নতুন লেগুনা গাড়ির দাম ২০২৫: আজকের আপডেট ও বিশদ বিবরণ

    লেগুনা গাড়ির দাম কত ২০২৫


    ২০২৫ সালের লেগুনাকারীর দাম কিন্তু আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। গাড়ির চাহিদা বেশি হওয়ার কারণে এবং মার্কেটে গাড়ির সংকট থাকার কারণে এই দাম বৃদ্ধি পেয়েছে। লেগুনা পুরান গাড়ির চাহিদা কিন্তু আগের তুলনাই অনেকটাই বেশি তাই পুরান গাড়ির দামও বেশি এক্ষেত্রে গাড়ি অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে।


    আজকে যারা নতুন এবং পুরাতন মডেলের লেগুনাগাড়ির দাম সম্পর্কে জানতে চাচ্ছেন তারা পর্যায়ক্রমে মডেল গুলো দেখে নিতে পারেন। এক্ষেত্রে লেগুনাগাড়ির কয়েকটি মডেলের দাম এবং কোম্পানি অনুযায়ী মডেলগুলোতে কত দাম পড়ছে সেই বিষয়গুলো ভালোমতো এখানে তালিকাভুক্ত করা আছে।


    নতুন লেগুনা গাড়ির দাম কত

    লেগুনা নতুন মডেলের গাড়ির দাম মূলত নির্ভর মডেল এবং ব্র্যান্ড অনুযায়ী। পুরাতন মডেল গুলোতে কিছুটা কম দামের মধ্যেই পাওয়া যাচ্ছে যেমন ৩ লক্ষ ২০ হাজার টাকা থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত। নতুন আপডেট মডেলের লেগুনাগাড়ির দাম ৩ লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে ৩ লক্ষ ৮০ হাজার টাকা পর্যন্ত।


    নতুন লেগুনা গাড়ি নেওয়ার আগে অবশ্যই ভালো কোন ব্র্যান্ডের মধ্যে নেওয়া উচিত এক্ষেত্রে কিছুটা কম বেশি টাকা খরচ হলেও মাহিন্দ্রা, টাটা, এই কোম্পানিগুলোর গাড়ি গুলোর সার্ভিস খুব ভালো দিয়ে থাকে তাই অবশ্যই এগুলো নেওয়ার আগে অবশ্যই দেখে ইঞ্জিন সক্ষমতা দেখে তারপরেই নেওয়া উচিত।


    আপনি কি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান


    লেগুনা গাড়ির দাম কত ২০২৫

    ২০২৫ সালের লেগুন আকারের দাম আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে ২ লক্ষ ৫০ হাজার টাকা থেকে শুরু করে ৩ লক্ষ ৮০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মডেলের গাড়ি বাজারে পাওয়া যাচ্ছে এক্ষেত্রে পুরাতন গাড়ি যদি নিতে পারেন তাহলে খরচ কিছুটা কম হবে এক্ষেত্রে ২ লক্ষ ৮০ হাজার টাকার মধ্যে ৬ মাসের পুরনো লেকন গাড়ি পাওয়া যাচ্ছে।

    মডেল দাম
    টাটা সাথী লেগুনা ১৮ ২,৭০,০০০ টাকা
    টাটা সাথী লেগুনা ২১ ২,৪০,০০০ টাকা
    লেগুনা মডেল ১৯ ২,১০,০০০ টাকা
    টাটা ম্যাজিক প্লাস  ৩,০০,০০০ টাকা
    মাহিন্দ্রা সুপ্রো লেগুনা ২৩ ৩,২০,০০০ টাকা
    পিয়াজিও এপ লেগুনা-২৪ ২,৫০,০০০ টাকা
    টাটা সাথী মডেল ২৩ ২,৬৫,০০০ টাকা
    মাহিন্দ্রা সুপ্রো লেগুনা ২২ ২,৮০,০০০ টাকা
    টাটা ১০০ কুইকস ২১ ৩,৩০,০০০ টাকা
    মাহিন্দ্রা মিনি ট্রাক ২৩ ৩,৫০,০০০ টাকা
    পিয়াজিও ইএমআই লেগুনা ২,৭৫,০০০ টাকা
    টাটা ডিপ্লেক্স ২৩ ৩,৪০,০০০ টাকা
    মাহিন্দ্রা ভিকট্রোর-২৪ ৩,৫০,০০০ টাকা


    ২০২৫ সালে এর চাহিদা আগের তুলনায় অনেকটাই বেশি এই কারণেই মূলত দাম আগের থেকে অনেকটাই বেশি পড়ছে প্রতি গাড়ির মডেলে। এক্ষেত্রে পুরান মডেলের গাড়ির ব্যবহার কত দিনের হয়েছে তার ওপর নির্ভর করে এবং কোন ব্র্যান্ডের গাড়ি তার ওপর। এছাড়াও গাড়ির কোয়ালিটি এবং গাড়ির অন্যান্য ইঞ্জিন পারফরম্যান্স যদি ঠিকঠাক থাকে তাহলে নতুন দামের থেকে ২০ হাজার টাকা কম দামে কিনতে পারেন।


     রোমানিয়া ভিসা প্রসেসিং এজেন্সি কোথায় জেনে নিন


    পুরাতন লেগুনা গাড়ির দাম কত ২০২৪

    নতুন লেগোডাকারী থেকে পুরাতন রেকর্ডারের দাম কিন্তু প্রায়ই ২০ থেকে ৪০ হাজার টাকা কম হয়। এক্ষেত্রে ছয় মাস যদি ব্যবহৃত হয়ে থাকে লেগুনাগাড়ি তাহলে তার দাম প্রায় ৪০ হাজার টাকা কম হবে। এছাড়া ছয় মাসের মধ্যে যদি সে গাড়ির কন্ডিশন আরো বেশি খারাপ হয় তাহলে ৫০ হাজার টাকা পর্যন্ত কমে বিক্রি করে থাকে।


    মূলত বাজার অনুযায়ী ঘুরে আপনারা এই বিষয়টি লক্ষ্য করে দেখতে পারবেন। এছাড়া যদি গাড়ির কন্ডিশনারও বেশি ভালো থাকে তাহলে কিন্তু দাম বেশি মধ্যেই থাকার সম্ভাবনা থাকে তবে এক্ষেত্রে তাও  ২ লক্ষ ৭০ হাজার টাকা পর্যন্ত কিনা বেচা করা হয়।


    বিদেশ যাওয়ার জন্য কোন ব্যাংক লোন দেয় দেখে নিন


    যদি ছয় মাস অথবা দুই বছরের হয়ে থাকে তাহলে কিন্তু এর দাম ভিন্ন ভিন্ন হবে। এক্ষেত্রে ছয় মাস পুরান আর লেগুনাগাড়ির দাম ২ লক্ষ ৫০ হাজার টাকা থেকে তিন লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে। আর যদি এর থেকে বেশি পুরানা হয়ে থাকে তাহলে গাড়ির কন্ডিশন বা অন্যান্য সকল বিষয়ের উপর বিবেচনা করে মূলত দাম নির্ধারণ করা হয় এক্ষেত্রে ২ লক্ষ টাকার আশেপাশেই দাম হয়ে থাকে।


    পুরাতন লেগুনা গাড়ি কোথায় পাবেন

    পুরাতন লেগুনা গাড়ি সব ধরনের মার্কেট গুলোতেই পাওয়া যাচ্ছে ঢাকায়। তবে এক্ষেত্রে সরাসরি আপনারা যে কোন পুরান গাড়ি সার্ভিসিং অথবা অনলাইন এর মাধ্যমেই পেয়ে যাবেন। এক্ষেত্রে অবশ্যই অনলাইনের মাধ্যমে নেওয়ার আগে গাড়ি কন্ডিশন এবং সরাসরি তাদের সাথে দেখা করে গিয়ে দাম দর করলে সব থেকে ভালো হয়।


    পুরান পুরাতন লেগুনাগাড়ি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই গাড়ির কাগজ পাতিসহ কত বছর মেয়াদ এবং কত বছর ইউজ করা হয়েছে সেই বিষয়গুলো লক্ষ্য করবেন। এক্ষেত্রে গাড়ির কন্ডিশন দেখলে এবং গাড়ির কাগজ পাতি দেখলেই কিন্তু বোঝা যাবে এবং পুরাতন গাড়ি অবশ্যই কাগজ পাতি দেখা লাগবে সেই সাথে আপনি যেখান থেকে গাড়ি কিনবেন সেই মার্কেটের থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নেবেন।


    সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি


    পুরাতন লেগুনা গাড়ি কেনার নিয়ম

    পুরাতন লেগুনাকারি কেনার আগে অবশ্যই গাড়ির কন্ডিশন দেখে কিনতে হবে সেই সাথে গাড়ির সাথে প্রয়োজনীয় সকল কাগজপত্র এবং গাড়ির মালিকের সকল ঠিকানা সংক্রান্ত তথ্যগুলো নিয়ে রাখা ভালো। মনে রাখবেন পুরাতন লেগুনাগাড়ির দাম কিন্তু বল নতুন লেগুনাগাড়ির তুলনায় ৫০ হাজার টাকা কম দামে বিক্রি করা হয়ে থাকে।


    এক্ষেত্রে কিন্তু গাড়ির কন্ডিশন এবং অন্যান্য বিষয় বিবেচনা করে মূলত দামের পার্থক্য হতে পারে তবে অবশ্যই গাড়ির কাগজপত্র এবং গাড়ির কন্ডিশন এবং গাড়ির ইঞ্জিন কন্ডিশন সহ সকল বিষয়গুলো যাচাই-বাছাই করে তারপরে লেগুনা গাড়ি কেনা উচিত।


    নতুন লেগুনা গাড়ির দাম ২০২৫: আজকের আপডেট ও বিশদ বিবরণ তুলে ধরা হয়েছে আশা করি পরবর্তীতে এই কনটেন্ট আরো আপডেট করে আপনাদের বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। তাই আমাদের সঙ্গেই থাকুন এবং পোস্টটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন।

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন