কৃষি ডিপ্লোমা করে কী চাকরি পাওয়া যায়? সরকারি, বেসরকারি ও বিদেশের সুযোগ

    কৃষি ডিপ্লোমা করে কি কি চাকরি করা যায়


    বর্তমানে কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত। আধুনিক কৃষি ব্যবস্থাপনায় দক্ষ জনবল তৈরি করতে কৃষি ডিপ্লোমা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কর্মসূচি। এই ডিপ্লোমা শেষ করার পর চাকরির বিভিন্ন সম্ভাবনা রয়েছে বাংলাদেশে এবং বিদেশে, যা সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে চাকরি পাওয়া যায়। অনেকেই জানতে চান, "কৃষি ডিপ্লোমা করে কি কি চাকরি করা যায়?" এই আর্টিকেলে আমরা বিস্তারিতভাবে জানাবো।


    কৃষি ডিপ্লোমা কেন গুরুত্বপূর্ণ?

    বাংলাদেশে কৃষি ডিপ্লোমা একটি ৪ বছর মেয়াদী কারিগরি শিক্ষা কোর্স, যা কৃষির বিভিন্ন বিষয়ে দক্ষতা বাড়ায়। এতে কৃষি বিজ্ঞান, মাটি ও পানি সংরক্ষণ, ফসল উৎপাদন, পশুপালন, কৃষি যন্ত্রপাতি ব্যবহার এবং কৃষি বিপণনের মতো বিষয়গুলো শেখানো হয়। যারা সরকারি, বেসরকারি এবং উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এই কৃষি ডিপ্লোমা অত্যন্ত কার্যকরী।


    কৃষি ডিপ্লোমা করে কি কি চাকরি করা যায়

    ১/সরকারি চাকরি

    বর্তমানে যারা সরকারি খাতে চাকরি করতে চান, তাদের জন্য কৃষি ডিপ্লোমা সম্পূর্ণ করে সরকারি চাকরিতে ভালো সুযোগ তৈরি করে নিতে পারেন। বাংলাদেশে সরকারি কৃষি সংস্থাগুলোতে প্রতি বছর বিভিন্ন পদে লোক নিয়োগ দিয়ে থাকে।


    সরকারি চাকরির সুযোগ:

    • কৃষি সম্প্রসারণ অফিসার 
    • উপসহকারী কৃষি কর্মকর্তা 
    • কৃষি গবেষণা ইনস্টিটিউটের টেকনিশিয়ান 
    • বীজ ও সার পরিদর্শক 
    • জেলা কৃষি অফিস বা উপজেলা কৃষি অফিসের সহকারী কর্মকর্তা

    সরকারি চাকরির জন্য সাধারণত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC)কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE) এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) থেকে প্রত্যেক বছর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।


    আরো পড়ুন: ডিপ্লোমা করে বিএসসি করতে কত টাকা লাগে? সম্পূর্ণ খরচ


    ২/বেসরকারি চাকরি

    বর্তমানে বাংলাদেশ বেসরকারি খাতে কৃষি ডিপ্লোমাধারীদের জন্য প্রচুর চাকরির সুযোগ রয়েছে, বিশেষ করে কৃষিভিত্তিক কোম্পানি, ফার্ম, ও বিভিন্ন এনজিওতে। বছরের বিভিন্ন সময় এই সেক্টরগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। 


    বেসরকারি চাকরির সুযোগ:

    • কৃষি প্রকৌশলী বা ফার্ম ম্যানেজার।
    • বীজ কোম্পানিতে ফিল্ড অফিসার। 
    • কৃষি যন্ত্রপাতি বিক্রয় ও মার্কেটিং অফিসার।
    • ফিড মিল বা খাদ্য উৎপাদন কোম্পানিতে টেকনিক্যাল এক্সপার্ট।
    • এনজিওতে কৃষি উন্নয়ন অফিসার।

    এছাড়াও বাংলাদেশে বেসরকারি কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা বছরের বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। পর্যায়ক্রমে নিচে জনপ্রিয় বেসরকারি কৃষি প্রতিষ্ঠানের লিস্ট তুলে ধরা হলো:


    বেসরকারি কৃষি প্রতিষ্ঠান:

    • ACI Agribusiness
    • Lal Teer Seed Ltd.
    • BRAC Agricultural Program
    • Pran-RFL Group
    • Square Agro

    এছাড়াও বাংলাদেশে অনেক কৃষি প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে প্রত্যেক বছর ভালো বেতনে চাকরির সুযোগ দিয়ে থাকে। এছাড়াও কিসে সেক্টরে আরো বিশেষ কিছু রয়েছে যেগুলো থেকে আপনি ভালো ক্যারিয়ার গঠন করতে পারবেন দেখতে থাকুন। 


    আরো পড়ুন: ডিপ্লোমা করে বিদেশে স্কলারশিপের সুযোগ আবেদন করুন নিজেই


    ৩/কৃষি উদ্যোক্তা হওয়ার সুযোগ

    কৃষিতে যেকোনো চাকরির পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও কৃষি ডিপ্লোমাধারীরা সুযোগ করে নিতে পারেন। কৃষি পণ্য উৎপাদন ও বিপণনের মাধ্যমে নিজের কর্মসংস্থান তৈরি করা সম্ভব।

    কৃষি উদ্যোক্তা হওয়ার কিছু ক্ষেত্র

    • কীটনাশকমুক্ত খাদ্য উৎপাদন।
    • গরু ও ছাগল পালনের মাধ্যমে দুধ উৎপাদন।
    • আধুনিক প্রযুক্তিতে মাছ উৎপাদন।
    • পানিহীন কৃষি চাষ।
    • নার্সারি ও গার্ডেনিং ব্যবসা।
    বর্তমানে বাংলাদেশ সরকার কৃষি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা ও প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে, যা নতুন উদ্যোক্তাদের জন্য অনেক বড় সুযোগ হয়ে উঠেছে।


    বাংলাদেশে অনেক কিছু উদ্যোক্তা রয়েছে যারা কিনা কোন ধরনের কৃষি ডিপ্লোমা না করেও ভালো একটি পর্যায়ে তৈরি করে নিয়েছে। তাই আপনি যদি এই সেক্টরগুলোতে কাজ করতে পারেন তাহলে ভাল ক্যারিয়ার করা সম্ভাবনা আছে। 


    কৃষি ডিপ্লোমা পাসের পর বিদেশে চাকরি

    বহির বিশ্বে কৃষি খাতে চাকরির অনেক চাহিদা রয়েছে। অনেক উন্নত দেশে কৃষি প্রযুক্তি ও দক্ষ শ্রমিকের অভাব থাকায় কৃষি ডিপ্লোমাধারীরা সহজেই কাজের সুযোগ পেতে পারেন। এবং বরাবরি বাংলাদেশ থেকে কৃষি কাজ নিয়ে বিভিন্ন দেশে কর্মীরা কাজ করছে।


    বিদেশে কৃষি চাকরির সুযোগ

    • মধ্যপ্রাচ্যে কৃষি প্রযুক্তিবিদ ও কৃষি পরামর্শক।
    • ইউরোপ ও অস্ট্রেলিয়ায় কৃষি গবেষণাগারে টেকনিশিয়ান।
    • কানাডা ও যুক্তরাষ্ট্রে স্মার্ট ফার্মিং ও গ্রীনহাউস টেকনিশিয়ান।
    • জাপানে কৃষি শ্রমিক ও কৃষি প্রকৌশলী।
    • ইতালিতে কৃষি শ্রমিক কৃষি প্রকৌশলী।
    • ইংল্যান্ডের কৃষি শ্রমিক এবং কৃষি প্রকৌশলী।

    এছাড়াও আরো দেশ কৃষি দক্ষতা ভিত্তিক কৃষি ওয়ার্ক ভিসার সুযোগ দিচ্ছে, যা কৃষি ডিপ্লোমাধারীদের জন্য নতুন দুয়ার খুলে দিয়েছে। এবং বাংলাদেশের তুলনায় বিদেশে বেতন বেশি এবং কাজের সুযোগ বেশি। 


    কৃষি ডিপ্লোমাদের বেতন কত?

    কৃষি খাতে বেতন চাকরির ধরণ, অভিজ্ঞতা ও কাজের স্থান অনুযায়ী বেতন নির্ধারিত হয়ে থাকে। নিচে সরকারি বেসরকারি এবং বিদেশে কৃষি ডিপ্লোমাদের বেতনের বিস্তারিত তুলে ধরা হলো:


    সরকারি চাকরিতে বেতন

    উপসহকারী কৃষি কর্মকর্তার প্রাথমিক বেতন ২২,০০০ থেকে ২৬,০০০ টাকা ও পরবর্তীতে পদোন্নতি হলে বেতন হতে পারে ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা। এছাড়াও সরকারি বেতনবো না এবং অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে। 


    বেসরকারি চাকরিতে বেতন

    ফিল্ড অফিসার/বীজ কোম্পানিতে বেতন ১৮,০০০ থেকে ৩০,০০০ টাকা এবং ফার্ম ম্যানেজার/সুপারভাইজার পদে বেতন ২৫,০০০ থেকে ৫০,০০০ টাকা। দুই ঈদের বোনাসহ অন্যান্য বোনাস প্রদান করা হয়ে থাকে।


    বিদেশে কৃষি চাকরির বেতন:

    বর্তমানে মধ্যপ্রাচ্যে কৃষি কাজের বেতন ৬০,০০০ থেকে ৮০,০০০ টাকা। ইউরোপ,কানাডা,অস্ট্রেলিয়ায় কৃষি কাজের বেতন ১,৫০,০০০ থেকে ৩,০০,০০০ টাকা। এছাড়াও এ সমস্ত দেশগুলোতে অভিজ্ঞতা অনুযায়ী বেতন আরো বেশি হয়ে থাকে।


    আরো পড়ুন: দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা  খরচ, আবেদন প্রক্রিয়া


    উপসংহার:

    বাংলাদেশ থেকে কৃষি ডিপ্লোমা সম্পন্ন করার পর সরকারি, বেসরকারি, বিদেশে চাকরি এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে। আপনি যদি কৃষি খাতে ক্যারিয়ার গড়তে চান, তাহলে এটি একটি ভালো বিকল্প সুযোগ হতে পারে। ভবিষ্যতে কৃষি প্রযুক্তি ও স্মার্ট ফার্মিং-এর চাহিদা বৃদ্ধির কারণে এই পেশার গুরুত্ব আরও বাড়বে বলে জানিয়েছে কি কৃষি অভিজ্ঞরা।

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন