কৃষি ডিপ্লোমা করার পরে অনেক শিক্ষার্থী আছে যারা কিনা উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে স্কলারশিপ নিয়ে যেতে চান। বর্তমান বিশ্বে কৃষিবিজ্ঞান ও কৃষি প্রযুক্তির গুরুত্ব দিন দিন বাড়তেই আছে। বর্তমান সময়ে উন্নত দেশগুলো কৃষি ডিপ্লোমা করে বিদেশে স্কলারশিপ এর সুযোগ প্রদান করছে।
ডিপ্লোমা করে বিদেশে স্কলারশিপ ২০২৫ কিভাবে আবেদন করবেন এবং যোগ্যতা কি কি থাকা লাগে তা সকল প্রক্রিয়াগুলো পর্যায়ক্রমে আজকে আমরা এই কন্টেন্টের মধ্যেই তুলে ধরব। কৃষি ডিপ্লোমা করে বিদেশে স্কলারশিপ সম্পূর্ণ ফ্রিতে কিভাবে পাওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক।
কেন কৃষি ডিপ্লোমা করে বিদেশ যাবেন
- উন্নত প্রযুক্তি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনার শিক্ষা অর্জনের সুযোগ।
- আন্তর্জাতিক মানের ডিগ্রি পাওয়ার মাধ্যমে ক্যারিয়ারের উন্নতি করা যায়।
- গবেষণা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের সুযোগ পাওয়া যায়।
- বিদেশে শিক্ষার পাশাপাশি বিদেশেই কাজ পাওয়ার যায়।
- উচ্চ বেতনে দেশে এবং বিদেশে চাকরি পাওয়া যায়।
এছাড়াও কৃষি বিষয়ে যদি বিদেশে স্কলারশিপ পান কম খরচের মধ্যেই উচ্চমানের ডিগ্রী অর্জন করতে পারবেন এবং বিদেশে ভালো কোনো প্রতিষ্ঠানে অথবা কৃষি কাজের সাথে নিজেকে নিয়োজিত রাখতে পারবেন।
আরো পড়ুন: দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা খরচ, আবেদন প্রক্রিয়া
কৃষি স্কলারশিপ পাওয়ার যোগ্যতা
- স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কৃষি ডিপ্লোমা সম্পন্ন করা।
- GPA ৩.০ বা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া।
- ELTS/TOEFL স্কোর ৬.৫/৭.০০ (বিশ্ববিদ্যালয়ের শর্ত অনুযায়ী)।
- গবেষণায় আগ্রহী হলে স্কলারশিপের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
- কিছু স্কলারশিপ সম্পূর্ণ ফ্রি হলেও কিছু ক্ষেত্রে পার্টিয়াল ফান্ডিং থাকে।
এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপের মাধ্যমে সুযোগ পেলে সম্পূর্ণ ফ্রিতে অথবা হাফ টিউশন ফিতেও পড়াশোনা করতে পারবেন। তবে দেশের বাহিরে যদি নিজের খরচে আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কৃষি বিষয় নিয়ে পড়াশোনা করতে চান সে ক্ষেত্রে কিন্তু খরচ অনেক বেশি পড়বে।
কোন কোন দেশে কৃষি ডিপ্লোমার জন্য স্কলারশিপ পাওয়া যায়?
১/যুক্তরাষ্ট্র
- স্কলারশিপ: Fulbright Scholarship, USDA Scholarship
- বিশ্ববিদ্যালয়: University of California, Texas A&M University
২/কানাডা
- স্কলারশিপ: Vanier Canada Graduate Scholarship, University Grants
- বিশ্ববিদ্যালয়: University of Guelph, University of Saskatchewan
৩/অস্ট্রেলিয়া
- স্কলারশিপ: Australia Awards Scholarship, ACIAR Scholarship
- বিশ্ববিদ্যালয়: University of Queensland, Charles Sturt University
৪/নেদারল্যান্ডস
- স্কলারশিপ: Orange Knowledge Programme (OKP), Wageningen University Scholarship
- বিশ্ববিদ্যালয়: Wageningen University, University of Amsterdam
৫/জাপান
- স্কলারশিপ: MEXT Scholarship, JICA Scholarship
- বিশ্ববিদ্যালয়: University of Tokyo, Kyoto University
এছাড়া আরো উন্নত দেশগুলোতেও কৃষি ডিপ্লোমা করে বিদেশে স্কলারশিপের সুযোগ প্রদান করে থাকে।যেমন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জাপান, পর্তুগাল সহ আরো অনেক দেশ রয়েছে। তাই আপনারা যদি চিন্তাভাবনা করেই থাকেন তাহলে সব দেশগুলোতেই কৃষি ডিপ্লোমা করে বিদেশে স্কলারশিপের সুযোগ নিতে পারেন।
কৃষি ডিপ্লোমা করে স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া
কৃষি ডিপ্লোমা সম্পন্ন করার পরে বিদেশে স্কলারশিপ প্রদানকারী বিশ্ববিদ্যালয়গুলোতে প্রোগ্রাম খুঁজে বের করুন। বিদেশী বিশ্ববিদ্যালয় গুলোর ওয়েবসাইট এর মাধ্যমে ও সরকারি ওয়েবসাইট গুলোর মাধ্যমে দেখতে পারেন।
কৃষি স্কলারশিপের প্রয়োজনীয় কাগজপত্র
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
- ভাষা দক্ষতার সার্টিফিকেট (IELTS/TOEFL)।
- রিসার্চ প্রপোজাল (যদি প্রয়োজন হয়)।
- স্টেটমেন্ট অব পারপাস (SOP)।
- দুই বা ততোধিক সুপারিশপত্র।
- ৬ মাস মেয়াদের ভ্যালিড পাসপোর্ট।
- দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
- ভোটার আইডি কার্ডের ফটোকপি।
- পুলিশ ক্লিয়ার এন্ড সার্টিফিকেট।
- স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট।
বিদেশী বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন কি কি প্রয়োজনীয় কাগজপত্র গুলো লাগবে। তাই সেই অনুযায়ী কাগজপত্রগুলো প্রস্তুত রাখুন।
আরো : দক্ষিণ কোরিয়া লটারি আবেদন প্রক্রিয়া কবে শুরু দেখুন
কৃষি স্কলারশিপের আবেদন ফরম পূরণ করুন
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন ফরম পাওয়া যায়। আবেদন ফরম গুলো বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট সময়ের মধ্যেই পূরণ করে জমা দিতে হয়। এক্ষেত্রে বিদেশী বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত বছরের সব সময় ভর্তি প্রক্রিয়া চলমান থাকে।
কৃষি স্কলারশিপের আবেদন ফি কত?
কৃষি স্কলারশিপের ইন্টারভিউ প্রস্তুতি
কৃষি স্কলারশিপের আবেদন সম্পন্ন হয়ে গেলে পরবর্তীতে ইন্টারভিউ এর জন্য অ্যাম্বাসিতে ডাকা হয়। এবং সেখানে আপনার ভবিষ্যৎ বিষয়গুলো নিয়ে জানতে চাই এবং কি কারণে আপনি স্কলারশিপ নিচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে একটি নিশ্চিত ধারণা দিতে হয়।
স্কলারশিপের অনুমোদনের জন্য অপেক্ষা
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে ইন্টারভিউ তারপরেই আপনাকে স্কলারশিপের জন্য অপেক্ষা করতে হবে। স্কলারশিপ সম্পূর্ণ হয়ে গেলে এম্বাসির মাধ্যমে ৪৫ দিন থেকে ৯০ দিনের মধ্যেই ভিসা পেয়ে যাবেন। তারপরে মূলত বিদেশে কৃষি স্কলারশিপ নিয়ে যেতে পারবেন।
সর্বশেষ কথা
কৃষি ডিপ্লোমা করে বিদেশে স্কলারশিপ পাওয়ার জন্য সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপরের নিয়ম অনুযায়ী আবেদন করলে আপনার বিদেশ কৃষি স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বাড়বে। কৃষি শিক্ষায় উচ্চতর ডিগ্রি নিতে চাইলে এখনই প্রস্তুতি নিন! এবং প্রয়োজনীয় কাগজপত্র গুলো প্রস্তুত রাখুন।
একটি মন্তব্য পোস্ট করুন