PDF পেতে হলে আমাদের এই ওয়েবসাইটেই পাবেন। এবং উপরের দেওয়া ২০০ টি প্রশ্নের মধ্যেই মূলত ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার প্রশ্ন করা হয়ে থাকে তাই আপনারা pdf ছাড়াও খুব সহজেই এই ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই মৌখিক পরীক্ষার প্রিপারেশনও নিতে পারবেন।
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় মূলত বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়ে থাকে এক্ষেত্রে মৌখিক পরীক্ষার জন্য আপনারা যদি এই ২০০ প্রশ্ন আয়ত্ত করতে পারেন তাহলে খুব সহজেই আপনি ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। পর্যায়ক্রমে সকল প্রশ্নের উত্তর গুলো উপরে তুলে ধরা হয়েছে।
এক্ষেত্রে আপনি যদি এই পোস্টটি শেয়ার করে রাখতে পারেন তাহলে বিআরটিএ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অন্যকে অংশগ্রহণ করে থাকলে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এ বিষয়ে আরো বিস্তারিত আমরা জানিয়ে দেবো। ধন্যবাদ
একটি মন্তব্য পোস্ট করুন