চুল কাটার মেশিন কোনটা ভালো হবে এবং ওয়ালটন কোম্পানির চুল কাটার মেশিনের দাম কত এছাড়া আপনারা জাপানি চুল কাটার মেশিন সহ মেশিনের ওয়ারেন্টি এবং দামসহ সকল বিষয়গুলো আপনারা জানতে পারবেন।
চুল কাটার মেশিন বা দাড়ি কাটার মেশিন এখন বর্তমানে সবার কাছে একটা করে থাকা উচিত কেননা যে কোন সময় হুটহাট করে চুল অথবা দাড়ি কেটে ফেলা যায় অথবা সাইজ করা যায়। তাই এটা যদি আপনি নাপিতের কাছে যান সে ক্ষেত্রে সময় সাপেক্ষ ব্যাপার এক্ষেত্রে অনেকক্ষণ পর্যন্ত সিরিয়াল দিয়ে অপেক্ষা করা লাগে আবার টাকা দেওয়া লাগে।
এই কাজটি যদি আপনি নিজে করতে পারেন খুবই কম খরচের মধ্যে চুল কাটার মেশিন নিজে কিনে যদি আপনি নিজেই দাড়ি কাটতে পারেন অথবা চুলের সাইজগুলো করতে পারেন তাহলে সব থেকে ভালো হয় তাই আজকে আমরা চুল কাটার মেশিন কোনটা ভালো এবং ওয়ালটন চুল কাটার মেশিন দাম কত তা বিস্তারিত দেখুন।
ওয়ালটন চুল কাটার মেশিন দাম ২০২৫
ওয়ালটন চুল কাটার মেশিন মূলত মডেল এবং কোয়ালিটির উপর নির্ভর করে এক্ষেত্রে ভালো মানের কোয়ালিটি ওয়ালটন চুল কাটার মেশিনের দাম এখন ২৮০০ টাকা থেকে প্রায় ৩ হাজার টাকা দামে কয়েকটি মডেল বিক্রি করা হচ্ছে। ওয়ালটন কোম্পানির চুল কাটার মেশিনের দাম তালিকা প্রকাশ করা হলো।
বর্তমান বাজারে ওয়ালটন চুল কাটার মডেলে পাওয়া যাচ্ছে একটি হলো FALCHION এটার দাম ৩২০০ টাকা। ওয়ালটন আরেকটি চুল কাটার মেশিন এর নাম হলো GENTRY এটার দাম ৩৪০০ টাকা। মূলত ৩০০০ থেকে ৪ হাজার টাকার মধ্যে ওয়ালটন চুল কাটার মেশিন ভালো মানের পেয়ে যাবেন।
আপনি কি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান
চুল কাটার মেশিন কোনটা ভালো
সবথেকে ভালো মানের চুল কাটার মেশিন FALCHION / GENTRY এই দুইটি। এগুলো এক বছর পর্যন্ত ওয়ারেন্টি রয়েছে এবং চার্জিং ব্যাকআপ খুবই ভালো দেয় এক্ষেত্রে একবার চার্জ দিলেই দীর্ঘক্ষন চার্জ ধরে রাখতে পারে। এই মডেল দুইটি ওয়ালটন কোম্পানির। যে বাংলাদেশের মধ্যে সবথেকে ভালো কোয়ালিটি সম্পন্ন চুল কাটার এই হলো দুটি মেশিন।
এক্ষেত্রে আরো অন্যান্য বিদেশী মডেলের মেশিন রয়েছে সেগুলো নিতে পারেন যেগুলোর দাম মূলত কম বেশি হয়ে থাকে তবে ওয়াল্টন কোম্পানির FALCHION / GENTRY দুটি মডেলের মেশিন ২৮০০ টাকা থেকে ৩৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে এক্ষেত্রে ওয়ালটন আউটলেটে গেলেও আপনারা এই দুইটি মডেলের চুল কাটার মেশিন কিনতে পারবেন ১০% ডিসকাউন্টে।
চুল কাটার মেশিন price in bangladesh
চুল কাটার মেশিন বাংলাদেশের মধ্যে বাংলাদেশে অনেক ভেরিয়েন্টের চুল কাটার মেশিন পাওয়া যায় তবে আপনি যদি ভালো বাসেন খোঁজ করে থাকেন তাহলে এই মডেলগুলো নিয়ে দেখতে পারেন এক্ষেত্রে আমরা পর্যায়ক্রমে চুল কাটার মেশিন প্রাইস লিস্ট এবং মডেলের তালিকা প্রকাশ করলাম।
মডেল | দাম |
---|---|
Kemei KM-3909 Professional Electric Hair Clipper | ১,১৯০ টাকা |
Kemei KM-3580 Men's 4 In 1 Grooming Kit | ১,২৪৯ টাকা |
Vintage T9 Professional Rechargeable Hair Cutting Machine | ৪৬০ টাকা |
Kemei KM-809A Rechargeable Electric Hair Clipper | ১,২৯০ টাকা |
Kemei KM-5017 Hair Clipper for Adult & Children | ১,০৫০ টাকা |
Philips HC3410/15 Hair Clipper | ২,৯৯০ টাকা |
Panasonic ER-GC71 Hair Clipper | ৪,৫০০ টাকা |
Braun MGK5280 9-in-1 Multi Grooming Kit | ৪,২০০ টাকা |
Wahl 5-Star Cordless Magic Clip | ৭,০০০ টাকা |
Surker SK-3200 Hair Clipper | ৯৫০ টাকা |
এছাড়াও বাজারে আরো বেশ কিছু মডেল রয়েছে এক্ষেত্রে ওয়ালটন কোম্পানির যদি নিতে চান তাহলে কিন্তু ৩০০০ থাকে ২৮০০ টাকা এবং ৩২০০ টাকা দামের কয়েকটি মডেল রয়েছে তবে এগুলো নেওয়ার থেকে আপনি যদি কম দামের মধ্যে নিতে চান তাহলে এই মডেল গুলো দেখতে পারেন।
Vodi App দিয়ে টাকা আয় | মোবাইল দিয়ে টাকা ইনকাম
চুল কাটার মেশিন দারাজ
তারা যে চুল কাটার মেশিন খুবই কম দামের মধ্যে পাওয়া যায় এক্ষেত্রে আপনি ৫০০ টাকা থেকে শুরু করে প্রায় ৫০০০ টাকার মধ্যে বেশ কিছু মডেলের দ্বারাজা চুল কাটার মেশিন পাওয়া যাবে। তবে এক্ষেত্রে ওয়ারেন্টি সহ আরো অন্যান্য সমস্যা কিন্তু দেখা দেয় তাই তারা থেকে চুল কাটার মেশিন নেওয়ার আগে এ বিষয়গুলো বিবেচনা করবেন। পর্যায়ক্রমে দারাজ থেকে চুল কাটার মেশিনের তালিকা প্রকাশ করা হলো।
মডেল | দাম |
---|---|
VGR V-937 Rechargeable Electric Trimmer | ১,১৯০ টাকা |
Kemei KM-809A Rechargeable Electric Hair Clipper | ১,২৮০ টাকা |
HTC AT-1210 Hair & Beard Trimmer | ৮৯৯ টাকা |
Kemei KM-6330 3-in-1 Hair Shaving Machine | ১,১৯৮ টাকা |
Philips BT1230 Cordless Trimmer | ১,৩৫০ টাকা |
HTC AT-528 Rechargeable Hair Cutting Machine | ৬৫০ টাকা |
Yes Finishing Touch Hair Remover Epilator Tool | ৪৯৯ টাকা |
দারাজ থেকে সব থেকে বেশি বিকৃত মডেল গুলো এখানে তুলে ধরা হলো তাই দারাজ থেকে যদি আপনারা চুল কাটার মেশিনগুলো নিতে পারেন তাহলে এই মডেলগুলো যাচাই বাছাই করে নিতে পারেন এতে করে খুবই ভালো এবং কোয়ালিটি সম্পন্ন হবে।
Vodi App দিয়ে টাকা আয় | মোবাইল দিয়ে টাকা ইনকাম
জাপানি চুল কাটার মেশিন
জাপানি চুল কাটার মেশিনগুলোর দাম ৩০০০ টাকা থেকে প্রায় ৫০০০ টাকার মত এক্ষেত্রে আপনারা কয়েকটি মডেল পাবেন, Panasonic ER2051 এই মডেলটির দাম প্রাইস ৩৪০০ টাকা এক বছর মেয়াদ সে ক্ষেত্রে বাংলাদেশের অনলাইন যে কোন মার্কেটপ্লেস গুলো থেকে কিনতে পারবেন অথবা যেকোনো ইলেকট্রিক সব থেকেও কিনতে পারবেন।
দাড়ি কাটার মেশিন price
দাড়ি কাটার মেশিন ৫০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকার মধ্যে বিভিন্ন মডেলের পাওয়া যায় এক্ষেত্রে যদি আপনি অনলাইন থেকে দারাজের মাধ্যমে কিনেন সে ক্ষেত্রে ৫০০ টাকা থেকে ১২০০ টাকার মধ্যে ভালো মানের বেশ কিছু এইচটিসি অথবা ওয়ালটন কোম্পানির মডেল পাবেন। পর্যায়ক্রমে উপরে দাড়ি কাটার মেশিন তালিকা প্রকাশ করা হয়েছে।
Airdrop এ কিভাবে কাজ করতে হয় | এয়ারড্রপ থেকে ইনকাম
চুল কাটার মেশিন kemei
চুল কাটার মেশিন kemei এই কোম্পানির অনেকগুলো মডেল রয়েছে এক্ষেত্রে ৭০০ টাকা থেকে শুরু করে প্রায় ১৭০০ টাকার মধ্যে এই মডেলের অনেকগুলো মেশিন পাবেন এই মেশিনগুলো এক বছর পর্যন্ত ওয়ারেন্টি থাকে এবং চুল কাটার জন্য খুবই ভালো এবং দীর্ঘক্ষন চার্জ রাখতে পারে।
গোপনাঙ্গের চুল কাটার মেশিন
চুল কাটার জন্য এই মেশিন গুলো খুবই কার্যকরী পল্টন কোম্পানির রয়েছে অথবা জাপানি চুল কাটার মেশিনগুলোর মাধ্যমেও কিন্তু গোপনাঙ্গে চুল কাটতে পারবেন। Kemei KM-3909 গোপনাঙ্গের চুল কাটানোর জন্য এই মডেলটি খুবই ভালো এই মেশিনে কয়েক ধরনের ব্লেডের মডেল রয়েছে সেগুলো দিয়ে গোপনাঙ্গের চুল একেবারে খুবই ছোট ছোট করে কেটে ফেলা যায়।
ফেসবুকে লেখালেখি করে টাকা ইনকাম করার উপায়
htc চুল কাটার মেশিন
HTC কোম্পানির অনেকগুলো চুল কাটার মেশিন রয়েছে বারোশো টাকা থেকে শুরু করে আরো বেশি দামে পর্যন্ত htc মডেল রয়েছে। তার মধ্যে যদি আপনার কম দামের মধ্যে ভালো একটি মডেল বাছাই করেন তাহলে HTC AT-1210 Hair & Beard Trimmer এটিই হবে আপনার জন্য সবথেকে ভালো।
একটি মন্তব্য পোস্ট করুন