বর্তমান যুগে প্যারামেডিকেল কোর্সগুলো স্বাস্থ্য সেবা খেতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বর্তমান সময়ে যারা চিকিৎসা সংক্রান্ত কাজগুলোর সাথে জড়িত হতে চাচ্ছে বা চিকিৎসা সংক্রান্ত কাজ করতে চাই তাদের জন্য প্যারামেডিকেল কোর্স হতে পারে একটি সুবর্ণ সুযোগ। প্যারামেডিকেল কোর্স করার পরে স্বাস্থ্যশীলকে গুরুত্বপূর্ণ পদে চাকরি করার সুযোগ পাওয়া যায়।
২০২৫ সালে যারা প্যারামেডিকেল কোর্স করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই কন্টেন্টের সম্পূর্ণ গাইড নিয়ে আলোচনা করব। এখানে আপনারা জানতে পারবেন ম্যারামেডিকেল কোর্সের মেয়াদ কত দিন খরচ কত এবং কোথায় প্যারামেডিকেল কোর্স করতে পারবেন এবং কোন কোর্সটি আপনার জন্য সবথেকে ভালো হবে এবং ভবিষ্যতে ক্যারিয়ার করতে পারবেন তা সকল বিষয়গুলো দেখুন।
প্যারামেডিকেল ডিপ্লোমা কোর্স
প্যারামেডিকেল ডিপ্লোমা কোর্স প্রশিক্ষণ প্রোগ্রাম যা চিকিৎসা খাতে সহায়ক পেশাজীবীদের প্রস্তুত করে থাকে। প্যারামেডিকেল ডিপ্লোমা কোর্স কি কি রয়েছে এবং বিষয়বস্তু কি এবং প্রফেশনাল ডাক্তারদের সহায়ক হিসেবে কিভাবে কাজ করে দেখুন,
প্যারামেডিকেল ডিপ্লোমা কোর্স তালিকা তুলে ধরা হলো:
কোর্সের নাম | বিষয়বস্তু |
---|---|
ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি (DMLT) | ল্যাবরেটরি টেস্ট ও ডায়াগনস্টিক টেকনিক |
ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি (DPT) | শারীরিক থেরাপি ও রিহ্যাবিলিটেশন |
ডিপ্লোমা ইন ফার্মেসি (D. Pharma) | ফার্মাসিউটিক্যাল প্র্যাকটিস ও ওষুধ বিতরণ |
ডিপ্লোমা ইন রেডিওলজি এবং ইমেজিং টেকনোলজি | এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই |
ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি (OTT) | অপারেশন থিয়েটার ব্যবস্থাপনা |
ডিপ্লোমা ইন কার্ডিওলজি টেকনোলজি | কার্ডিয়াক কেয়ার ও ডায়াগনস্টিক |
২০২৫ সালে এই কোর্সগুলো করে আপনার ক্যারিয়ার হিসেবে যেকোন একটি পেশা বাছাই করে নিতে পারেন। প্যারামেডিকেল ডিপ্লোমা কোর্সগুলো করে ডাক্তারদের সহায়ক হিসেবে কাজ করতে পারবেন এছাড়াও বাংলাদেশের বিভিন্ন মেডিকেলগুলোতে উচ্চ বেতনে চাকরিসহ নানা ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করা যায়।
প্যারামেডিকেল কোর্স কত বছর
বর্তমান সময়ে প্যারামেডিকেল কোর্স করতে কত বছর লাগে এবং কোন কোর্সের মেয়াদ কতদিন এবং অন্যান্য কি কি ট্রেনিং করা লাগে তা সকল বিষয়গুলো এখানে পর্যায়ক্রমে আলোচনা করা হয়েছে। মূলত প্যারামেডিকেল কোর্স ১ বছর থেকে ৩ বছর এবং ৪ বছর মেয়াদী বিভিন্ন কোর্স করা যায়।
প্যারামেডিকেল কোন কোর্স কত বছর তার তালিকা তুলে ধরা হলো:
কোর্সের নাম | মেয়াদ |
---|---|
ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি | ২ বছর |
ডিপ্লোমা ইন নার্সিং | ৩ বছর |
ডিপ্লোমা ইন রেডিওলজি | ২ বছর |
ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি | ২ বছর |
ডিপ্লোমা ইন এক্স-রে টেকনোলজি | ২ বছর |
ডিপ্লোমা ইন ডেন্টাল হাইজিন | ২ বছর |
ডিপ্লোমা ইন অপথালমিক টেকনোলজি | ২ বছর |
ডিপ্লোমা ইন এমারজেন্সি মেডিকেল টেকনোলজি | ২ বছর |
ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল সায়েন্স | ২ বছর |
ডিপ্লোমা ইন টার্গেট মেডিকেল কেয়ার | ২ বছর |
ডিপ্লোমা ইন অ্যানাস্থেসিয়া টেকনোলজি | ২ বছর |
ডিপ্লোমা ইন হেলথ ইনফর্মেটিক্স | ২ বছর |
ডিপ্লোমা ইন অপারেটিং রুম টেকনোলজি | ২ বছর |
ডিপ্লোমা ইন প্যাথলজি টেকনোলজি | ২ বছর |
এক্ষেত্রে সরকারি এবং বেসরকারি গুলোতে কিন্তু আলাদা আলাদা ভাবে কোর্সের মেয়াদ থাকে তাই আপনি যেখান থেকে করবেন সেখানে কত বছর মেয়াদ আছে সেই বিষয়ে আগে থেকেই জেনে নেওয়া উচিত। এছাড়া প্রাইমারীক্যাল সংক্রান্ত আরো অন্যান্য সেবা এবং বিস্তারিত তথ্য গুলো জানতে হলে সরাসরি এই সমস্ত টেকনোলজিতে গিয়েও জেনে নিতে পারেন।
প্যারামেডিকেল কোর্স খরচ ২০২৫
প্যারামেডিকেল কোর্সের খরচ প্রতিষ্ঠান অনুযায়ী ভিন্ন ভিন্ন। মূলত দেশ এবং শহর অনুযায়ী প্যারামেডিকেল কোর্সের খরচের পার্থক্য থাকে। বাংলাদেশে প্যারামেডিকেল কোর্সের খরচ কত তা টেবিল তালিকার মাধ্যমে উল্লেখ করা হলো।
প্যারামেডিকেল কোন কোর্সে খরচ কত তার তালিকা:
কোর্সের নাম | খরচ (প্রতি বছর) |
---|---|
ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি | ২৫,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা |
ডিপ্লোমা ইন নার্সিং | ৩০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা |
ডিপ্লোমা ইন রেডিওলজি | ২৫,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা |
ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি | ২০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা |
ডিপ্লোমা ইন এক্স-রে টেকনোলজি | ২৫,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা |
ডিপ্লোমা ইন ডেন্টাল হাইজিন | ৩০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা |
ডিপ্লোমা ইন অপথালমিক টেকনোলজি | ২০,০০০ টাকা থেকে ৪৫,০০০ টাকা |
ডিপ্লোমা ইন এমারজেন্সি মেডিকেল টেকনোলজি | ৩০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা |
এক্ষেত্রে সরকারি এবং বেসরকারি প্যারামেডিকেলগুলোতে কিন্তু খরচের মাত্রা ভিন্ন ভিন্ন হতে পারে। এক্ষেত্রে কোন কোন প্রতিষ্ঠানে এককালীনভাবে নিয়ে নেই আবার কোন কোন প্রতিষ্ঠান নেই কিন্তু ৬ মাস পরপর অথবা এক বছর পর পর এই সমস্ত খরচের সম্পূর্ণ টাকা নেওয়া হয়ে থাকে।
১ বছর মেয়াদি প্যারামেডিকেল কোর্স
বর্তমানে কয়েকটি টেকনোলজিতে এক বছর মেয়াদী প্যারামেডিকেল কোর্স করা যাচ্ছে। এক্ষেত্রে কোন কোন কোর্সগুলো এক বছর মেয়াদী করা যাচ্ছে তার একটি তালিকা নিচে উল্লেখ করা হলো। মূলত এক বছর মেয়াদী কোর্স করার জন্য কত টাকা খরচ হয় এবং অন্যান্য সকল বিষয়গুলো পর্যায়ক্রমে দেখতে পাবেন।
১ বছর মেয়াদী প্যারামেডিকেল কোর্সের তালিকা:
কোর্সের নাম | মেয়াদ |
---|---|
ডিপ্লোমা ইন মেডিকেল এমারজেন্সি | ১ বছর |
ডিপ্লোমা ইন অপথালমিক টেকনোলজি | ১ বছর |
ডিপ্লোমা ইন এক্স-রে টেকনোলজি | ১ বছর |
ডিপ্লোমা ইন ডেন্টাল হাইজিন | ১ বছর |
ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি (কিছু প্রতিষ্ঠান) | ১ বছর |
ডিপ্লোমা ইন প্যাথলজি টেকনোলজি | ১ বছর |
এক বছর মেয়াদ এর এই কোর্সগুলো সম্পন্ন করে মেডিকেল টেকনোলজিগুলোতে কাজ করার সুযোগ করে নিতে পারবেন এছাড়াও ডাক্তারের সহায়ক হিসেবে বিভিন্ন মেডিকেল গুলোতে কাজ করার সুযোগ পাওয়া যায়। যে কোন ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্টরা এই এক বছর মেয়াদী প্যারামেডিকেল কোর্স করতে পারবে।
এক বছর মেয়াদের প্যারামেডিকেল কোর্সের খরচ ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। এক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু খরচের মাত্রা কিছুটা কম বেশি হতে পারে। তবে এক্ষেত্রে সময় কিন্তু এক বছরের লাগবে।
পলিটেকনিকে ভর্তি হওয়ার কি কি যোগ্যতা কোর্সের মেয়াদ
২ বছর মেয়াদি প্যারামেডিকেল কোর্স
বাংলাদেশের দুই বছর মেয়াদী প্যারামেডিকেল কোর্স করারও সুযোগ থাকছে এক্ষেত্রে বেশ কিছু টেকনোলজিতে দুই বছর মেয়াদী কোর্স চালু আছে। কোন কোর্সগুলো দুই বছর তার সম্পূর্ণ বিস্তারিতভাবে ধারণা দেওয়া হয়েছে।
২ বছর মেয়াদে প্যারামেডিকেল কোর্স তালিকা:
কোর্সের নাম | মেয়াদ |
---|---|
ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি | ২ বছর |
ডিপ্লোমা ইন নার্সিং | ২ বছর |
ডিপ্লোমা ইন রেডিওলজি | ২ বছর |
ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি | ২ বছর |
ডিপ্লোমা ইন এক্স-রে টেকনোলজি | ২ বছর |
ডিপ্লোমা ইন ডেন্টাল হাইজিন | ২ বছর |
ডিপ্লোমা ইন অপথালমিক টেকনোলজি | ২ বছর |
ডিপ্লোমা ইন এমারজেন্সি মেডিকেল টেকনোলজি | ২ বছর |
ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল সায়েন্স | ২ বছর |
ডিপ্লোমা ইন টার্গেট মেডিকেল কেয়ার | ২ বছর |
ডিপ্লোমা ইন অ্যানাস্থেসিয়া টেকনোলজি | ২ বছর |
ডিপ্লোমা ইন হেলথ ইনফর্মেটিক্স | ২ বছর |
ডিপ্লোমা ইন অপারেটিং রুম টেকনোলজি | ২ বছর |
ডিপ্লোমা ইন প্যাথলজি টেকনোলজি | ২ বছর |
গুলো দুই বছর মেয়াদ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে এই কোর্সগুলো করার সুযোগ থাকছে। দুই বছর মেয়াদের প্যারামেডিকেল এই কোর্সগুলো করার পরে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল সেক্টরে এবং বিভিন্ন ডাক্তারের সহায়ক হিসেবে কাজ করতে পারবেন।
প্যারামেডিকেল কোর্স কি
প্যারামেডিকেল কোর্স এক ধরনের কোর্স যেগুলো মেডিকেল সেক্টরের কাজের জন্য এবং ডাক্তারদের সহায়ক হিসেবে কাজের একটি অংশ। এক বছর থেকে চার বছর মেয়াদী প্যারামেডিকেল কোর্স করা যায়। এক্ষেত্রে বেশ কিছু প্যারামেডিকেল কোর্স রয়েছে তার একটি তালিকা উপরে তুলে ধরা হয়েছে। প্যারামেডিকেল কোর্সের মাধ্যমে টেকনোলজি, চিকিৎসা সহায়ক, রোগ নির্ণয়, চিকিৎসা সেবা, ফিজিওথেরাপি, নার্সিং, প্যাথলজি এই বিষয়গুলোতে দক্ষতা অর্জন করা যায়।
এই কোর্সগুলো সাধারণত ডাক্তার নার্স বা ফিজিওথেরাপিস্ট বা ল্যাব টেকনোলজি এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য এগুলো প্রশিক্ষণ দেওয়া হয়। এই পেশাগুলির মধ্যে কাজ করার জন্য প্যারামেডিকেল কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রাশিয়ান সুন্দরী মেয়েদের পিকচার
সরকারি প্যারামেডিকেল কোর্স
সরকারি প্যারামেডিকেল কোর্সগুলো সাধারণত সরকারি কলেজ এবং সরকারি বা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। সরকারি প্যারামেডিকেল কোর্স করার জন্য অবশ্যই যোগ্যতা এবং পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হতে হয়। বাংলাদেশ সরকারি প্যারামেডিকেল কোর্সের মধ্যে বেশ কিছু জনপ্রিয় কোর্স রয়েছে। এ কোর্সগুলো মূলত এক বছর থেকে তিন বছর মেয়াদী হয়ে থাকে। প্যারা মেডিকেল কোর্সগুলো সম্পন্ন করার পরে বাংলাদেশের মেডিকেল সেক্টর এবং ডাক্তারের সহায়ক হিসেবে কাজ করতে পারবেন।
প্যারামেডিকেল শর্ট কোর্স ২০২৫
তিন থেকে ছয় মাস মেয়াদী প্যারামেডিকেল শর্ট কোর্স চালু আছে। এক্ষেত্রে বাংলাদেশের বেশ কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে এই কোর্সগুলো করে মেডিকেল এবং ডাক্তারদের সহায়ক হিসেবে কাজ করার সুযোগ পাওয়া যায়।
প্যারামেডিকেল শর্ট কোর্স তালিকা তুলে ধরা হলো:
কোর্সের নাম | মেয়াদ |
---|---|
ডিপ্লোমা ইন ফার্স্ট এইড ও সিপিআর (CPR) | ৩-৬ মাস |
ডিপ্লোমা ইন অ্যাম্বুলেন্স ড্রাইভিং এবং মেডিকেল এমারজেন্সি | ৩-৬ মাস |
ডিপ্লোমা ইন প্যাথলজি টেকনোলজি (শর্ট কোর্স) | ৬ মাস |
ডিপ্লোমা ইন এক্স-রে টেকনোলজি (শর্ট কোর্স) | ৩-৬ মাস |
ডিপ্লোমা ইন অপথালমিক টেকনোলজি | ৬ মাস |
ডিপ্লোমা ইন নার্সিং এডমিনিস্ট্রেশন | ৩-৬ মাস |
ডিপ্লোমা ইন ডেন্টাল হাইজিন | ৩-৬ মাস |
ডিপ্লোমা ইন মেডিকেল রেকর্ডস ম্যানেজমেন্ট | ৩-৬ মাস |
ডিপ্লোমা ইন হেলথ ইনফর্মেটিক্স | ৩-৬ মাস |
উপরের তালিকা অনুযায়ী প্যারামেডিকেল শর্ট কোর্স করে আপনারা বিভিন্ন মেডিকেল সেক্টরে অথবা ডাক্তারের সহক হিসেবে কাজ করতে পারবেন এছাড়াও আরো তিন বছর মেয়াদী পর্যন্ত কোর্স করার সুযোগ থাকে।
একটি মন্তব্য পোস্ট করুন