অর্ধেক বেতন মওকুফের জন্য আবেদন দরখাস্ত (নমুনা সহ)

    অর্ধেক বেতন মওকুফের জন্য আবেদন দরখাস্ত

    অর্ধেক বেতন মওকুফের জন্য প্রধান শিক্ষকের কাছে কিভাবে দরখাস্ত লিখতে হয় অনেকেই জানেনা।তাই আজকে আমরা আপনাদেরকে এ পোষ্টের মাধ্যমে জানাবো কিভাবে আপনারা অর্ধেক বেতন মওকুফের জন্য আবেদন দরখাস্ত প্রধান শিক্ষক বরাবর কিভাবে লিখবেন এ বিষয়টা নিয়ে। 


    সঠিক নিয়মে দরখাস্ত না লিখতে পারলে কিন্তু অর্ধেক বেতন মওকুফ করতে পারবেন না। তার জন্যই আজকে আমরা এখানে একটি নমুনা সহ অর্ধেক বেতন মওকুফের দরখাস্ত কিভাবে লিখতে হয় এই বিষয়টি একেবারে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে।


    অর্ধেক বেতন মওকুফের জন্য আবেদন দরখাস্ত লেখার নিয়ম

    মনে করো তোমার নাম: আতিক হাসান। তোমার পারিবারিক অবস্থা খারাপ হওয়ার কারণে তুমি স্কুলের বেতন ঠিকমতো দিতে পারছ না। এই কারণে অর্ধেক বেতন মওকুফের জন্য আবেদন দরখাস্ত লিখ।

    তারিখ: ১০-০২-২০২৫

    বরাবর

    প্রধান শিক্ষক

    রাজশাহী পলিটেকনিক স্কুল, রাজশাহী


    বিষয়: অর্ধেক বেতন মওকুফের জন্য আবেদন


    শ্রদ্ধেয় মহোদয়

    সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। কত বছরে আমি জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। আশা করি আমার পরীক্ষাই সম্মিলিত মেধা তালিকা স্থান অধিকার করে স্কুলের সুনাম সক্ষম হয়েছি। আমার পিতা একজন দরিদ্র শ্রমিক হওয়ার কারণে তার রোজগার দিয়ে পরিবারের ভরণপোষণ চালানো কষ্ট হচ্ছে। এমন অবস্থায় আমার বিদ্যালয়ের বেতন প্রদান করা তার জন্য অসম্ভব হয়ে পড়েছে।


    অতএব,

    মহোদয়ের কাছে বিনীত প্রার্থনা, আমার আর্থিক অবস্থা বিবেচনা করে অর্ধেক বেতন মওকুফের জন্য সদয় দৃষ্টি দেওয়ার অনুরোধ করছি। 


    নিবেদক

    আপনার একান্ত অনুগত

    নাম:  আতিক হাসান

    শ্রেণি: দশম

    রোল: ০৫

    শাখা:

    বিভাগ: বিজ্ঞান


    অর্ধেক বেতন মওকুফের আবেদন দরখাস্ত লেখার নমুনা
    অর্ধেক বেতন মওকুফের জন্য আবেদন দরখাস্ত

    অনুপস্থিতির জন্য আবেদন লেখার নিয়ম দেখুন

    বিশেষ দ্রষ্টব্য:

    দ্রব্যমূল্যের অনেক দাম হওয়ার কারণে অনেক ফ্যামিলির চলা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তাই যে কেউ চাইলে প্রত্যেকটি প্রতিষ্ঠানের মাধ্যমে অর্ধেক বেতনে পড়াশোনা করার জন্য এইভাবে দরখাস্ত লিখতে পারেন। দরখাস্ত লেখার সময় কিন্তু অবশ্যই আপনার বাবার পেশা এবং আপনার বর্তমান বাবার পরিস্থিতি উল্লেখ করুন। 


    বর্তমানে প্রত্যেকটি প্রতিষ্ঠা নেই অর্ধেক বেতন মওকুফের সুযোগ থাকে। কারো যদি বেতন নিয়ে স্কুলের সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই অর্ধেক বেতন ও কূপের জন্য এভাবে আবেদন সম্পন্ন করুন।


    আরো পড়ুন: স্কুলের বেতন মওকুফের জন্য আবেদন পত্র লেখার নিয়ম


    অর্ধেক বেতন মওকুফের আবেদন দরখাস্ত লেখার নমুনা

    তারিখ: ০০-০০-২০২৫

    বরাবর

    প্রধান শিক্ষক

    প্রতিষ্ঠানের নাম:......(তোমার প্রতিষ্ঠানের নাম লিখ)


    বিষয়: অর্ধেক বেতন মওকুফের জন্য আবেদন


    শ্রদ্ধেয় মহোদয়

    সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের (... শ্রেণীও রুল লিখো....) একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। কত বছরে আমি (..... পরীক্ষার নাম.. ...ও.রেজাল্ট লিখ..) পেয়ে উত্তীর্ণ হয়েছে। আশা করি আমার পরীক্ষাই সম্মিলিত মেধা তালিকা স্থান অধিকার করে স্কুলের সুনাম সক্ষম হয়েছি। আমার পিতা একজন দরিদ্র (..বাবার পেশা লিখ..) হওয়ার কারণে তার রোজগার দিয়ে পরিবারের ভরণপোষণ চালানো কষ্ট হচ্ছে। এমন অবস্থায় আমার বিদ্যালয়ের বেতন প্রদান করা তার জন্য অসম্ভব হয়ে পড়েছে।


    অতএব,

    মহোদয়ের কাছে বিনীত প্রার্থনা, আমার আর্থিক অবস্থা বিবেচনা করে অর্ধেক বেতন মওকুফের জন্য সদয় দৃষ্টি দেওয়ার অনুরোধ করছি। 


    নিবেদক

    আপনার একান্ত অনুগত

    নাম:(...... তোমার নাম লিখ.....)

    শ্রেণি: (...... শ্রেণী উল্লেখ কর.....)

    রোল: (...... রোল নম্বর লিখ.....)

    শাখা:(...... শাখা লিখ.....)

    বিভাগ: (...... বিভাগ লিখ.....)


    অর্ধেক বেতন মওকুফের জন্য আবেদন পত্র লেখার ক্ষেত্রে অবশ্যই এই নিয়মটি ফলো করতে হবে, এখানে আবেদন পত্র লিখার তারিখ, নিজের নাম, বাবার পেশা, শ্রেণী, এবং বিদ্যালয়ের নাম লিখে আবেদন পত্র প্রধান শিক্ষক বরাবর জমা দিতে হবে। 


    আরো পড়ুন: রবিতে ১৭ টাকায় ২ জিবি ইন্টারনেট ৭ দিন মেয়াদ


    অর্ধেক বেতন মওকুফের জন্য আবেদন পত্র লেখার কৌশল

    অর্ধেক বেতন মওকুফের জন্য আবেদনপত্রে কিছু কৌশল অবলম্বন করলে আবেদন পত্র গ্রহণ করার সম্ভাবনা বেশি থাকে। আবেদন পত্র লিখার কৌশল নিচে দেখানো হলো:

    • আবেদন পত্রের তারিখ উল্লেখ করুন
    • আর্থিক সচ্ছলতার কারণ উল্লেখ করুন
    • বাবার পেশা সম্পর্কে উল্লেখ করুন
    • বেতন প্রদানে কষ্টসাধ্য উল্লেখ করুন
    • স্কুলে ভালো রেজাল্ট করলে আবেদন করুন
    • আবেদনপত্রে কোন ধরনের ভুল করবেন না
    • সুন্দর মত গুছিয়ে কথাগুলো লিখুন
    • শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করুন
    • কালো কালি দ্বারা আবেদন পত্র লিখুন


    অর্ধেক বেতন মওকুফের জন্য আবেদনপত্রে এই বিষয়গুলো সুন্দর মত উল্লেখ করুন। এতে করে আবেদনের গ্রহণযোগ্যতা বাড়ার সম্ভাবনা বেশি থাকে। 


    মূলত আর্থিক অস্বচ্ছলতার কারণে অনেক পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারছে না। বাবা যদি আর্থিকভাবে অসচ্ছল হয়ে থাকে তাহলে এই ভাবে অর্ধেক বেতনের জন্য আবেদন পত্র লিখতে পারেন। 


    উপসংহার:

    অর্ধেক বেতন মওকুফের জন্য আবেদন দরখাস্ত লিখার ক্ষেত্রে তোমার বাবা যে ফুল বেতন প্রদানে কষ্টসাধ্য হচ্ছে এই বিষয়টি ভালোমতো উল্লেখ করতে হবে। সম্পূর্ণ বিষয়টি ভালোমতো লেখার পরেই দু একবার ভালোমতো পড়ে তারপরেই প্রধান শিক্ষক বরাবর আবেদন পত্রটি দিন। 


    এক্ষেত্রে দরখাস্ত কোন ধরনের বানান ভুল আছে কিনা এই বিষয়টি ভালো মতো যাচাই-বাছাই করে দেখুন। যদি কোন ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই পুনরায় অন্য একটি দরখাস্ত লিখে আবারো আবেদন করুন।


    আরো পড়ুন: পরীক্ষা না দেওয়ার জন্য আবেদনপত্র লেখার নিয়ম

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন