১ কেজি খেজুরের দাম ২০২৫ – আজওয়া, মরিয়ম, কালমি ও অন্যান্য খেজুরের মূল্য

    ১ কেজি খেজুরের দাম কত


    খেজুর হলো পুষ্টিকর এবং সুস্বাদু এক ধরনের খাবার ফল। যা বিশেষ করে রমজান মাসে ইফতারের সময় ইফতার করার জন্য লাগে। বাংলাদেশে খেজুরের চাহিদা রমজান মাসে বেশি দেখা যায়। তাই ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের সর্বশেষ তথ্য অনুযায়ী বিভিন্ন ধরনের খেজুরের দাম আজকে আমরা এখানে তুলে ধরব। 


    বাংলাদেশের বাজারে খেজুরের চাহিদা বরাবরই বেশি থাকে তবে রমজান মাসে একটু বেশি দেখা যায় এবং অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে দাম বেশি থাকে। বাংলাদেশের খেজুরের দাম চাহিদা এবং খেজুরের প্রকারভেতের উপর ভিন্ন ভিন্ন হয়। তাহলে চলুন বিভিন্ন প্রকারের খেজুরের দাম গুলো জেনে নেওয়া যাক। 


    বিভিন্ন প্রকারের ১ কেজি খেজুরের দাম

    বিভিন্ন ধরনের ১ কেজি খেচুরের দাম নিম্নরূপ:

    খেজুরের ধরন প্রতি কেজি দাম (২০২৫)
    আজওয়া খেজুর ৮০০ - ১,২০০ টাকা
    মরিয়ম খেজুর ৫০০ - ৬০০ টাকা
    কালমি খেজুর ৮০০ - ১,০০০ টাকা
    খুরমা খেজুর ৩০০ - ৩৫০ টাকা
    সাধারণ খেজুর ২৫০ - ৫০০ টাকা
    সুক্কারি খেজুর ৭০০ - ১,১০০ টাকা
    বারহি খেজুর ৬০০ - ৯৫০ টাকা
    সাফাভি খেজুর ৮৫০ - ১,২০০ টাকা
    দেগলেট নুর খেজুর ৪৫০ - ৭৫০ টাকা
    মেদজুল খেজুর ১,০০০ - ১,৫০০ টাকা
    হালাওয়ি খেজুর ৫৫০ - ৮৫০ টাকা
    খাদরাওয়ি খেজুর ৫০০ - ৮০০ টাকা
    রব্বি খেজুর ৬৫০ - ১,০০০ টাকা
    আঞ্জুমান খেজুর ৪০০ - ৭০০ টাকা
    আম্বার খেজুর ৯০০ - ১,৩০০ টাকা


    যখন খেজুরের চাহিদা বেশি থাকে তখন কিন্তু খেজুরের দাম যে কোন সময় পরিবর্তন হয়ে যায়।বাংলাদেশের বাজারে রমজান মাসে চাহিদা বেশি থাকার কারণে খেজুরের দাম বেশি হয়। আমদানি বেশি থাকলে খেজুরের দাম অনেকটাই কম থাকে।


    আরো পড়ুন: দুবাই ওয়ার পারমিট ভিসা সরকারিভাবে খরচ জানুন


    খেজুরের দাম বৃদ্ধির কারণ

    সম্পত্তিক সময়ে খেজুরের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি হয়েছে। মূলত খেজুরের দাম বৃদ্ধি হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে:

    • শুল্ক ও কর বৃদ্ধি: আমদানি শুল্ক ও কর বৃদ্ধির কারণে খেজুরের দাম বেড়েছে। 
    • ডলার সংকট: ডলারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে খেজুরের আমদানির দামে প্রভাব ফেলেছে। 
    • সরবরাহ জটিলতা: বৈশ্বিক সরবরাহ শৃংখলে সমস্যা পরিবহন খরচ এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে প্রভাব ফেলেছে। 
    • অতিরিক্ত চাহিদা: বিশেষ করে রমজান মাসে খেজুরের চাহিদা বেশি হয়ে থাকে যা দামের উপর অনেকটাই প্রভাব ফেলে। 

    এছাড়া খেজুর সহ বাংলাদেশে আরো নানা ধরনের প্রোডাক্টে সিন্ডিকেট থাকার কারণে যে কোন পণ্যের দাম বেড়ে যায়। তাই খেজুরেরও ব্যবসায়ী সিন্ডিকেট রয়েছে যা বাংলাদেশে ঢোকার পরে এই সিন্ডিকেটের কারণেই দাম অনেকটাই বেড়ে যায়। 


    ভালো মানের খেজুর চেনার উপায়

    ভালো মানের খেজুর চেনার জন্য নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা উচিত:

    • রং: প্রতিটি খেজুরের নির্দিষ্ট একটি রং থাকে, অস্বাভাবিক খেজুরের রঙ এড়িয়ে চলুন। 
    • টেক্সচার: সামান্য কুঁচকানো তক যুক্ত খেজুরগুলো ভালো মানের হয়। অতিরিক্ত কুচকানো শুকনো খেজুর এড়িয়ে চলুন। 
    • গন্ধ: মিষ্টি ও মনোরম গন্ধযুক্ত খেজুরের গুলো ভালো হয়। পচা গন্ধ অথবা বিশ্রী গন্ধ খেজুর এড়িয়ে চলুন। 
    • আদ্রতা: সামান্য আঠালো এবং নরম জাতীয় খেজুরগুলো ভালো মানের হয়। অতিরিক্ত শুকনো বা অতিরিক্ত নরম খেজুর এড়িয়ে চলুন। 
    • স্বাদ: অতিরিক্ত মিষ্টি অথবা হালকা বৃষ্টি দুই ধরনের খেজুর পাওয়া যায়। 


    বর্তমানে বাংলাদেশের বাজারে বিভিন্ন ধরনের খেজুর পাওয়া যায় তবে সবগুলোর স্বাদে গন্ধ একই রকম হয় তা কিন্তু না। এক্ষেত্রে এক একটা খেজুরের ধরন অনুযায়ী গন্ধ এবং স্বাদে ভিন্নতা রয়েছে। তাই এগুলো কেনার আগে গন্ধ এবং খেজুরের টেক্সচার দেখে নেওয়া উচিত। 


    আরো পড়ুন: রবিতে ১৭ টাকায় ২ জিবি ইন্টারনেট ৭ দিন মেয়াদ


    খেজুর কেনার সময় করণীয়

    • বিশ্বস্ত মাধ্যম থেকে কিনুন: ভেজালমুক্ত এবং ভালো মানের খেজুর পাওয়ার জন্য পরিচিত দোকান অথবা বিশ্বস্ত অনলাইন বিক্রেতার কাছ থেকে কিনুন। 
    • দামের তুলনা করুন: বাজার থেকে কেনার আগে অনলাইনে দাম দেখুন। অনলাইনে অন্যান্য পেজ অথবা ওয়েবসাইটে দাম দেখে কিনুন। 
    • খেজুরের মেয়াদ উত্তীর্ণ তারিখ: বিশেষ করে প্যাকেটজাত খেজুর কেনার সময় অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে খেজুর কিনুন। 

    বিশেষ দ্রষ্টব্য:

    অনলাইনে খেজুর কেনার আগে রিটার্ন পলিসি আছে কিনা সেটা অবশ্যই জেনে নিবেন। কেননা অনেক সময় অনলাইন থেকে খেজুর কেনার পরে খেজুর ভালো না হওয়ার কারণে কিন্তু অনেক সময় ফেরত দেওয়া লাগতে পারে। 


    তাই আপনি যেই পেজ অথবা যেই অনলাইন ওয়েবসাইট থেকে কিনবেন সেখান থেকে আগে জেনে নিবেন রিটার্ন পলিসি আছে কিনা। এতে করে আপনি খেজুর কেনার পরেও যদি ভালো না লাগে তাহলে আবার ফেরত দিতে পারবেন। 


    আরো পড়ুন: সরকারি ভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার নিয়োগ বিজ্ঞপ্তি


    উপসংহার:

    বর্তমানে ২০২৫ সালে এক কেজি খেজুরের দাম প্রকারভেদে ২00 টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। খেজুর কেনার সময় খেজুরের মান এবং উৎপত্তিস্থল এবং মূল্য বিবেচনা করে খেজুর কিনুন।


    স্বাস্থ্য উৎস থেকে খেজুর কেনার চেষ্টা করুন অথবা আপনার যদি পরিচিত কোন বিশ্বস্ত দোকান থাকে সেখান থেকে কেনার চেষ্টা করুন। খেজুরের নাম এবং খেজুরের কালার, খেজুরের টেক্সচার দেখে খেজুর চিনুন। তারপরে খেজুর কেনার সিদ্ধান্ত নিন।

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন