টেক্সটাইল শ্রমিকদের বেতন গেজেট ২০২৫: নতুন বেতন কাঠামো

    টেক্সটাইল শ্রমিকদের বেতন গেজেট


    বর্তমানে টেক্সটাইল খাতে কর্মরত শ্রমিকদের জন্য ২০২৫ সালের নতুন বেতন কাঠামো গেজেট প্রকাশ করেছে। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার লক্ষ্যে সরকার নতুন এই বেতন কাঠামো নির্ধারণ করেছে। যা আগের তুলনায় কিছুটা বেতন বৃদ্ধি পেয়েছে। 


    আজকে আপনারা এই কনটেন্ট এর মধ্যে টেক্সটাইল শ্রমিকদের নতুন বেতন গেজেট সম্পর্কে দেখতে পারবেন এছাড়াও অন্যান্য ভাতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যে আজকে আমরা এই কনটেন্ট এর মধ্যে তুলে ধরেছি। 


    টেক্সটাইল শ্রমিকদের বেতন গেজেট ২০২৫

    ২০২৫ সালে টেক্সটাইল শ্রমিকদের মূল বেতন ১,০০০-১,৫০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে শ্রমিকদের দাবি করেছে এই বেতন বৃদ্ধি অনেকেই পর্যাপ্ত মনে করছেন না। বর্তমানে টেক্সটাইল শ্রমিকদের গ্রেড অনুযায়ী কত ভাতা প্রদান করছে নিচে উল্লেখ করা হলো:


    টেক্সটাইল শ্রমিকদের বেতন তালিকা ২০২৫

    গ্রেড অনুযায়ী টেক্সটাইল শ্রমিকদের বেতন তালিকা নিচে তুলে ধরা হলো:

    গ্রেডমূল বেতন বাড়ি ভাড়াভাতা মোট বেতন
    গ্রেড ১৯,০০০৪,৫০০২,৫০০১৬,০০০
    গ্রেড ২৮,৫০০৪,০০০২,৪০০১৪,৯০০
    গ্রেড ৩৮,০০০৩,৮০০২,২০০১৪,০০০
    গ্রেড ৪৭,৫০০৩,৫০০২,০০০১৩,০০০
    গ্রেড ৫৭,০০০৩,২০০১,৮০০১২,০০০

    বেতন কাঠামোর গুরুত্বপূর্ণ বিষয়সমূহ

    • গড়ে ১,০০০-১,৫০০ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পেয়েছে।
    • ২০২৫ সালের নতুন গেজেটে বাড়ি ভাড়া কিছুটা বাড়ানো হয়েছে।
    • চিকিৎসা, যাতায়াত এবং খাদ্য ভাতা মোট ২,০০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে
    • সর্বোচ্চ বেতন: ১৬,০০০ টাকা (গ্রেড ১)।
    • সর্বনিম্ন বেতন: ১২,০০০ টাকা (গ্রেড ৫)।


    মূলত এই বেতন বিভিন্ন গার্মেন্টস অনুযায়ী ভিন্ন ভিন্ন। অন্যান্য জেলার তুলনায় ঢাকা জেলার গার্মেন্টসগুলোতে এই হারে বেতন প্রদান করা হচ্ছে। তবে গার্মেন্টসের আকার এবং ধরন অনুযায়ী শ্রমিকদের বেতন ভিন্ন ভিন্ন। 

    নতুন বেতন গেজেট নিয়ে টেক্সটাইল শ্রমিকরা কি বলছে

    টেক্সটাইল শ্রমিকদের অনেকেই মনে করছে বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী এই বেতন বৃদ্ধি তাদের জন্য যথেষ্ট নয়। বর্তমান সময়ে অনেকে আরো ন্যায্যমজুরের দাবি জানিয়ে আসছে সাথে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার লক্ষ্যে এই বেতন কাঠামোর সাথে আরো কিছু সংযুক্ত করতে বলছে। 


    মালিকপক্ষ এখন পর্যন্ত এই অধিকার নিশ্চিত করতে আরো কিছু পর্দা গ্রহণ করবে বলেও জানাচ্ছে।তবে সরকার কর্তৃক যে বেতন নির্ধারণ করে দেওয়া হয়েছে পরবর্তীতে এটি বিশেষ আলোচনার মাধ্যমে আবারও পূর্ণ বিবেচনা করে দেখবে বলেও জানিয়েছেন তারা।


    শেষ কথা

    ২০২৫ সালের টেক্সটাইল শ্রমিকদের বেতন গ্যাজেট কিছুটা বাড়িয়ে স্বস্তি দিলেও শ্রমিকদের মাঝে এখন পর্যন্ত তাদের প্রত্যাশা অনুযায়ী অনেকটাই কম। সরকার এবং মালিকপক্ষ এ বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং আশা করা যাচ্ছে এ বিষয়ে একটি কার্যকরী পদক্ষেপ নিবে।


    আরো পড়ুন: ফিনিশিং সুপারভাইজার এর কাজ কি ও বেতন কত দেখুন


    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন