ছোট পরিসরে ব্যবসা করার জন্য অথবা প্রফেশনাল কাজের জন্য ডিজিটাল প্রিন্টিং মেশিন এর দাম এবং টি শার্ট ডিজাইন মেশিনের দাম সহ বিস্তারিতভাবে এখানে উল্লেখ করা হয়েছে। মূলত বর্তমানে বাংলাদেশের বাজারে ডিজিটাল প্রিন্টিং মেশিন এর দাম কত টাকা যাচ্ছে এবং কোন মডেল গুলো সব থেকে ভালো তার একটি সম্পূর্ণ গাইডলাইন তুলে ধরেছে।
মূলত ডিজিটাল প্রিন্টিং মেশিন এর দাম কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে এক্ষেত্রে মেশিনের কোয়ালিটি এবং মেশিনের সার্ভিস ক্ষমতা সহ আরো অন্যান্য বিষয় থাকে। তাই পর্যায়ক্রমে আমরা ডিজিটাল প্রিন্টিং মেশিন, টি শার্ট ডিজাইন মেশিন, এবং আরো অন্যান্য বেশ কিছু মেশিনের মডেল এবং দাম এবং কেনার গাইড সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেছি। পর্যায়ক্রমে দেখতে থাকুন
ডিজিটাল প্রিন্টিং মেশিনের দাম কত
ডিজিটাল প্রিন্টিং মেশিনের দাম মডেল এবং মেশিনের ক্ষমতা এবং অন্যান্য উন্নত প্রযুক্তি অনুযায়ী দাম নির্ভর করে। বর্তমানে বাংলাদেশে ডিজিটাল প্রিন্টিং মেশিনের দাম ১,৫০,০০০ টাকা থেকে ১২,০০,০০০ টাকার মধ্যে ভালো মানের ডিজিটাল প্রিন্টিং মেশিন কিনতে পাওয়া যায়।
বর্তমানে বেশ কিছু ভালো ব্র্যান্ড রয়েছে যেগুলো দীর্ঘদিন পর্যন্ত সার্ভিস দিতে পারে এবং ভালো মানের প্রিন্টিং সার্ভিস পাওয়া যায়। তাই আপনি যদি একটু ভালো দামের মধ্যে মেশিন গুলো কিনতে চান তাহলে আমাদের দেওয়া নিচের গাইডলাইন অনুযায়ী কিনলে ভালো মেশিন কিনতে পারবেন আশা করা যায়।
প্রিন্টিং কোন মেশিনগুলোর দাম বেশি:
ব্র্যান্ড: HP, Epson, Canon, Brother-এই ব্যান্ডের মেশিন গুলোর দাম বেশি এবং সার্ভিস কোয়ালিটি খুব ভালো।
ক্ষমতা: প্রিন্টিং এই মেশিনগুলো রেজুলেশন এবং প্রিন্ট স্পিড অন্যান্য মেশিনের তুলনায় অনেক ভালো তাই দাম বেশি।
ফিচার: UV, লেজার প্রিন্টিং, ইনজেক্ট হওয়ার কারণে এই মেশিনগুলো ভিন্ন দামে বিক্রি হয়।
আকার: A4,A3 লার্জ সাইজের ফরম্যাট মেশিনের মধ্যে ভিন্ন ভিন্ন হয়।
কোথায় পাওয়া যায়:
মেশিন কিনার বাজেট অনুযায়ী সঠিক ব্যাচেন টি বেছে নিতে হবে। এই মেশিন গুলো সব থেকে বেশি পরিমাণ ঢাকা কম্পিউটার সিটি সেন্টারে বিক্রি হয়ে থাকে। এছাড়াও চাইলে স্টারটেক অথবা অনলাইন মার্কেটপ্লেসে অনেক ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও আপনারা খোঁজ নিতে পারেন অথবা সরাসরি এ আউটলেটে গিয়েও দেখতে পারেন।
জাল টাকা কিভাবে ছাপায়: গোপন কৌশল এবং প্রতিরোধের উপায়
ডিজিটাল প্রিন্ট মেশিনের মডেল ও দাম
ডিজিটাল প্রিন্ট মেশিনের মডেল অনুযায়ী দামের তালিকা তুলে ধরা হলো:
মডেল | ব্র্যান্ড | দাম |
---|---|---|
HP DesignJet T650 | HP | ২,৫০,০০০ |
Canon imagePROGRAF TA-20 | Canon | ১,৮০,০০০ |
Epson SureColor P700 | Epson | ১,২০,০০০ |
Konica Minolta bizhub C258 | Konica Minolta | ৬,৫০,০০০ |
Brother HL-L8360CDW | Brother | ৮৫,০০০ |
Roland VersaSTUDIO BN-20 | Roland | ৮,০০,০০০ |
Ricoh Pro C7100X | Ricoh | ৯,০০,০০০ |
Xerox AltaLink C8030 | Xerox | ৫,৭৫,০০০ |
Epson EcoTank L15150 | Epson | ৭৫,০০০ |
HP Indigo 7K Digital Press | HP | ১০,০০,০০০+ |
ডিজিটাল প্রিন্ট মেশিনের মডেল ব্র্যান্ড এবং দাম ওপরের তালিকাতে উল্লেখ করা হলো, আপনার বাজেট অনুযায়ী এখানে বিভিন্ন মডেলের মেশিন গুলো উল্লেখ করা হয়েছে এই বাজেটের মধ্যে আপনারা অনলাইন মার্কেটপ্লেসে অথবা সরাসরি বাংলাদেশের ঢাকা কম্পিউটার সিটি সেন্টার থেকেও কিনতে পারবেন অথবা বাংলাদেশের আরো অন্যান্য মার্কেটপ্লেস আছে সেখান থেকেও কেনা যায়।
সরকারিভাবে ইতালিতে নিয়োগ প্রক্রিয়া আবেদন করুন নিজেই
টি শার্ট প্রিন্টিং মেশিন বাংলাদেশ দাম
টি শার্ট প্রিন্টিং মেশিনের মডেল এবং মেশিনের ক্ষমতা অনুযায়ী দাম নির্ভর করে। সাধারণ মানের টি শার্ট প্রিন্টিং মেশিন গুলোর দাম অনেকটাই সস্তা এক্ষেত্রে ৫০ হাজার টাকার মধ্যেই পাওয়া যায়। কম দামের মধ্যে ভালো মানের টি শার্ট প্রিন্টিং এর Epson L1800, অনেক ভালো এবং ছোট পরিসরে ব্যবসা করার জন্য উপযুক্ত।
এর থেকে যদি ভালো মানের টি শার্ট প্রিন্টিং মেশিন নিতে চান সে ক্ষেত্রে দাম পড়বে প্রায়ই ৭ লক্ষ ৫০ হাজার টাকা থেকে প্রায় ১২ লক্ষ টাকা পর্যন্ত। এই দামের মধ্যে টি শার্ট প্রিন্টিং এর Brother GT-381 এবং Ricoh Ri 1000 এই মেশিনগুলো খুবই ভালো। এই মডেলের মেশিনগুলো বড় আকারে প্রিন্টিং করতে পারে এবং মেশিনের কার্যক্ষমতা অনেকটাই বেশি।
এর থেকে আরো বেশি দামের যদি নিতে চান তাহলে ১৫ লক্ষ টাকা থেকে প্রায় ৩০ লক্ষ টাকার মধ্যে আরও বড় ভালো মানের টি শার্ট প্রিন্টিং এর মেশিন নিতে পারেন। সে ক্ষেত্রে, Mimaki Tx300P-1800 এবং Kornit Breeze মডেলের মেশিনগুলোর দাম বেশি এবং উচ্চমানের প্রিন্টিং সার্ভিস দিতে পারে। টি শার্ট প্রিন্টিং এর আরো ভালো মানের যদি মেশিন নিতে চান তাহলে অবশ্যই এগুলো হবে আপনার ব্যবসা অনুযায়ী খুবই ভালো মানের টি শার্ট প্রিন্টিং এর মেশিন।
টি শার্ট প্রিন্টিং মেশিনের মডেল ও দাম
টি শার্ট প্রিন্ট মেশিন এর মডেল অনুযায়ী দামের তালিকা তুলে ধরা হলো:
মডেল | ব্র্যান্ড | দাম |
---|---|---|
Epson SureColor F570 | Epson | ১,২০,০০০ |
Brother GT-381 | Brother | ৭,৫০,০০০ |
Ricoh Ri 1000 | Ricoh | ১২,০০,০০০ |
Mimaki Tx300P-1800 | Mimaki | ১৫,০০,০০০ |
Roland VersaStudio BN-20 | Roland | ৮,০০,০০০ |
DTG G4 Printer | DTG | ৫,০০,০০০ |
Epson L1800 | Epson | ৫০,০০০ |
Anajet Sprint | Anajet | ১৩,০০,০০০ |
Kornit Breeze | Kornit | ২৫,০০,০০০ |
Samsung Xpress SL-M2070FW | Samsung | ২০,০০০ |
২০ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন দামের টি শার্ট প্রিন্টিং এর মেশিন বাজারে কিনতে পাওয়া যায়। এক্ষেত্রে আপনার বাজেট অনুযায়ী এবং ব্র্যান্ড অনুযায়ী এই সমস্ত টি শার্ট প্রিন্টিং এর মেশিনগুলো নিতে পারেন এক্ষেত্রে মেশিনের ওয়ারেন্টি সহ আরো অন্যান্য সুযোগ-সুবিধা বিস্তারিত জানতে হলে ব্র্যান্ডের ওয়েবসাইটে বিস্তারিতভাবে তথ্যগুলো দেওয়া থাকে।
ইসলামী ব্যাংক থেকে গাড়ির জন্য লোন নেওয়ার উপায়
পোস্টার ছাপানোর মেশিনের দাম কত?
পোস্টার ছাপানোর মেশিনের দাম মূলত ব্র্যান্ড এবং মেশিনের ক্ষমতা অনুযায়ী ভিন্ন। পোস্টার প্রিন্টিং এর জন্য যে মেশিন গুলো আছে সেগুলো বড় আকারের এবং উচ্চমানের প্রিন্টিং দেওয়ার ক্ষমতা রাখে। তাই এই মেশিনগুলোর সক্ষমতা বেশি হওয়ার কারণে তুলনামূলকভাবে অনেকটাই দাম বেশি হয়। যদি বড় আকারে পোস্টার ডিজাইনের ব্যবসা করতে চান তাহলে অবশ্যই ভালো মানের পোস্টার ডিজাইন মেশিন নেওয়া উচিত।
পোস্টার ডিজাইনার মেশিনের মডেল এবং ক্ষমতাও অনুযায়ী দাম ভিন্ন ভিন্ন হয়। সস্তা মনের পোস্টার ডিজাইন মেশিনের দাম ১,০০,০০০ টাকার আশেপাশে। তবে যদি প্রফেশনাল মানের এবং বিজনেস করার উদ্দেশ্যে বেশি দামের পোস্টার ডিজাইনের মেশিন নিতে চান তাহলে দাম পড়বে ২০,০০,০০০ টাকার উপরে।
নিচে আমরা কয়েকটি পোস্টার ডিজাইনের মেশিনের মডেল এবং দাম উল্লেখ করেছে এখান থেকে আপনাদের বাজেট অনুযায়ী এই মডেল গুলোর মেশিন নিতে পারেন:
পোস্টার ছাপানোর মেশিনের দাম
পোস্টার ছাপানোর মেশিনের মডেল ও দামের তালিকা তুলে ধরা হলো:
মডেল | ব্র্যান্ড | দাম |
---|---|---|
Epson SureColor T3170 | Epson | ১,০০,০০০ |
Canon imagePROGRAF PRO-1000 | Canon | ১,৩০,০০০ |
HP DesignJet Z6 24-in Printer | HP | ৪,০০,০০০ |
Roland VersaCAMM SP-i 540V | Roland | ১৫,০০,০০০ |
Mimaki JV300-160 | Mimaki | ২০,০০,০০০ |
Xerox Versant 180 Press | Xerox | ২০,০০,০০০ |
Ricoh Pro L4160 | Ricoh | ১৮,০০,০০০ |
Mutoh ValueJet 1624X | Mutoh | ১২,০০,০০০ |
Epson SureColor P8000 | Epson | ১৫,০০,০০০ |
Canon imagePROGRAF PRO-4000 | Canon | ২৫,০০,০০০ |
বর্তমান সময়ের মধ্যে সবথেকে ভালো মানের পোস্টার ডিজাইনার মেশিন মডেল অনুযায়ী এবং ব্র্যান্ড অনুযায়ী দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই এখানে বেশ কিছু ভালো কোম্পানির পোস্টার ছাপানোর মেশিনের মডেল অনুযায়ী দাম উল্লেখ করেছে।
অনলাইনে কিভাবে জুয়া খেলে এই নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরেছি
প্রিন্টিং মেশিনের মডেল এবং দাম
প্রিন্টিং মেশিনের মডেল এবং দামের তালিকা তুলে ধরা হলো:
মেশিনের ধরন | মডেল | দাম |
---|---|---|
ডিজিটাল প্রিন্টিং মেশিন | Epson SureColor F570 | ১,২০,০০০ |
টি শার্ট প্রিন্টিং মেশিন | Brother GT-381 | ৭,৫০,০০০ |
পোস্টার প্রিন্ট মেশিন | Canon imagePROGRAF PRO-4100 | ৪,০০,০০০ |
গেঞ্জি প্রিন্ট মেশিন | Mimaki Tx300P-1800 | ১৫,০০,০০০ |
হিট প্রেস মেশিন | 8-in-1 Multifunction | ৩০,০০০ |
কাপড় প্রিন্ট মেশিন | Kornit Avalanche HD6 | ২৫,০০,০০০ |
স্ক্রিন প্রিন্ট মেশিন | Rotary Screen (6 Color) | ১,২০,০০০ |
প্রিন্ট মেশিন | Epson EcoTank L805 | ৫০,০০০ |
অফসেট প্রেস মেশিন | Heidelberg GTO 52 | ২৫,০০,০০০ |
২৫ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন মডেলের প্রিন্টিং মেশিনের দাম তালিকার মধ্যে তুলে ধরা হয়েছে। বিজনেস করার জন্য এই মেশিনগুলো খুবই ভালো এখানে দুই মডেল গুলো উল্লেখ করা হয়েছে সেগুলো বাজারে চলমান এবং আপডেট মডেলের মেশিন।
গেঞ্জি প্রিন্ট মেশিন দাম
গেঞ্জি প্রিন্ট করার মেশিনের দাম মূলত ব্র্যান্ড এবং উন্নত প্রযুক্তির উপর নির্ভর করে। বর্তমানে গেঞ্জি প্রিন্ট করার মেশিনের দাম ৫০,০০০ টাকা থেকে শুরু ৩০,০০,০০০ টাকার মধ্যে হয়ে থাকে। ছোট ভাবে গেঞ্জি প্রিন্ট বা টি শার্ট ডিজাইন এর ব্যবসা করার জন্য ৫০০০০ টাকার মধ্যে Epson L1800 মডেলের মেশিন গুলো নিতে পারেন এতে করে সাশ্রয়ী এবং ব্যবহার উপযোগী।
গেঞ্জি প্রিন্ট করার মেশিন ৫,০০,০০০ থেকে ৮,০০,০০০ টাকার মধ্যে DTG G4 Printer এবং Roland VersaStudio BN-20 এর মতো মডেলগুলো নিতে পারেন। এই মেশিনগুলো মাঝারি সাইজের খুবই সাশ্রয়ী এবং সহজে ব্যবহার উপযোগী।
এর থেকেও আরও যদি বড় কাজের জন্য বা প্রফেশনাল কাজের জন্য নিতে চান সেক্ষেত্রে Tx300P-1800, Kornit Breeze, এবং Anajet Sprint এর মতো মডেলগুলো ১৫,০০,০০০ থেকে ২৫,০০,০০০ টাকার মধ্যে পাওয়া যায়। এই মডেলের গেঞ্জি প্রিন্ট করার মেশিনের দাম অন্যান্য মেশিনের তুলনায় বেশি।
হিট প্রেস মেশিনের দাম
হিট প্রেস মেশিন এর দাম ব্র্যান্ড এবং মডেল আকার অনুযায়ী ভিন্ন ভিন্ন। এটি টি শার্ট, কাপ, প্লেট, বোতল, আরো অন্যান্য পণ্যগুলো প্রিন্ট করার জন্যই মূলত ব্যবহার হয়। বাংলাদেশের হিট প্রেস মেশিনের দাম ১০,০০০ টাকা থেকে শুরু করে এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে ভালো মানের হিট প্রেস মেশিন পাওয়া যায়।
বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে যেগুলোর দাম অন্যান্য মেশিনের তুলনা একটু বেশি হয় এক্ষেত্রে যাচাই-বাছাই করে বাজার থেকে আপনারা দেখে হেড প্রেস মেশিন নিতে পারেন এক্ষেত্রে সরাসরি স্টার্টিং অথবা কম্পিউটার সিটি ঢাকা থেকে কিনতে পারবেন।
কাপড় প্রিন্টিং মেশিনের দাম
কাপড় প্রিন্টিং মেশিনের দাম উন্নত মানের প্রযুক্তি এবং মডেল, ব্র্যান্ড অনুযায়ী নির্ভর করে। এক্ষেত্রে বাংলাদেশে এখন কাপড় প্রিন্টিং মেশিনের দাম ৫০ হাজার টাকা থেকে শুরু করে ৩০,০০,০০০ টাকার বেশি পর্যন্ত হয়ে থাকে। ছোট ভাবে যদি কাপড় প্রিন্টিং এর ব্যবসা করতে চান তাহলে এই Epson L1800 Direct-to-Garment Printer মডেলের মেশিনগুলো নিতে পারেন এক্ষেত্রে দাম পড়বে ৫০ হাজার টাকা।
স্ক্রিন প্রিন্ট মেশিনের দাম
সাধারণ মানের স্কিন প্রিন্ট মেশিনের দাম ১৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা। Manual Screen Printing Machine কালার অনুযায়ী এই মডেল মেশিনের দাম ২৫ হাজার টাকা। পোস্টার অথবা পণ্য প্রিন্ট করার জন্য এই মেশিন গুলো খুবই কার্যকরী। সাধারণ স্কিন প্রিন্ট মেশিন ব্যবহৃত হয় টি শার্ট, মগ, কাপ, প্লেট সহ আরো অন্যান্য অন্য।
প্রিন্ট মেশিনের দাম কত
প্রিন্ট মেশিনের দাম মূলত নির্ভর করে আপনি কি ধরনের প্রিন্ট মেশিন নিচ্ছেন এক্ষেত্রে স্কিন প্রিন্ট মেশিনের দাম ১৫০০০ টাকা থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া যদি টি-শার্ট বা গেঞ্জি প্রিন্ট করার জন্য মেশিন নিতে চান সেক্ষেত্রের দাম পড়বে ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা বা এর থেকেও বেশি।
মূলত আপনি কি ধরনের প্রিন্ট মেশিন নিচ্ছেন তার উপর নির্ভর করবে। এগুলো সাধারণত ব্র্যান্ড অনুযায়ী বিভিন্ন দামে বিক্রি হয়ে থাকে এবং মেশিনের উন্নত প্রযুক্তি এবং মেশিনের ক্ষমতা অনুযায়ী মূলত দাম নির্ভর করে এক্ষেত্রে আপনি যদি ভালো বড় বিজনেস করার জন্য নিতে চান সেক্ষেত্রে কিন্তু আরো বেশি দামের নিতে পারেন।
অফসেট প্রেস মেশিনের দাম
অফসেট প্রেস মেশিনের দাম মেশিনের ক্ষমতা এবং ব্র্যান্ডের উপর নির্ভর করে। অফসেট প্রেস মেশিন যদি বড় কোন প্রিন্টিং কাজের জন্য দাম পড়বে ৫,০০,০০০ টাকা থেকে শুরু করে ৫০,০০,০০০ টাকার মধ্যে। Single Color Offset Printing Machine এই মডেলটির দাম: ৫,০০,০০০ থেকে ৮,০০,০০০ টাকা।
এখন আপনার বাজেট অনুযায়ী ভালো কোন কোম্পানির মেশিন যদি নিতে চান তাহলে এর থেকে বেশি দামেরও কিনতে পারবেন এক্ষেত্রে উন্নত প্রযুক্তি এবং মেশিনের ক্ষমতা ভালো এই মেশিনগুলো নেওয়া উচিত তবে বিজনেস যদি ছোট পরিসরে শুরু করে থাকেন তাহলে কম দামের মধ্যে নিলেই ভালো হয়।
বিক্রয় ডট কম ডিজিটাল ব্যানার প্রিন্ট মেশিন বাংলাদেশ
Bikroy.com থেকে যদি ডিজিটাল ব্যানার প্রিন্ট মেশিন কিনতে চান সে পুরাতন মডেল কিনতে পারবেন অথবা নতুন মডেলও কিনতে পারবেন। তবে এই সমস্ত মেশিনগুলো কেনার আগে আপনাদেরকে সশরীরে গিয়ে মেশিন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া উচিত। মেশিনটি কতদিন ব্যবহার হয়েছে এবং মেশিনের কাগজপত্র আছে কিনা তা দেখে শুনে তার পরেই bikroy.com থেকে কেনা উচিত।
ডিজিটাল প্রিন্ট মেশিনের কোন মডেল গুলোর কত দাম এবং হিট প্রেস অথবা অন্যান্য মেশিনের দাম কত তার সম্পর্কে বিস্তারিতভাবে উপরে আমরা টেবিল আকারে তথ্যগুলো তুলে ধরে সেটাই আপনার প্রয়োজনীয় মেশিনটি নিলে অবশ্যই দাম গুলো দেখে যাচাই-বাছাই করে নিবেন।
রাশিয়ান সুন্দরী মেয়ে: কেন তারা সকলের নজর কাড়ে?
একটি মন্তব্য পোস্ট করুন