বর্তমান সময়ে যারা রাশিয়া কাজের ভিসা নিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের সম্পূর্ণ এই গাইড লাইন মূলত আপনি এখানে জানতে পারবেন রাশিয়া কাজের ভিসা কিভাবে পাবেন এবং রাশিয়া কাজের ভিসায় যেতে কত টাকা খরচ হয় এবং রাশিয়া কাজের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে সকল বিষয়গুলো এখানে পর্যায়ক্রমে আমরা ধাপে ধাপে আলোচনা করেছি।
রাজশাহী কাজের সুযোগ নিয়ে দিন দিন মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। বিশেষ করে ২০২৫ সালে অর্থনীতি এবং শিল্প খাতে ব্যাপক উন্নতি হয়েছে রাশিয়ার এক্ষেত্রে তাদের কর্মী চাহিদা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এজন্য রাশিয়া কাজের ভিসা পেতে সঠিক গাইডলাইন এবং আবেদন প্রক্রিয়া সহ আবেদনের খরচ এবং প্রয়োজনীয় আরো কি কি কাগজপত্র থাকা লাগে তার সকল বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে এখানে আমরা তুলে ধরবো। সে সাথে রাশিয়ায় কাজের নিয়োগ এবং সরকারিভাবে যাওয়া যায় কিনা সেটাও দেখে নিন।
রাশিয়া কাজের ভিসা ২০২৫
২০২৫ সালে রাশিয়ায় কাজের ভিসার চাহিদা আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশটির শিল্প খাতে দক্ষ কর্মীদের অভাব পড়ানোর জন্যই বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশগুলো থেকে কর্মী নিচ্ছে রাশিয়া সরকার। রাশিয়া কাজের ভিসা পেতে হলে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে যা মূলত আপনার কাজের দক্ষতা কোম্পানির অনুমোদন প্রয়োজন পড়ে।
২০২৫ সালের রাশিয়া কাজের ভিসা আবেদন করার জন্য পাসপোর্ট, ভিসার আবেদন ফরম, কর্মসংস্থান বা কাজের উপর দক্ষতার প্রমাণ, স্বাস্থ্য বীমা এবং অন্যান্য কাগজপত্র জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে হয়। এক্ষেত্রে রাশিয়া কাজের ভিসা খরচ মূলত নির্ভর করে আপনি কি ধরনের ভিসা নিয়ে যাচ্ছেন তার ওপর এবং সেই সাথে কত বছর সেখানে কাজ করবেন সেই অনুযায়ী মূলত ভিসা খরচ নির্ধারিত হয়। কাজের বেতন এবং অন্যান্য তথ্যগুলো বিস্তারিতভাবে নিচে পর্যায়ক্রমে দেওয়া হল সেটা দেখে নিন।
বোয়েসেলের মাধ্যমে ফিজিতে উচ্চ বেতনের চাকরির সুযোগ
রাশিয়া যেতে কত টাকা লাগে
রাশিয়া যেতে কত টাকা লাগে সেটা মূলত নির্ভর করে ভ্রমণের উদ্দেশ্যের উপর। এক্ষেত্রে আপনি যদি কাজের ভিসা নিয়ে যেতে চান তাহলে একরকম খরচ পড়বে অথবা স্টুডেন্ট ভিসা অথবা টুরিস্ট ভিসা নিয়ে যেতে হলে আরেকরকম খরচ পড়বে। সাধারণত কাজের ভিসা নিয়ে যেতে হলে খরচ পরে ৩ লক্ষ ৫০ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত।
রাশিয়া যেতে কত টাকা লাগে তার তালিকা:
ব্যয়ের ধরণ | খরচ (টাকা) | বিস্তারিত |
---|---|---|
ভিসা ফি | ৫,০০০ - ১০,০০০ | ভিসার ধরন ও মেয়াদের উপর নির্ভরশীল। |
বিমানের টিকিট | ৪০,০০০ - ৮০,০০০ | সময় ও এয়ারলাইন অনুযায়ী ভিন্ন হতে পারে। |
স্বাস্থ্য বিমা | ৫,০০০ - ১৫,০০০ | রাশিয়ায় ভ্রমণের জন্য বাধ্যতামূলক। |
অন্যান্য খরচ | ১০,০০০ - ৩০,০০০ | নথি প্রস্তুত, দালালি ফি, এজেন্সির ফি ইত্যাদি। |
মোট আনুমানিক খরচ | ৮০,০০০ - ১,৫০,০০০ | ব্যক্তিগত চাহিদা ও পছন্দ অনুযায়ী পরিবর্তনশীল। |
রাশিয়া কাজের ভিসা বা অন্যান্য যেকোনো ধরনের ভিসা করতে হলে এই খরচ গুলো অবশ্যই লাগবে। তবে আপনি যেকোনো এজেন্সির মাধ্যমে যাবেন না কেন সেই এজেন্সিতে এই খরচ গুলো পরিবর্তন হয়ে থাকে তাই অবশ্যই অন্যান্য এজেন্সি সহ লক্ষ্য করে দেখুন।
অথবা আপনি সরকারিভাবে যদি যেতে চান তাহলে কিন্তু খরচ ২ লক্ষ ৫০ হাজার টাকার মত লাগে। এছাড়াও আরো অন্যান্য উপায়ে কিন্তু রাশিয়াতে কাজের ভিসা নিয়ে বা অন্যান্যভাবে যাওয়া যায়। সাধারণত স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে হলে সেখানে যদি আপনি স্কলারশিপ পেয়ে যান তাহলে খরচ একেবারে কম পড়বে আর যদি স্কলারশিপ না পান তাহলে মিনিমাম ৮ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত খরচ পড়ে।
রাশিয়ান সুন্দরী মেয়ে: কেন তারা সকলের নজর কাড়ে?
রাশিয়া কাজের ভিসা আবেদন ২০২৫
রাশিয়া কাজের ভিসা আবেদন করতে হলে প্রয়োজনীয় কিছু ধাপ অনুসরণ করা লাগে। রাশিয়া একটি নির্দিষ্ট মেয়াদে কাজের ভিসা পেতে হলে অবশ্যই যে কোন একটি কোম্পানির জবের অফার পাওয়া লাগবে। এক্ষেত্রে বাংলাদেশী যে সমস্ত এজেন্সি আছে তাদের মাধ্যমে করলে তারা এই কাজটি খুব সহজে করে দিতে পারে। অথবা নিজে যদি করতে চান কিভাবে করবেন তার তালিকা তুলে ধরা হলো।
রাশিয়া কাজের ভিসা আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
ধাপ নম্বর | প্রক্রিয়া |
---|---|
ধাপ: ১ | চাকরির প্রস্তাব (Job Offer) সংগ্রহ। রাশিয়ার কোনো কোম্পানি থেকে আমন্ত্রণপত্র নিন। |
ধাপ ২ | কাজের অনুমতিপত্র (Work Permit) সংগ্রহ করুন। রাশিয়ার মাইগ্রেশন সার্ভিসের মাধ্যমে কোম্পানি এটি প্রস্তুত করবে। |
ধাপ ৩ | প্রয়োজনীয় নথি প্রস্তুত করুন (পাসপোর্ট, ছবি, স্বাস্থ্য বিমা, ভিসা ফর্ম, আমন্ত্রণপত্র)। |
ধাপ ৪ | ভিসা ফি জমা দিন এবং ভিসা আবেদন জমা দিন। |
ধাপ ৫ | ভিসা অনুমোদনের জন্য অপেক্ষা করুন (১৫-২০ কার্যদিবস)। |
ধাপ ৬ | রাশিয়ায় ভ্রমণের জন্য প্রস্তুতি নিন। বিমানের টিকিট এবং থাকার ব্যবস্থা নিশ্চিত করুন। |
এছাড়া আপনি কাজের ভিসা অথবা স্টুডেন্ট ভিসা করার জন্য কিন্তু আলাদা আলাদা নিয়ম রয়েছে ক্ষেত্রে আপনি যে এজেন্সিগুলোর মাধ্যমে যাবেন। সেই এজেন্সি আপনার প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ে তারা নির্দিষ্ট একটি আবেদন ফরমের মাধ্যমে প্রক্রিয়াগুলো সম্পন্ন করে দেয় এক্ষেত্রে শুধুমাত্র আপনার তথ্যগুলো নিয়ে গেলেই হবে পর্যায়ক্রমে তারাই সব ধাপ অনুসরণ করে রাশিয়া কাজের ভিসার আবেদন সম্পন্ন করে দেবে।
বোয়েসেল রাশিয়া নিয়োগ ২০২৫
বোয়েসেল রাশিয়া নিয়োগ ২০২৫ প্রকাশিত হয়েছে এর উত্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে চাচ্ছেন তারা, বুয়েসেল রাশিয়া নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য তালিকার মাধ্যমে তুলে ধরা হলো, এই অনুযায়ী আপনারা রাশিয়ার নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন:
বোয়েসেল রাশিয়া নিয়োগ বিজ্ঞপ্তি তালিকা:
নিয়োগের ধরন | বিবরণ |
---|---|
পদবি | IT সাপোর্ট বিশেষজ্ঞ |
কোম্পানি | বোয়েসেল রাশিয়া |
অবস্থান | মস্কো, রাশিয়া |
বেতন | মাসিক ৭০,০০০ রুবল |
বয়স সীমা | ২৫-৪৫ বছর |
লিঙ্গ | ছেলে/মেয়ে উভয় আবেদন করতে পারবে |
আবেদন পদ্ধতি | বোয়েসেল রাশিয়া নিয়োগ পোর্টাল |
ভিসা সহায়তা | সরকারিভাবে নির্বাচিত প্রার্থীদের কে সহায়তা প্রদান করে |
রাশিয়ার নিয়োগ বিজ্ঞপ্তি 2025 আবেদন করতে হলে অবশ্যই বয়স সীমা ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে এবং কাজের উপর দক্ষতা সহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞ হতে হবে। পর্যায়ক্রমে আমরা অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য গুলো দেখে নেয়া যাক তাহলে।
রাশিয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
পদের নাম: ইলেকট্রিক পণ্য মেরামত
কোম্পানি: রাশিয়া টেকনোলজি
অবস্থান: রাশিয়া, মস্কো
চাকরির ধরন: চার বছর
যোগ্যতা: ইলেকট্রিক মেকানিক
বেতন: ৭৫ হাজার টাকা
বয়স: ২৫ থেকে ৪৫
আবেদন পদ্ধতি: বোয়েসেল নিয়োগ অনুযায়ী
উত্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে অবশ্যই ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে এক্ষেত্রে বুয়েসেলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী রাশিয়ার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সেই নিয়োগে আবেদন সম্পন্ন করুন।
সৌদি আরবে কাজের খবর এবং ভিসার খবর
রাশিয়ার কাজের বেতন কত?
রাশিয়ায় একজন কর্মীর কাজের বেতন ৭৫ হাজার টাকা থেকে শুরু করে ২ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত। রাশিয়াতে কাজের বেতন মূলত নির্ভর করে অভিজ্ঞতার উপর। হলে তো আপনি কি ধরনের কাজ করছেন এবং কত দিনের অভিজ্ঞতা রয়েছে সেই অনুযায়ী বিভিন্ন পেশার মানুষের বেতন নির্ধারিত হয়। বর্তমানে রাশিয়াতে কোন কাজের কত বেতন তার একটি তালিকা তুলে ধরা হলো।
রাশিয়া কোন কাজে কত বেতন তার তালিকা তুলে ধরা হলো:
কাজের ধরন | মাসিক বেতন (রুবল) |
---|---|
আইটি ও সফটওয়্যার ডেভেলপমেন্ট | ৫০,০০০ - ১,৫০,০০০ রুবল |
এডুকেশন (শিক্ষক, গবেষক) | ৩০,০০০ - ৭০,০০০ রুবল |
আইন, অ্যাকাউন্টিং, ইঞ্জিনিয়ার | ৫০,০০০ - ১,২০,০০০ রুবল |
ফ্যাক্টরি ও কনস্ট্রাকশন কাজ | ৩০,০০০ - ৭০,০০০ রুবল |
গ্রাহক সেবা এবং হোটেল সেক্টর | ২৫,০০০ - ৫০,০০০ রুবল |
মেডিকেল ও স্বাস্থ্য সেবা | ৪০,০০০ - ১,০০,০০০ রুবল |
বিক্রয় ও মার্কেটিং | ৩০,০০০ - ৭৫,০০০ রুবল |
এডমিনিস্ট্রেটিভ সহায়ক | ২৫,০০০ - ৫০,০০০ রুবল |
গ্রাফিক ডিজাইন / মাল্টিমিডিয়া | ৪৫,০০০ - ৯০,০০০ রুবল |
কাস্টমার কেয়ার / কল সেন্টার | ২০,০০০ - ৪৫,০০০ রুবল |
মূলত যারা বাংলাদেশসহ অন্যান্য দেশের কর্মীরা কাজে যায় তাদের বেতন রাশিয়ানদের থেকে অনেকটাই কম হয়। তবে এক্ষেত্রে আপনি যদি ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারেন তারপরেও অনেকটাই বেতন পাওয়া যায় পর্যায়ক্রমে কোন কাজের চাহিদা বেশি তার একটি তালিকা তুলে ধরা হলো।
রাশিয়া কোন কাজের চাহিদা বেশি ২০২৫
বর্তমানে রাশিয়াতে কোন কাজগুলোর চাহিদা বেশি এবং কোন কাজের ভিসা সহজে পাওয়া যাচ্ছে তা নিয়ে বিস্তারিতভাবে এখানে পর্যায়ক্রমে তুলে ধরা হলো। যে সমস্ত কাজের চাহিদা বেশি তার একটি তালিকা তৈরি করে এখানে দেখানো হয়েছে সেই অনুযায়ী আপনারা ভিসার জন্য আবেদন করতে পারেন।
রাশিয়া কোন কাজের চাহিদা বেশি তার তালিকা তুলে ধরা হলো:
ক্র. নং | কাজের ধরন |
---|---|
১ | আইটি বিশেষজ্ঞ |
২ | মেকানিক |
৩ | নির্মাণ শ্রমিক |
৪ | চিকিৎসক |
৫ | শিক্ষক |
৬ | ব্যবসায়িক উন্নয়ন বিশেষজ্ঞ |
৭ | গ্রাফিক ডিজাইনার |
৮ | ওয়েব ডেভেলপার |
৯ | পরিবহন চালক |
১০ | হিসাবরক্ষক |
১১ | রেস্টুরেন্ট কর্মী |
১২ | সেলস ম্যানেজার |
১৩ | অ্যাকাউন্ট ম্যানেজার |
১৪ | মানব সম্পদ বিশেষজ্ঞ |
১৫ | আইনজীবী |
এছাড়াও তোরা নরমাল সাধারণ কাজগুলো করতে চাচ্ছেন এক্ষেত্রে তেমন কোন অভিজ্ঞতার প্রয়োজন পড়ে না চাইলেই আপনারা আবেদন করে সেখানে গিয়ে এই কাজগুলো করতে পারবেন যেমন ক্লিনার ম্যান অথবা কৃষি কাজ সহ আরো অনেক ধরনের কাজ আছে যেগুলো করার সুযোগ থাকে।
রাশিয়ার ভিসা কিভাবে পাওয়া যায়?
রাশিয়া ভিসা সাধারণত কয়েকটি ধাপে আবেদনের মাধ্যমে নিতে পারবেন। এক্ষেত্রে আপনি কি ধরনের ভিসা নিতে যাচ্ছেন সেই অনুযায়ী আপনাকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করলেই রাশিয়া ভিসা পাওয়া যাবে। এক্ষেত্রে সরকার নিবন্ধিত এজেন্সিগুলোর মাধ্যমে করতে পারবেন অথবা রাশিয়া দূতাবাসে গিয়েও করতে পারবেন। রাশিয়ায় কি ধরনের ভিসা নিয়ে যাওয়া যায়।
- স্টুডেন্ট ভিসা
- টুরিস্ট ভিসা
- কাজের ভিসা
- ব্যবসায়িক ভিসা
এ ভিসা গুলো নিয়ে আপনারা রাশিয়াতে যেতে পারবেন তবে আপনার যদি স্পেসিফিক কোন নির্দিষ্ট একটি ভিসার উপর যেতে চান তাহলে অবশ্যই নির্দিষ্ট একটি আবেদন সেন্টারে গিয়ে ভিসা আবেদন করতে পারবেন। তবে মনে রাখবেন রাশিয়া ওয়ার পারমিট ভিসা ও অন্যান্য ভিসা নেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো কোন এজেন্সির সহায়তা নেওয়া উচিত।
রাশিয়া ভিসা আবেদন করার জন্য সরাসরি দিল্লির মাধ্যমে করতে পারবেন অথবা চাইলে নিচে গিয়ে নেপালের মাধ্যমে ওই ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর বাংলাদেশ থেকে করতে হলে যে সমস্ত এজেন্সি গুলো সঠিকভাবে রাশিয়া ভিসা দিয়ে থাকে তাদের সহায়তা নিতে পারেন।
রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২৫
বর্তমানে রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার জন্য সরাসরি দিল্লির মাধ্যমে করা লাগছে অথবা নেপালের মাধ্যমে ভিসা করা লাগছে। এখন পর্যন্ত বাংলাদেশে সরাসরি রাশিয়া ভিসা আবেদন করা যাচ্ছে না। তাই আপনি যদি নির্দিষ্ট কাজের উপর অভিজ্ঞতা থাকে তাহলে কোন একটি এজেন্সির মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রথম কাজ হলো রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার আগে অবশ্যই ভালো একটি কাজের উপর অভিজ্ঞতা অর্জন করে একটি সনদ তৈরি করে নেওয়া পরবর্তীতে বাংলাদেশ থেকে যেকোনো এজেন্সির সহায়তা নিয়ে আপনারা আবেদন করে ২ লক্ষ ৫০ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকা খরচ করেই রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে পাঁচ বছর পর্যন্ত সেখানে কাজ করার সুযোগ করে নিতে পারবেন।
বিদেশ যাওয়ার জন্য কোন ব্যাংক লোন দেয় দেখে নিন
রাশিয়া ওয়ার্ক পারমিট পেতে কত দিন লাগে
বর্তমানে বাংলাদেশ থেকে যদি রাশিয়া পারমিট ভিসা করেন তাহলে সর্বোচ্চ ১২০ দিন পর্যন্ত সময় লাগবে। এক্ষেত্রে যদি দিল্লি অথবা নেপাল এবং অন্যান্য দেশের মাধ্যমে ভিসা করেন তাহলে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অপেক্ষা করা লাগে।
রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য যদি সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকে তাহলে খুব দ্রুত সময়ের মধ্যেই পাওয়া যায় এক্ষেত্রে অনেকেই আছে যারা কিনা ৪৫ দিনের মধ্যেও রাশিয়া ওয়ার্ক পারমিট হাতে পেয়েছে।
রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসা সিনোপেক কোম্পানি
রাশিয়ার নির্দিষ্ট কোন কোম্পানির ভিসা নিতে হলে কিন্তু সেই কোম্পানির একটি অফার লেটার থাকা লাগে। সে অফার লিটার নিয়ে সরাসরি আপনারা দিল্লিতে অবস্থিত রাশিয়া দূতাবাসে গিয়ে আবেদন করতে পারবেন অথবা নেপালে গিয়ে আপনারা রাশিয়া ওয়ারমিট ভিসা বা সিনোপেক কোম্পানি মাধ্যমেও আপনারা এই ব্যবস্থা করে নিতে পারবেন।
একটি মন্তব্য পোস্ট করুন