পুড়ে গেলে করণীয় কি | পুড়ে গেলে কি মলম লাগাতে হয়

পুড়ে গেলে করণীয় কি  পুড়ে গেলে কি মলম লাগাতে হয়

দুঃখের বিষয় হল বর্তমান সময়ে অগ্নি-দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটছে। তবে সেক্ষেত্রে যদি দুর্ঘটনা ঘটে যায় তবে তার যথাযথ চিকিৎসার প্রয়োজন অবশ্যই নিতে হবে। পুড়ে যাওয়া জায়গাটি যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়া জরুরী। 


বর্তমানে প্রতিনিয়ত আগুনে পুড়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটছে। তাই আজকে আমরা কথা বলবো পুড়ে গেলে করণীয় কি এবং পুড়ে গেলে কি মলম লাগাতে হয়। এই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা তাহলে চলুন দেখে নেয়া যাক পর্যায়ক্রমে পড়ে গেলে করণীয় কি


পুড়ে গেলে করণীয় কি

শরীরের কোন অংশ যদি পুড়ে যায় তাহলে ব্যবহারিত ঠান্ডা পানি ঢালতে হবে অথবা ভেজানো কাপড় বা তোয়ালে পেচিয়ে পোড়া জায়গায় জড়িয়ে রাখতে হবে। তবে পোড়া জায়গায় যদি ফোসকা পড়ে যায় তাহলে সেই স্থানগুলি না দেওয়া ভালো


যদি ইচ্ছাকৃতভাবে গলানো হয়ে থাকে তাহলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়। যদি পোড়ার স্থান অল্প হয়ে থাকে তবে সেক্ষেত্রে পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে, বার্না, কিংবা বার্নল মিল্ক ক্রিম লাগিয়ে পরিষ্কার একটি কাপড় দিয়ে ভালোমতো ঢেকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তবে প্রথম অবস্থায় যদি এই ক্রিম দুটি না পাওয়া যায় তাহলে বাসায় ঢাকা ডিমের সাদা অংশ লাগাতে পারেন


মনে রাখতে হবে যে কোন অবস্থাতেই সেখানে টুথপেস্ট, গাছের যে কোন বাকল, পাতা, মসলা, সহ অন্যান্য জিনিসগুলো পোড়া স্থানে না লাগানোই ভালো। যদি পরিমাণে বেশি পুড়ে যায় তাহলে স্যালাইন দেওয়া খুবই জরুরী। সেক্ষেত্রে অবশ্যই দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে অনেক সময় আগুনে শ্বাসনালী পুড়ে গেলে সেই ক্ষেত্রে ইনটেনসিভ কেয়ার ইউনিট সাপোর্ট জরুরিভাবে দরকার হয়ে পড়ে


লতা হারবাল ক্রিম এর উপকারিতা | লতা হারবাল ক্রিম এর দাম


পুড়ে গেলে কি মলম লাগাতে হয়

পোড়া জায়গায় ঠান্ডা পানি ঢালতে হবে। ভেজানো তোয়ালে দিয়ে পেচিয়ে রাখতে হবে। ওরা জায়গার স্থানে পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে বার্না বা বার্নল মিল্কক্রিম পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। 


যদি বাসায় এই ক্রিম না থাকে তবে সে ক্ষেত্রে ডিমের সাদা অংশ পোড়া জায়গায় স্থানে ভালো মতো লাগিয়ে দিতে হবে। নিওবার্নিয়া মলম লাগাতে হবে। আর এবং যদি পড়ার মাত্রা শরীরের বেশি অংশ হয়ে থাকে তবে সে ক্ষেত্রে দ্রুততার সঙ্গে মেডিকেল নিতে হবে এবং স্যালাইন দেয়ার ব্যবস্থা করতে হবে

পুড়ে গেলে ঘরোয়া চিকিৎসা

প্রাথমিক অবস্থায় পড়ে গেলে ঘরোয়া চিকিৎসা হিসেবে ট্যাপের পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং সেখানে এক এসএসডি ক্রিম লাগাতে হবে। সেইসাথে ক্ষতস্থানের জন্য যদি ব্যথা অনুভূত হয় তাহলে প্যারাসিটামল ট্যাবলেট খেতে পারেন


যদি রোগী গর্ভবতী হয়ে থাকে তাহলে তার কোন ধরনের মলম না লাগানো উচিত। প্রথম অবস্থায় পানি এবং ডিমের সাদা কুসুম লাগিয়ে জরুরী ভিত্তিতে ডাক্তারের কাছে গিয়ে প্লাস্টিক সার্জন এর সহায়তা নিতে পারেন চিকিৎসার জন্য


ঘরোয়া চিকিৎসা হিসেবে অতীতের ধারণা অনুযায়ী টুথপেস্ট, বিভিন্ন গাছের বাকল, মসলা, অন্যান্য অনেক কিছুই ব্যবহার করে থাকে এগুলা না ব্যবহার করাই উত্তম। শুধুমাত্র নিওবার্নিয়া মলম লাগাতে হবে। তার পরেও যদি ব্যথা পুরানা কম এবং বিষয়টির জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া উচিত। তাছাড়া উপরের দেওয়া দুইটি তাৎক্ষণিকভাবে ঘরোয়া চিকিৎসা হিসেবে ব্যবহার করতে হবে


Vodi App দিয়ে টাকা আয় | মোবাইল দিয়ে টাকা ইনকাম


পুড়ে গেলে প্রাথমিক চিকিৎসা কি

পুড়ে গেলে প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয় সে ক্ষেত্রে সরাসরি আগুনে পড়ুক বা  পেট্রোল দ্বারা তাহলে তাৎক্ষণিকভাবেই প্রাথমিক চিকিৎসা নিতে হবে

  • আক্রান্ত স্থানে বালতির পরিষ্কার পানিতে ডুবিয়ে রাখতে হবে
  • অথবা আক্রান্ত স্থানে ঠান্ডা পানি ঢালতে হবে
  • সে ক্ষেত্রে ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানি দেওয়া যাবে না
  • পোড়া স্থানে জীবাণুমুক্ত গজ কাপড় বা প্যাড ব্যবহার করতে হবে
  • প্রথম অবস্থায় অন্যান্য ক্রিম ব্যবহার করে ডিমের সাদা অংশ ব্যবহার করা
  • ব্যথানাশক সেবন করতে হবে অথবা প্যারাসিটামল-জাতীয় ব্যথানাশক
  • যদি বেশি মাত্রায় পুড়ে যায় যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিতে হবে

Airdrop এ কিভাবে কাজ করতে হয় | এয়ারড্রপ থেকে ইনকাম

পুড়ে গেলে কি ক্রিম লাগাতে হয়

পুড়ে যাওয়া স্থানে লেবিসিকা, ক্রিম মেডারমা ক্রিম, যার জেল ক্রিম, ভাইট ক্রিম ব্যবহার করতে হবে। পড়ে যাওয়া এই ক্রিমগুলো সহ প্রাথমিক অবস্থায় ডিমের সাদা অংশ ব্যবহার করা যাবে সেইসাথে নিওবার্নিয়া মলম লাগাতে হবে। পোড়ার স্থানে যদি অতিরিক্ত ব্যথা অনুভূত হয় তাহলে ব্যথানাশক ঔষধ অথবা প্যারাসিটামল খেয়ে নিতে হবে


চুলের জন্য মেথির উপকারিতা  চুলে মেথি ব্যবহারের নিয়ম

Leave a Comment