সেমিস্টার ফি মওকুফের জন্য আবেদন পত্র লিখার নিয়ম (নমুনা কপি)

    সেমিস্টার ফি মওকুফের জন্য আবেদন পত্র


    আমাদের মধ্যে অনেকেই আছে যারা আর্থিক অসুস্থতার কারণে সেমিস্টার ফি দিয়ে কলেজে পড়াশোনা করা অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। তাই আপনার কলেজের সেমিস্টার ফি মওকুফের জন্য প্রতিষ্ঠান প্রধানের কাছে আবেদন করতে পারেন। সেমিস্টার ফি মওকুফের জন্য আবেদন পত্র লিখার নিয়ম নিয়ে এই কন্টেন্ট এ বিস্তারিত তুলে ধরেছি। 


    কিভাবে সেমিস্টার ফি মওকুফের জন্য আবেদন পত্র লিখতে হয় এবং কোন বিষয়গুলো আবেদন পত্রের মধ্যে উল্লেখ করতে হয় এই বিষয়গুলো এখানে দেখতে পারবেন। এবং আমরা যে আবেদন পত্রটি লিখে দেখাবো সেটা হুবহু আপনার লিখে শুধুমাত্র নাম ঠিকানা চেঞ্জ করে দিলেই সেমিস্টার ফি মওকুফের জন্য আবেদন পত্র লিখা হয়ে যাবে। 


    সেমিস্টার ফি মওকুফের জন্য আবেদন পত্র

    তারিখ: ১৪/০২/২০২৫

    বরাবর,

    অধ্যক্ষ,

    রাজশাহী বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী


    বিষয়: সেমিস্টার ফি মওকুফের জন্য আবেদন পত্র


    জনাব,

    সবিনয় নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানের একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। আমি অত্র প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের অধ্যয়নরত। আমি পত্র প্রতিষ্ঠানের বিগত মাসের সেমিস্টার ফি পরিশোধ করে আসছি। আমার বাবা একজন রিকশাচালক হওয়ার কারণে তার রোজগার দিয়ে আমার পুরো পরিবারের ভরণপোষণ চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার কারণে পরিবারের চাহিদা মিটানো দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। 


    অতএব,

    মহোদয়ের কাছে আমার বিনীত প্রার্থনা, আমার আর্থিক অবস্থা বিবেচনা করে প্রতিষ্ঠানের সেমিস্টার ফি মওকুফের জন্য সদয় দৃষ্টি দেওয়ার অনুরোধ করছি।


    নিবেদক

    নাম: আলামিন বিশ্বাস

    বিভাগ: বিজ্ঞান (তৃতীয় বর্ষ)

    রোল: ১১৬৪৮


    বিশেষ দ্রষ্টব্য:

    সরকারি বেসরকারি উভয় প্রতিষ্ঠানে সেমিস্টার ফি মওকুফ করার সুযোগ থাকে। তাই আপনি যদি আপনার প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে সেমিস্টার ফি মওকুফ করতে চান তাহলে অবশ্যই এই দরখাস্তটি হুবহু লিখে জমা দিতে পারেন। 


    আরো পড়ুন: রবিতে ১৭ টাকায় ২ জিবি ইন্টারনেট ৭ দিন মেয়াদ


    যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ তারাই শুধুমাত্র এখানে আবেদন করে থাকে। তাই আপনি যদি আপনার প্রতিষ্ঠানের সেমিস্টার মওকুফ করে নিতে চান তাহলে অবশ্যই নিচের দেওয়া নিয়ম অনুসারে আবেদন পত্র লিখে প্রতিষ্ঠান প্রধানের কাছে জমা দিন।


    সেমিস্টার ফি মওকুফের জন্য আবেদন পত্র নমুনা কপি

    তারিখ: ০০/০০ /২০২৫

    বরাবর,

    অধ্যক্ষ,

    (এখানে নিজ কলেজের নাম লিখুন)


    বিষয়: সেমিস্টার ফি মওকুফের জন্য আবেদন পত্র


    জনাব,

    সবিনয় নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানের একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। আমি অত্র প্রতিষ্ঠানের (...বিভাগের নাম ও বর্ষ উল্লেখ করুন....) অধ্যয়নরত। আমি পত্র প্রতিষ্ঠানের বিগত মাসের সেমিস্টার ফি পরিশোধ করে আসছি। আমার বাবা একজন (...পেশা উল্লেখ করুন ...) হওয়ার কারণে তার রোজগার দিয়ে আমার পুরো পরিবারের ভরণপোষণ চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার কারণে পরিবারের চাহিদা মিটানো দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। 


    অতএব,

    মহোদয়ের কাছে আমার বিনীত প্রার্থনা, আমার আর্থিক অবস্থা বিবেচনা করে প্রতিষ্ঠানের সেমিস্টার ফি মওকুফের জন্য সদয় দৃষ্টি দেওয়ার অনুরোধ করছি।


    নিবেদক

    নাম:.....(নিজের নাম লিখুন )

    বিভাগ: .............(বিভাগের নাম ও বর্ষ)

    রোল: .........(রোল নাম্বার লিখুন)


    সেমিস্টার ফি মওকুফ করার জন্য কিভাবে আবেদন পত্র লিখতে হয় এবং লিখার সঠিক নিয়ম কি এই বিষয় নিয়ে উপরে বিস্তারিতভাবে হুবহু একটি নমুনা কপি দেখানো হয়েছে। সেমিস্টার ফি মওকুফ করার জন্য আপনার বাবার পেশা এবং দারিদ্রতার কারণ উল্লেখ করতে হয়।


    আরো পড়ুন: ফুল বেতন মওকুফের জন্য আবেদন করুন পিডিএফ সহ


    সেমিস্টার ফি মওকুফ করার জন্য আবেদন পত্র লিখার টিপস

    সঠিক নিয়মে সেমিস্টার ফি মওকুফ করার জন্য আবেদন পত্র লিখলে আবেদন পত্র গ্রহণ করা সম্ভাবনা বেশি থাকে। নিচের নিয়ম গুলো ফলো করে আবেদনপত্র লেখা সম্পন্ন করুন:

    • কালো কালি দ্বারা আবেদনপত্র লিখুন
    • আর্থিক অসচ্ছলতার কারণ উল্লেখ করুন
    • বেতন প্রদানে সক্ষম না সেটি তুলে ধরুন
    • আবেদনপত্র কোন ধরনের ভুল ত্রুটি করা যাবেনা
    • শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করুন
    • আবেদনপত্র ভুল হলে পুনরায় নতুন আবেদন পত্র লিখুন
    • নামের বানান এবং তারিখ সঠিকভাবে লিখুন
    • দরখাস্তের মধ্যে বিষয়টি বুঝিয়ে তুলুন

    এভাবে সেমিস্টার ফি মওকুফের জন্য আবেদন পত্র লিখে প্রতিষ্ঠান বরাবর প্রধানের কাছে জমা দিন। সেমিস্টার ফি মওকুফ করার জন্য এভাবে আবেদন পত্র লিখলে আবেদন পত্র গ্রহণ করা সম্ভাবনা সব থেকে বেশি থাকে।


    উপসংহার:

    প্রায় প্রত্যেকটি প্রতিষ্ঠানে সেমিস্টার ফি মওকুফ করার সুযোগ থাকে। তাই আপনার পারিবারিক অস্বচ্ছলতা থাকে তাহলে অবশ্যই আপনি আপনার প্রতিষ্ঠানে আবেদনের মাধ্যমে সেমিস্টার ফি মওকুফ করে নিতে পারবেন। 


    এজন্য সঠিক নিয়মে আবেদন পত্রটি লিখে প্রতিষ্ঠান প্রধানের কাছে জমা দিন। এক্ষেত্রে অন্যান্য শিক্ষকদেরও সত্যায়িত করে নিতে পারেন এতে করে আবেদন গ্রহণ করার সম্ভাবনা সব থেকে বেশি থাকে।


    আরো পড়ুন: বিদেশে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার সুযোগ দেখুন

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন