সৌদি আরব যেতে কি কি কাগজ লাগে ২০২৫–সম্পূর্ণ তথ্য

    সৌদি আরব যেতে কি কি কাগজ লাগে ২০২৫


    সৌদি আরব কাজের জন্য অথবা হজ, ওমরাহ, বা স্টুডেন্ট ভিসা করার জন্য সঠিক কাগজপত্র থাকা অত্যন্ত জরুরী। ২০২৫ সালে সৌদি আরবে যাওয়ার জন্য প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগে এই বিষয়গুলো নিয়ে নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো। 


    আপনি সৌদি আরবের যেকোনো ধরনের ভিসা করেন না কেন এই কাগজপত্র গুলো অবশ্যই দেখানো লাগবে। এই কাগজগুলো ছাড়া আপনি ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন না। তাই আজকে আমরা সৌদি আরবের যেকোনো ধরনের ভিসা আবেদন করার ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগে তা এখানে উল্লেখ করেছি। 


    সৌদি আরব যেতে কি কি কাগজ লাগে ২০২৫

    সৌদি আরব আপনি কি উদ্দেশ্যে যাচ্ছেন সেই অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা পরিবর্তন হতে পারে। সৌদি আরবের বিভিন্ন ভিসার জন্য প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগে তা তুলে ধরা হলো:


    ১. ওয়ার্ক ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

    • আসল পাসপোর্ট (৬ মাস মেয়াদ থাকতে হবে)
    • দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
    • সৌদি আরবের কোম্পানির স্পন্সরশিপ লেটার।
    • চাকরির চুক্তিপত্র অফার লেটার।
    • শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় কাগজপত্র।
    • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (সর্বশেষ ৩ মাসের)
    • স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট (অনুমোদিত মেডিকেল সেন্টার হতে)
    • গামকা মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট।
    • নির্দিষ্ট কাজের উপর দক্ষতার প্রমাণ (যদি চাই)
    • ভিসা স্টাম্পিং সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য।


    নোটিশ: এছাড়াও আপনি যদি কোন এজেন্সির মাধ্যমে যান সেই এজেন্সির সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন যারও কি কি কাগজপত্র লাগতে পারে। মূলত কাজের ভিসার জন্য কিন্তু অনেক সময় দক্ষতা বা অভিজ্ঞতার প্রমাণ চেয়ে থাকে। 


    তাই এক্ষেত্রে আপনি যখন কাজের ভিসা নিয়ে সৌদি আরবে যাবেন তখন আপনার এজেন্সির মাধ্যমে এ বিষয়টি আগে থেকে জেনে নিবেন। দক্ষতা দেখানোর জন্য প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগতে পারে এই বিষয়টা। 


    ২. হজ বা ওমরা ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

    • পাসপোর্ট (৬ মাস মেয়াদ থাকতে হবে)
    • দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
    • ভোটার আইডি কার্ডের ফটোকপি।
    • দুই কপি পাসপোর্ট সাইজের ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
    • হজের বা ওমর অফিসার আবেদন ফরম।
    • এজেন্সির মাধ্যমে বুকিং এর কাগজপত্র।
    • পরিবার সদস্যদের জন্য সংশ্লিষ্ট কাগজপত্র (যদি পরিবার যাই)
    • মেডিকেল রিপোর্ট। (বাধ্যতামূলক)


    হজ করার জন্য কিন্তু এজেন্সি অনুযায়ী কাগজপত্র পরিবর্তিত হতে পারে। তাই আপনি যে এজেন্সি গুলোর মাধ্যমে যাবেন সেই এজেন্সির মাধ্যমে কি কি কাগজপত্র লাগবে তার একটি তালিকা আগে থেকেই জেনে নিতে পারেন।


    ৩. স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

    • পাসপোর্ট
    • এডমিশন লেটার
    • স্কলারশিপ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র
    • বৈধ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনুমোদন পত্র
    • সর্বশেষ ৩ মাসের পুলিশ ক্লিয়ারেন্স
    • ৬ মাসের ব্যাংক স্টেটমেন্টের কাগজ
    • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
    • আরবি ভাষায় পারদর্শী তার প্রমাণ পত্র
    • সকল প্রয়োজনীয় কাগজপত্র গুলো আরবিতে ট্রান্সলেট
    • স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট

    নোটিশ: স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন সকল কাগজপত্র গুলো কিন্তু আরবিতে ট্রান্সলেট করে নিতে হয়। এক্ষেত্রে অনলাইন থেকে ট্রান্সলেট করে নিয়ে পরবর্তীতে সেগুলো প্রিন্ট করে আবেদন পত্রের সাথে সংযুক্ত করুন। 


    ৪. ভ্রমণ ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

    • পাসপোর্ট (৬ মাস মেয়াদ থাকতে হবে)
    • ভিসা আবেদন ফরম (অনলাইন থেকে সংগ্রহ করুন)
    • ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
    • ভোটার আইডি কার্ডের ফটোকপি।
    • হোটেল বুকিং এর কপি।
    • সর্বশেষ ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
    • ফ্লাইট কনফার্মেশন টিকিট।
    • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
    • স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট।
    • ভিসা ফি পরিষদের রশিদ।


    সৌদি আরবের ভ্রমণ ভিসার জন্য কাগজপত্র পরিবর্তিত হতে পারে। বাংলাদেশের এজেন্সি গুলো উপরে উল্লেখিত কাগজগুলোই নিয়ে থাকে। মূলত প্রত্যেকটা এজেন্সি প্রয়োজনেও কাগজপত্র কি কি লাগে তা আগেই জানিয়ে দেয়। 


    ৫,ব্যবসায়িক ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

    • ব্যবসায়িক আমন্ত্রণপত্র (সৌদি আরবের কোম্পানি থেকে)
    • কোম্পানির নিবন্ধন সনদপত্র
    • ব্যাংক স্টেটমেন্টের কপি
    • ট্রেড লাইসেন্সের কপি
    • ইনকাম ট্যাক্সের কপি
    • পাসপোর্ট ও দুই কপি সাদা ব্যাকগ্রাউন্ড ছবি

    ব্যবসায়িক ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যে কোন সময় পরিবর্তিত হতে পারে। সৌদি দূতাবাস থেকে নতুন প্রয়োজনীয় কি কি কাগজপত্র গুলো লাগে জেনে নিতে পারেন। 


    ৬. বিমানবন্দরে অতিরিক্ত প্রয়োজনীয় কাগজপত্র লাগতে পারে

    • ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র
    • ইমিগ্রেশন ফর্ম
    • রিটার্ন টিকিট
    • যাত্রার উদ্দেশ্য সংক্রান্ত প্রমাণ
    • ভোটার আইডি কার্ডের কপি
    • পাসপোর্ট

    সৌদি আরবে যে কোন ধরনের ভিসার ক্ষেত্রেই এই প্রয়োজনীয় কাগজপত্র গুলো রাখা লাগে। এক্ষেত্রে বিমানবন্দরের প্রথম গেটে ঢোকার সময় এই সমস্ত কাগজপত্র দেখতে চাওয়া হয়। 


    আরো পড়ুন: সরকারিভাবে কাতারে যাওয়ার খরচ কত এবং বেতন


    উপসংহার:

    সৌদি আরবে যেতে হলে অবশ্যই সঠিক প্রয়োজনীয় কাগজপত্র গুলো আগে থেকেই প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। প্রতিটি বিচার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কাগজপত্র লাগে। তাই প্রয়োজনীয় কাগজপত্র গুলো আগে থেকেই সংরক্ষণ করুন। 


    এ সমস্ত কাগজপত্র যদি কোন ধরনের ভুল ত্রুটি থাকে যেমন, নামের বানান অথবা আরো অন্যান্য কোথাও যদি ভুল স্পেলিং থাকে তাহলে অবশ্যই সেটা আগে থেকেই সমাধান করে রাখুন। 

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন