কাঠের ডিজাইন মেশিনের দাম নির্ভর করে কার্যক্ষমতা এবং মডেল অনুযায়ী বাংলাদেশে অনেক ধরনের কাঠের ডিজাইনের মেশিন পাওয়া যায় তবে এক্ষেত্রে আপনি কোন মডেলের নিচ্ছেন এবং কতটা ক্ষমতা সম্পন্ন তার উপর ডিপেন্ড করবে মেশিনের দাম। ২ লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় ১২ লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন দামের মেশিন পাওয়া যায়।
আজকে আমরা আপনাদের জানাবো কোন মডেল গুলোর কত দাম এবং কোনগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং ভাল কাজ করা যায় এ বিষয়গুলো নিয়ে। মূলত কয়েকটি মডেল নিয়ে আজকে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব যেগুলো বাংলাদেশের বাজারে সবথেকে বেশি পরিমাণ চলে এবং যেকোনো ধরনের কাঠের ডিজাইন তৈরি করা যায়।
কাঠের ডিজাইন মেশিন দাম 2025
CNC Router Machine 1325 এই মডেলটির মেশিনের দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা। কাঠের যেকোনো ধরনের কাটিং করার জন্য অথবা ডিজাইন বা নকশার জন্য খুবই ভালো মানের এটি একটি কাঠের ডিজাইন মেশিন। এছাড়াও আরো অন্যান্য কিছু মডেল রয়েছে যেগুলোর দাম ৬ লক্ষ টাকার বেশি ওগুলোতে ফিচারসহ অন্যান্য বিষয়গুলো বেশি থাকে।
পর্যায়ক্রমে কাঠের ডিজাইন এর মেশিনের কয়েকটি মডেল এবং দামসহ একটি তালিকা তুলে ধরা হলো যেখানে আপনার বাজেট অনুযায়ী পছন্দ মত কাঠের ডিজাইন মেশিন গুলো ক্রয় করতে পারবেন।
বাজারের সেরা ড্রিল মেশিনের দাম দেখুন
কাঠের ডিজাইন মেশিন নাম ও দাম ২০২৫
মেশিনের নাম | দাম |
---|---|
CNC Router Machine (1325 Model) | ৩,৫০,০০০ - ৬,০০,০০০ টাকা |
Laser Engraving Machine | ২,০০,০০০ - ৪,৫০,০০০ টাকা |
Mini CNC Router Machine | ১,৫০,০০০ - ৩,০০,০০০ টাকা |
Multi-Head CNC Router Machine | ৫,০০,০০০ - ১০,০০,০০০ টাকা |
Wood Lathe Machine | ১,২০,০০০ - ২,৫০,০০০ টাকা |
Edge Banding Machine | ১,৫০,০০০ - ৪,০০,০০০ টাকা |
Panel Saw Machine | ২,০০,০০০ - ৫,০০,০০০ টাকা |
Vacuum Press Machine | ২,৫০,০০০ - ৬,০০,০০০ টাকা |
Automatic Copy Lathe Machine | ৩,০০,০০০ - ৭,০০,০০০ টাকা |
3D CNC Woodworking Machine | ৬,০০,০০০ - ১৫,০০,০০০ টাকা |
সব থেকে ভালো মানের কাঠের ডিজাইনের মেশিনের নাম এবং দামের তালিকা প্রকাশ করা হলো এখান থেকে আপনারা আপনাদের পছন্দের এবং বাজেট অনুযায়ী উচ্চ ক্ষমতা সম্পন্ন মেশিন গুলো ক্রয় করতে পারবেন এক্ষেত্রে কাঠের ডিজাইন এর মেশিন ব্যবহারের নিয়ম এবং অন্যান্য বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে আপনার আগে থেকেই জেনে নেওয়া উচিত।
অবৈধভাবে বিদেশ গেলে কাজ খুঁজবেন কিভাবে দেখুন
কাঠ ডিজাইন মেশিন ব্যবহারের নিয়ম
কাঠের ডিজাইন মেশিন ব্যবহার করার আগে অবশ্যই ইউটিউব থেকে অথবা যেখান থেকে মেশিন কিনেছেন তাদের মাধ্যমে আপনারা শিখে নিতে পারবেন। এখন অনলাইন থেকেই টিউটোরিয়াল দেখে কাঠের ডিজাইনের মেশিন গুলো চালানো শিখা যায়।
তাছাড়া আপনি যেখান থেকে মেশিন ক্রয় করেছেন তারা বেসিকভাবে আপনাকে সব কিছুই বুঝিয়ে দিবে পরবর্তীতে কিভাবে এটা কাজ করে এবং কোন সমস্যা হয় কিনা এবং মেশিনের অন্যান্য বিষয়গুলো পরিবর্তন করার ক্ষেত্রে সব বিষয়গুলো তারা এখানে বিস্তারিত ভাবে আপনাদেরকে জানিয়ে দিবে।
কাঠের ডিজাইন করার মেশিন
কাঠের ডিজাইন মেশিন গুলো সাধারণত কাঠের নকশা এবং ছোট ছোট নকশা গুলো এবং কাটার কাজে এগুলো ব্যবহার করা হয়। এক্ষেত্রে দরজা জানালা সহ আরো অন্যান্য কিছু বিষয় থাকে সেই বিষয়গুলোতেও কিন্তু আলাদা আলাদা ভাবে ব্লেড চেঞ্জ করে কাজ করতে হয়। তাই আপনারা যখন অনলাইনের মাধ্যমে শিখবেন বা দেখবেন তখন বিষয়টা সবগুলো ক্লিয়ার হয়ে যাবে।
কাঠের ডিজাইন করা মেশিনটি ভালোমতো কাজ শিখে তারপরে কাজ করা তা না হলে আপনার বড় অংকের একটা অ্যামাউন্ট এর মেশিন কিন্তু যে কোন একটি সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই চেষ্টা করতে হবে যে আপনি কিভাবে এই মেশিনটি চালাচ্ছেন তার উপর।
টাইলস কাটার মেশিন কিনে ইনকাম করার সুযোগ
কাঠের দরজার ডিজাইন মেশিন দাম
Laser Engraving and Cutting Machine কাঠের দরজার ডিজাইন করার জন্য এই মেশিনটি খুবই কার্যকর একটি মেশিন এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন। কাঠের দরজা ডিজাইন মেশিনের দাম ২ লক্ষ ৫০ হাজার টাকা থেকে প্রায় ৪ লক্ষ টাকা। এক্ষেত্রে এই মেশিনের কয়েকটি মডেল রয়েছে যেগুলো বর্তমানে পাওয়া যাচ্ছে।
কাঠের দরজা ডিজাইনের এই মেশিনগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্ষেত্রে কাঠের দরজার সুন্দর সুন্দর ডিজাইনগুলো করা যায় এবং এটা দীর্ঘদিন কাজের জন্য ব্যবহার করা যায় এই মেশিনগুলোর দাম কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন