আপনি যদি ছোটখাটো পরিসরে ভালো একটা বিজনেস করতে চান তাহলে কলম তৈরির মেশিন দিয়ে বিজনেস শুরু করতে পারেন। বাংলাদেশে কলম তৈরির মেশিন গুলোর দাম ভিন্ন ভিন্ন। মূলত কলম তৈরির মেশিনের ধরন আকার উৎপাদন ক্ষমতা এবং প্রযুক্তির ওপর নির্ভর করে থাকে।
আপনারা যদি কলম তৈরির মেশিন কিনতে চান তাহলে কি ধরনের মেশিন কেনা উচিত এবং কলম তৈরির অটোমেটিক মেশিনের দাম কত এবং ম্যানুয়াল মেশিনগুলোর দাম কত তা সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা পর্যায়ক্রমে তুলে ধরেছি।
কলম তৈরির অটোমেটিক মেশিনের দাম কত
অটোমেটিক কলম তৈরির মেশিনের দাম ৫০,০০০ টাকা থেকে শুরু করে ২০,০০,০০০ টাকা বা তারও বেশি হয়ে থাকে। কলম তৈরির মেশিনের দাম নির্ভর করে মেশিনের উৎপাদন ক্ষমতা এবং প্রযুক্তির মান ও ব্যান্ড অনুযায়ী।
সাধারণত ছোট আকারের অটোমেটিক কলম তৈরির মেশিনের দাম অনেকটাই কম থাকে। তবে এক্ষেত্রে বড় আকারের মেশিন এবং উন্নত প্রযুক্তি যদি ব্যবহার করা হয়ে থাকে মেশিনে তাহলে এই মেশিন গুলোর দাম অনেকটাই বেশি।
অটোমেটিক কলম তৈরির মেশিনগুলো অত্যন্ত দ্রুত কাজ করার জন্য উপযুক্ত। এই ধরনের মেশিনগুলোর মাধ্যমে কলম তৈরির কাজগুলো অটোমেটিক ভাবেই করে থাকে। যেমন প্লাস্টিক কাভার তৈরি করা, কলমের কালি ভর্তি করা, কলমের ফিনিশিং দেওয়া।
আরো পড়ুন: টিসিবি থেকে যে কোন ফ্যামিলির জন্য কার্ড করুন ফ্রিতে
আধুনিক এই অটোমেটিক কলম তৈরির মেশিন গুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে এবং একসাথে প্রায় হাজার হাজার কলম তৈরি করতে সক্ষম হয়।
সেমি অটোমেটিক কলম তৈরির মেশিনের দাম
সেমি অটোমেটিক কলম তৈরির মেশিনের দাম প্রায় ২০,০০০ টাকা থেকে ১০,০০,০০০ টাকার মধ্যে হয়ে থাকে। সেমি অটোমেটিক এই মেশিনগুলোর উৎপাদন ক্ষমতা এবং ব্র্যান্ড অনুযায়ী দাম পরিবর্তিত হয়।
যারা কম বাজেটের মধ্যে কলম তৈরি মেশিন কিনতে যাচ্ছেন তারা চাইলে সেমি অটোমেটিক কলম তৈরির মেশিনগুলো কিনতে পারেন। এক্ষেত্রে ফুল অটোমেটিকের থেকে কিছুটা কম খরচের মধ্যেই সেমি অটোমেটিক মেশিন গুলো পেয়ে যাবেন।
সেমি অটোমেটিক কলম তৈরির মেশিনগুলোতে কিছু কিছু কাজ মানুষের মাধ্যমে করা হয় আর বাদ বাকিগুলো অটোমেটিক ভাবেই মেশিনের মাধ্যমে করা হয় যেমন ইনক ভর্তি, কলমের উপকরণ সংযোজন ইত্যাদি।
ম্যানুয়াল কলম তৈরির মেশিনের দাম
ম্যানুয়াল কলম তৈরির মেশিন গুলোর দাম খুবই কম। বর্তমানে ম্যানুয়াল কলম তৈরির মেশিনের দাম ১০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকার মধ্যে। ম্যানুয়াল কলম তৈরির মেশিনে অনেক কাজই নিজ হাতে করা লাগে।
তবে যারা কম বাজেটের মধ্যে কলম তৈরি মেশিন নিতে চাচ্ছেন তারা চাইলে ম্যানুয়াল কলম তৈরির মেশিন গুলো নিয়ে ছোট পরিসরে বিজনেস শুরু করতে পারেন। সাধারণত ম্যানুয়াল মেশিনগুলোতে হাতে কাজ করা হয় এবং এই মেশিনগুলোর অন্যান্য প্রক্রিয়া পরিচালনা করার জন্য অবশ্যই শ্রমিকের প্রয়োজন পড়ে।
আরো পড়ুন: সার্ভেয়ার কোর্স করে হয়ে যান আমিন সরকারিভাবে
কলম তৈরির মেশিন কোথায় পাবেন
কলম তৈরির মেশিন গুলো যন্ত্রাংশ লোকাল মার্কেট গুলোতেও পাওয়া যায় অথবা অনলাইনে বিভিন্ন প্লাটফর্ম রয়েছে সেগুলোতেও কিনতে পারবেন। এছাড়াও ফেসবুক মার্কেট প্লেসে কলম তৈরি মেশিন বিক্রি করে থাকে।কলম তৈরির মেশিনের সুবিধা এবং ব্যবহার
কলম তৈরির মেশিনগুলোর মাধ্যমে খুব সহজেই অধিক পরিমাণ কলম তৈরি করা যায় দ্রুত সময়ের মধ্যে। এক্ষেত্রে অটো বা সেমি অটো মেশিন গুলোর মাধ্যমে একসঙ্গে অনেকগুলো কলম কোন ধরনের কর্মী ছাড়াই তৈরি করা যায়।
আপনি যদি ভালো পরিসরে ব্যবসায়ী কাজের জন্য উৎপাদন ক্ষমতা বাড়াতে চান তাহলে অবশ্যই আপনার জন্য সেমি অটোমেটিক কলম তৈরির মেশিন অথবা কলমের অটোমেটিক ফুল মেশিন
নিতে পারেন।
আরো পড়ুন: প্রিন্ট মেশিনের দাম কত এবং এবং কোন মেশিনটি নেওয়া ভালো দেখুন
উপসংহার:
কলম তৈরি মেশিনের দাম বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। এক্ষেত্রে বর্তমান সময়ে কলম তৈরির মেশিন গুলো যদি নিতে চান সে ক্ষেত্রে আপনাকে বিবেচনা করতে হবে আপনি কি ধরনের মেশিন নিচ্ছেন তার ওপর। কেননা এখানে কয়েক ধরনের মেশিন পাওয়া যায় ফুল অটোমেটিক এবং সেমি অটোমেটিক।
তাই আপনি কি ধরনের মেশিন নিতে চাচ্ছেন সেটা আগে অনলাইনে দেখে ডিসাইড করে তারপরে সিদ্ধান্ত নিন। কেননা এই মেশিন গুলো নেওয়ার পরে আপনি একসাথে অনেকগুলো কলম তৈরি করতে পারবেন
একটি মন্তব্য পোস্ট করুন