জার্মান শেফার্ড এবং অন্যান্য বিদেশি কুকুর প্রজাতি বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের সব দেশে ই অনেক জনপ্রিয়। জার্মান শেফার্ড কুকুরগুলোর বুদ্ধিমত্তা এবং অনুগত স্বভাব যে কোন কারোর ভালো লাগে, তাদের সৌন্দর্য এবং তাদের স্বভাব আলাদাভাবে মানুষের নজর কাড়ে। তাই এই জার্মান শেফার্ড কুকুরগুলো কোথায় পাবেন এবং এগুলোর দাম কত এবং কিভাবে যত্ন করবেন তার সকল বিষয়গুলো আমরা আজকে এখানে বিস্তারিত ভাবে জানাবো।
এই প্রজাতিগুলোর দাম বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে থাকে ক্ষেত্রে বয়স, কুকুরের কালার প্রশিক্ষণ আরো নির্ধারিত হয়ে থাকে। তাই কোন গুলোর কত দাম এবং কোথায় পাওয়া যাবে এবং কোথায় ট্রেনিং করাবেন তা সকল গুলোই আমরা এখানে পর্যায়ক্রমে আপনাদেরকে জানিয়ে দিব। এবং জার্মান শেফার্ড কুকুর কি ধরনের খাবার খাই এবং এদেরকে পরিচর্যা কিভাবে করবেন কোথায় করানো হয় মেডিকেল চেকআপ অন্যান্য সকল তথ্যগুলো এখানে পর্যায়ক্রমে জানতে পারবেন। যার প্রথমে জেনে নেওয়া যাক জার্মান শেফার্ড কুকুরের দাম কত।
জার্মান শেফার্ড কেনার আগে যা জানা জরুরি
জার্মান শেফার্ড কুকুরের দাম তাদের গুণগত মান এবং প্রজনন ক্ষমতা এবং বয়সের উপর নির্ভর করে। এ ক্ষেত্রে কোন প্রশিক্ষণপ্রাপ্ত জার্মান শেফার্ড কুকুরের দাম কিন্তু অনেক বেশি হয় সে সাথে কালার এবং অন্যান্য বিষয়গুলো এখানে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই জার্মান শেফার্ড কেনার আগে অবশ্যই স্বাস্থ্য সনদ এবং টিকা রেকর্ড এবং প্রজনন সংক্রান্ত সকল তথ্যগুলো যাচাই বাছাই করে নেওয়া উচিত।
বাংলাদেশের বাজারে জার্মান শেফার্ড কিন্তু অনেক কালারের পাবেন এক্ষেত্রে আপনি যদি চান প্রশিক্ষণপ্রাপ্ত জার্মান শেফার্ড কুকুর নিবেন সেটাও কিন্তু নেওয়া সম্ভব অথবা বাচ্চা নিয়ে পরবর্তীতে আপনি সেটা প্রশিক্ষণ দেবেন সেটাও করতে পারবেন। তাই আপনাকে অবশ্যই বিবেচনা করে জার্মান শেফার্ড নেওয়া উচিত। আবার এটা জেনে রাখবেন জার্মান শেফার্ড প্রশিক্ষণপ্রাপ্ত হলে কিন্তু তার দাম অনেকটাই বেশি হবে। এবার চলুন জার্মান শেফার্ড ও বিদেশী কুকুরের দাম কত এই বিষয় নিয়ে নিচে বিস্তারিত ভাবে তুলে ধরা হলো।
এটা আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত যে জার্মান শেফার্ড কেনার পরে তাকে যদি ভালোমতো পরিচর্যা না করতে পারেন তা না হলে কিন্তু আপনার পরিবারের একটি অংশ হতে পারবেনা এক্ষেত্রে অবশ্যই তার পেছনে মাসিক ৫ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা খরচ করা লাগবে। সেই সাথে তার শরীরচর্চা এবং তার সঠিক যত্ন এবং তার প্রশিক্ষণের জন্য আলাদা ভাবে খরচ করা লাগে তাই জার্মান শেফার্ড কুকুর হয়ে উঠতে এবং আপনার পরিবারের নির্ভরযোগ্য সদস্য হতে তার একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং তার যত্নের প্রয়োজন আছে।
জার্মান শেফার্ড কুকুরের দাম
জার্মান শেফার্ড কুকুরের দাম মূলত নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর, যেমন তার প্রজনন ক্ষমতা, বয়স, কালার এবং আপনি কোথা থেকে কিনছেন তার ওপর। বাংলাদেশে জার্মান শেফার্ড কুকুরের দাম ২৫ হাজার টাকা থেকে শুরু এবং আরো উন্নত এবং প্রশিক্ষণপ্রাপ্ত হলে এটার দাম প্রায় এক লাখ টাকার বেশি।
জার্মান শেফার্ড যদি চ্যাম্পিয়ন বংশ থেকে আসে তাহলে এটা আন্তর্জাতিক প্রজনন পূরণ করতে পারে এবং তাদের দাম তুলনামূলকভাবে আরো অনেকটাই বেশি। কুকুর কেনার আগে অবশ্যই সঠিক প্রজনন সনদ এবং স্বাস্থ্য পরীক্ষার সহ টিকার তথ্য যাচাই-বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পার্সিয়ান, সাদা, কালো এবং বিদেশি বিড়ালের দাম ও পরিচর্যার পূর্ণ গাইড
এক্ষেত্রে যখন আপনি জার্মান শেফার্ড কুকুর কিনবেন তখন কিন্তু অবশ্যই আপনার এই বিষয়গুলো যাচাই-বাছাই করে নেওয়া উচিত। মূলত আপনার বাসা বাড়ি নিরাপত্তার জন্য যদি জার্মান শেফার্ড কুকুর নিয়ে থাকেন তাহলে কিন্তু তারা আলাদাভাবে পরিচর্যা করা লাগবে এবং আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া লাগে। তাই এক্ষেত্রে প্রশিক্ষণ খরচ এবং তার খাওয়া-দাওয়া খরচ আছে কি কি খরচ নিচে তুলে ধরা হলো।
জার্মান শেফার্ড কুকুরের বাচ্চার দাম
জার্মান শেফার্ড কুকুরের বাচ্চার দাম পূর্ণবয়স্ক কুকুরের তুলনায় অনেকটাই কম। মূলত জার্মান শেফার্ড তাদের প্রজনন লাইন এবং স্বাস্থ্য এবং কালারের উপর দাম নির্ভর করে। বাংলাদেশে জার্মান শেফার্ড কুকুরের বাচ্চার দাম ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা হয়ে থাকে। যদি বাচ্চাগুলোর কোয়ালিটি ভালো এবং তাদের বাবা-মা যদি চ্যাম্পিয়ন বংশ থেকে আসে তাহলে এর দাম কিন্তু আরো বেশি পরিমাণ হয়।
তবে আপনাদের একটি বিষয় মাথায় রাখা উচিত যে জার্মান শেফার্ড কেনার আগে অবশ্যই সঠিক ব্রিডার থেকে কিনুন এবং বাচ্চার স্বাস্থ্য সনদ টিকা এবং বাচ্চার বর্তমান শারীরিক পরিস্থিতি দেখে কেনা উচিত। এতে করে বাচ্চা অসুস্থতা এবং বাচ্চার অন্যান্য বিষয়গুলো লক্ষ্য করে দেখে নিবেন তাহলে বাচ্চার গ্রোথ ভালো থাকবে।
জার্মান শেফার্ড কুকুরের অন্যান্য খরচ
মূলত জার্মান শেফার্ড কুকুর কেনার পরে তার রক্ষণাবেক্ষণের জন্য এবং তার যত্নের জন্য কিন্তু অন্যতমনের খাবার প্রয়োজন পড়ে, সেই সাথে তার স্বাস্থ্য পরীক্ষা এবং নিয়মিত টিকা প্রদান এবং তার প্রশিক্ষণ অথবা গেমিং বা ব্যায়াম করার জন্য তার প্রয়োজনীয় কিছু সরঞ্জাম দরকার পড়ে। ভালো মানের একটি জার্মান শেফার তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই প্রশিক্ষণের সরঞ্জাম গুলো থাকতেই হবে। এক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা ভাবে খরচ করা লাগে কি কি খরচ এবং কত টাকা পড়তে পারে দেখে নেওয়া যাক।
একটা পরিপূর্ণ জার্মান শেফার্ড তৈরি করতে হলে তাকে ভালো এবং স্বাস্থ্যসম্মত খাবার প্রয়োজন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি অবশ্যই ঠিক অবদান করতে হবে। একটি জার্মান শেফার্ড কেনার পরে তার মাসিক পাঁচ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে। এটি মূলত তার গেমিং অথবা শরীর চর্চা করার জন্য ব্যায়ামের যন্ত্রপাতি অথবা তার স্বাস্থ্যসম্মত খাবার অথবা ট্রিটমেন্টের জন্য এই খরচটা প্রত্যেক মাসেই লাগবে।
এবার তাহলে চলুন দেখে নেওয়া যাক জার্মান শেফার্ড কুকুরের বৈশিষ্ট্য কি এবং তাদের খাবারের তালিকা এবং জার্মান শেফার্ড আসলে কি ধরনের খাবার গুলো বেশি পছন্দ করে এবং তাদের ব্যায়াম বা তাদের প্রশিক্ষণের জন্য কি কি করা লাগে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত।
জার্মান শেফার্ড কুকুরের খাবার
জার্মান শেফার্ড কুকুরের খাদ্য তালিকায় সঠিক পরিমাণে প্রোটিন এবং কার্বোহাইড্রেট এবং ভিটামিন জাতীয় খাবার গুলো রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত একজন পরিপূর্ণ জার্মান শেফার্ড কুকুর পেতে হলে অবশ্যই আপনাকে এই খাবারগুলো নিয়মিত খাওয়াতে হবে এবং তার পুষ্টি এবং স্বাস্থ্যর থেকে গুরুত্ব দিতে হবে। জার্মান শেফার্ড কুকুরের খাদ্য তালিকায় মানসম্মত সঠিক পরিমাণে কাঁচা এবং রান্না করা মাংস এবং প্রয়োজনীয় শাকসবজি রাখা উচিত। নিচে টেবিলের মধ্যে প্রয়োজনীয় খাবারের তালিকা তুলে ধরা হলো।
খাবারের ধরন | পরিমাণ (প্রতি দিন) | উদাহরণ |
---|---|---|
প্রোটিন | ২৫-৩০% | চিকেন, গরুর মাংস, ভেড়ার মাংস, কুকুরের শুকনো খাবার |
কার্বোহাইড্রেট | ২০-২৫% | ভাত, মিষ্টি আলু, ওটস |
চর্বি | ১০-১৫% | মাছের তেল, কুকুরের ডায়েটারি ফ্যাট |
শাকসবজি ও ফল | ৫-১০% | গাজর, কুমড়া, আপেল (বীজ বাদ দিয়ে) |
পানি | পর্যাপ্ত | পরিষ্কার ও বিশুদ্ধ পানি |
একটি জার্মান শেফার্ড কুকুরের জন্য এই খাবারগুলো প্রত্যেকদিন এই তালিকা অনুযায়ী দেওয়া উচিত তাহলে একটি পরিপূর্ণ জার্মান শেফার্ড তৈরি করতে পারবেন।
পার্সিয়ান, সাদা, কালো এবং বিদেশি বিড়ালের দাম ও পরিচর্যার পূর্ণ গাইড
জার্মান শেফার্ড কুকুরের বৈশিষ্ট্য
জার্মান শেফার্ড কুকুর তাদের বৈশিষ্ট্যের জন্য অনেক বিখ্যাত। জার্মান শেফার্ড কুকুরের বুদ্ধিমত্তা এবং শক্তিশালী কাজে তারা অনেক দক্ষ। জার্মান শেফার্ড কুকুরগুলো শারীরিক গঠনে অনেক শক্তিশালী হয় এবং তাদের বেশি শক্তি এবং তাদের লোম অনেক ঘন এবং তীক্ষ্ণ দৃষ্টি লক্ষ্য করতে পারে। সাধারণত তাদের গায়ের লোম অনেক কালো হয় এবং বাদামি কালারের হয়। এবং সাদা কালারের ও কিন্তু জার্মান শেফার্ড পাওয়া যায় এক্ষেত্রে তাদের উচ্চতা হয় ২৪ থেকে ২৬ ইঞ্চি পর্যন্ত। তাদের ওজন ৩০ থেকে ৪০ কেজি এবং স্ত্রী জার্মান শেফার্ডের কিছুটা ছোট হয়।
জার্মান শেফার্ডের বুদ্ধিমত্তার জন্য পৃথিবীর মধ্যে তারা বিখ্যাত তারা দ্রুত শিখতে পারে এবং মালিকের নির্দেশনা ফলো করতে পারে। এই কারণে তাদের প্রায়ই পুলিশ বা সামরিক বাহিনীতে উদ্ধার কাজের জন্য জার্মান শেফার্ড ব্যবহার করা হয়। এবং মালিকের সুরক্ষার জন্য সাহসিকতার পরিচয় দিয়ে থাকে। মূলত তাদের সামাজিকীকরণ এবং প্রশিক্ষণ সঠিকভাবে করা হলে শিশু এবং অন্যান্য পোষা পানির সঙ্গে সে ভালোভাবে মিশতে পারে।
জার্মান সেফার্ড কুকুরের বৈশিষ্ট্য মূলত তাদের ভালো পোষা পানি নয় ভালো একজন বন্ধু এবং নির্ভরযোগ্য রক্ষক হিসাবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং যদি সঠিকভাবে তাদের পরিচর্যা করা হয় তাহলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সে আপনার বন্ধু হিসাবে একটি ভালো সঙ্গী হয়ে উঠতে পারে।
আমরা জার্মান শেফার্ড নিয়ে কথা বললাম এ ক্ষেত্রে চলুন আমরা পর্যায়ক্রমে অন্যান্য কুকুরের দাম কত এবং তাদের বৈশিষ্ট্য এবং জার্মান শেফার্ডের তুলনায় সেগুলো কতটা ভালো এ বিষয় নিয়ে পর্যায়ক্রমে কিছুটা তথ্য জেনে নেওয়া যাক।
বিদেশি কুকুরের দাম: জনপ্রিয় কুকুর জাত এবং তাদের দাম
কুকুরের জাত | দাম (বাংলাদেশে) |
---|---|
জার্মান শেফার্ড | ২৫,০০০ - ১,০০,০০০ টাকা |
ডোবারম্যান | ২০,০০০ - ৫০,০০০ টাকা |
পমেরিয়ান | ৮,০০০ - ৩০,০০০ টাকা |
বুলডগ | ২৫,০০০ - ৭৫,০০০ টাকা |
পাগ | ১৫,০০০ - ৩০,০০০ টাকা |
সাময়েড | ৩০,০০০ - ৭৫,০০০ টাকা |
সাইবেরিয়ান হুসকি | ৩০,০০০ - ৭৫,০০০ টাকা |
ল্যাব্রাডর রিট্রিভার | ২০,০০০ - ৫০,০০০ টাকা |
বক্সার | ২০,০০০ - ৪৫,০০০ টাকা |
শিহ তজু | ১০,০০০ - ৩০,০০০ টাকা |
মূলত এখানে বাচ্চা কুকুর এবং প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের দামের কিন্তু ভিন্নতা রয়েছে সে সাথে কালার অনুযায়ী কিছুটা দামের কম বেশি হতে পারে।
পর্যায়ক্রমে নিচে ডোবারম্যান কুকুর এবং কাটাবন কুকুরসহ আরো অন্যান্য কুকুরের দাম কত এবং তাদের বৈশিষ্ট্য এবং তাদের খাবার তালিকা নিয়ে বিস্তারিতভাবে আরো আলোচনা করা হয়েছে সেগুলো দেখতে পারেন।
ফেসবুকে লেখালেখি করে টাকা ইনকাম করার উপায়
ডোবারম্যান কুকুরের দাম কত
ডোবারম্যান কুকুরের দাম কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যেমন তার বয়স, বংশ, প্রশিক্ষণ এবং স্বাস্থ্যের উপর বিবেচনা করে। বাংলাদেশের সাধারণত ডোবারম্যান কুকুরের দাম ৪০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা। এক্ষেত্রে যদি ডোবারম্যান বাচ্চা কুকুর নিতে চান তাহলে দাম পড়বে ১৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকার মধ্যে।
ডোবারম্যান কুকুর কেনার আগে অবশ্যই তার টিকার তথ্য এবং তার স্বাস্থ্য পরীক্ষা করে কেনা উচিত। এবং ডোবারম্যান কুকুর কেনার আগে তার পরিচর্যা কিভাবে করবেন এবং তার নিয়মিত খাবার খরচ এবং অন্যান্য সকল বিষয়গুলো বিবেচনা করে নিতে হবে। আমি আবারও বলছি কুকুরের স্বাস্থ্য সনদ এবং টিকা অবশ্যই গুরুত্বপূর্ণভাবে এগুলো যাচাই-বাছাই করে তারপরে কিরা সিদ্ধান্ত নিন।
আরো বেশ কয়েকটি জাতের কুকুরের দাম এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে এখানে তুলে ধরা হলো সেগুলোও দেখতে পারেন এক্ষেত্রে যার যার প্রয়োজন সে কিন্তু সে কুকুরই নিতে আগ্রহ দেখার কারণেই আপনারা মূলত এই পোস্টটি পড়তে এসেছেন তাই অন্যান্য কুকুরের বৈশিষ্ট্য সম্পর্কেও একটু জেনে যান।
পমেরিয়ান কুকুরের দাম কত বাংলাদেশে
বাংলাদেশে পামেরিয়ান কুকুরের দাম ৮ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা। তবে কয়েকটি বিষয়ের উপর বিবেচনা পামেরিয়ান কুকুরের দামের ভিন্নতা রয়েছে। এক্ষেত্রে পামেরিয়ান কুকুরের বংশ এবং তাদের স্বাস্থ্য এবং গায়ের রং বিবেচনা করে কিন্তু দামের কম বেশি হতে পারে। পামেরিয়ান কুকুরের উন্নত বংশ হলে এটার দাম একটু বেশি হয়।
পামেরিয়ান কুকুর কেনার আগে অবশ্যই সঠিক ব্রিডার নির্বাচন করুন। এবং তাদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং টিকার সনদ গুলো যাচাই-বাছাই করে কেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পামেরিয়ান কুকুরের সঠিক যত্ন এবং রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পামেরিয়ান কুকুর অনেকটাই দেখতে সুন্দর তাই বাংলাদেশে এটার চাহিদা কিন্তু বরাবরই বেশি।
বিলাতি কুকুরের দাম কত
বর্তমানে বাংলাদেশে বিলাতি কুকুরের দাম ২০ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা। বিলাতি কুকুরের বয়স এবং রং এবং প্রজাতির উপর তার দাম নির্ধারণ হয়। যদি উচ্চ বংশের এবং প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকে তাহলে কিন্তু বিলাতি কুকুরের দাম প্রায় ১ লাখ টাকার বেশিও হয়। বিলাতি কুকুরের মধ্যে বেশ কিছু জনপ্রিয় প্রজাতি রয়েছে,স্যাময়েড, বুলডগ, পাগ, ডলমেশিয়ান এই প্রজাতি অনুযায়ী কিন্তু দামের ভিন্নতা রয়েছে।
বিলাতি এই কুকুরগুলো কেনার আগে অবশ্যই সঠিকভাবে ব্রিডার নির্বাচন করুন এবং তার টিকার তথ্য এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সহ সকল বিষয়গুলো যাচাই-বাছাই করে বিলাতি কুকুর কিনুন এতে করে কুকুরের স্বাস্থ্য এবং ভালো কুকুর কিনতে ভূমিকা রাখবে।
কাটাবন কুকুরের দাম
বাংলাদেশে কাটাবন কুকুরের দাম ১৫০০০ টাকা থেকে ৪০ হাজার টাকা। এক্ষেত্রে কাটাবন কুকুর যদি প্রশিক্ষণপ্রাপ্ত হয় এবং ভালো কালারের মধ্যে হয়ে থাকে তাহলে এর দাম কিন্তু আরো বেশি হয়। কাঁটাবন কুকুরের গায়ের রং এবং বংশের উপর তার দাম নির্ভর করে। কাঁটাবন কুকুর পোষা প্রাণী হিসেবে খুবই পরিচিত যা তার ছোট আকার এবং মনোরম এবং আচরণের জন্য খুবই পছন্দনীয় একটি কুকুর।
চুল পড়া বন্ধ করার উপায় ও চুল পড়া বন্ধ করার ঔষধ
জার্মান শেফার্ড কুকুরের ছবি
নিচে বেশ কিছু জার্মান শেফার্ড কুকুরের ছবি তুলে ধরা হলো।:
জার্মান সেফার্ড এবং বিদেশে কুকুরের দাম এবং পরিচর্যার সম্পন্ন একটি গাইডলাইন এখানে তুলে ধরা হয়েছে। এবং অন্যান্য কুকুর সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান এবং জার্মান শেফার্ড কুকুরের যদি কোন সমস্যা সম্পর্কে জানতে চান সে বিষয়গুলো আমাদের কমেন্টের মাধ্যমে জানার দিতে পারেন আমরা পর্যায়ক্রমে সেগুলো নিয়েও আপনাদেরকে জানানোর চেষ্টা করব।
একটি মন্তব্য পোস্ট করুন