আজকে আমরা দেখাবো স্কুলের বেতন বউকে ফের জন্য আবেদন পত্র লিখার নিয়ম। স্কুলের বেতন মওকুফের জন্য আবেদনে কি কি বিষয় উল্লেখ করা লাগবে। এ বিষয়গুলো নিয়ে আজকে আমরা পর্যায়ক্রমে এখানে একটি নমুনা দিব।
যেখান থেকে দেখে আপনারা হুবহু স্কুলের বেতন ও মওকুফের জন্য আবেদন পত্র লিখে ফেলতে পারবেন। এই আবেদন পত্র লেখার ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় কিছু তথ্য আবেদনে উল্লেখ করতে হয়। তাহলে আবেদনের গ্রহণযোগ্যতা বাড়ে। তাহলে চলুন কিভাবে স্কুলের বেতন মওকুফের আবেদন পত্র লিখবেন দেখে নেওয়া যাক।
স্কুলের বেতন ও মওকুফের জন্য আবেদন পত্র
মনে করেন আপনার নাম: আরাফাত ইসলাম। আপনার পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ হওয়ার কারণে আপনি স্কুলের বেতন দিতে পারছেন না। এই অবস্থায়ই আপনার বেতন মওকুফের জন্য অধ্যক্ষের কাছে একটি আবেদন পত্র লিখুন।
তারিখ: ১০-০২-২০২৫
বরাবর
প্রধান শিক্ষক
রাজশাহী কামরুজ্জামান স্কুল, রাজশাহী।
বিষয়: স্কুলের বেতন মওকুফের জন্য আবেদন পত্র
শ্রদ্ধেয় মহোদয়
আমি আপনার স্কুলের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের নিয়মিত ছাত্র/ছাত্রী। গত অষ্টম শ্রেণীর পরীক্ষায় শতকরা ৮০ ভাগ নম্বর পেয়েছি। আশা করি আমার পরীক্ষাই সম্মিলিত মেধা তালিকায় স্থান অধিকার করে স্কুলের সুনাম বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। আমার পিতা একজন দরিদ্র রিকশাচালক হওয়ার কারণে তার রোজগার দিয়ে পরিবারের ভরণপোষণ তথা আমার স্কুলের বেতন পরিশোধ করতে একেবারেই অক্ষম।
অতএব,
মহাদয়ের কাছে বিনীত প্রার্থনা, আমার আর্থিক অবস্থা বিবেচনা করে বেতন মওকুফ করার জন্য সদয় দৃষ্টি দেওয়ার অনুরোধ করছি।
নিবেদক
আপনার একান্ত অনুগত
নাম: আরাফাত ইসলাম
শ্রেণি: নবম
রোল: ০৫
শাখা:ক
বিভাগ: বিজ্ঞান
বিশেষ দ্রষ্টব্য:
প্রিয় বন্ধুরা, বর্তমান সময়ে বাজারে খাদ্য দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে অনেকেরই সংসার চালানো অনেক কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তা আমরা সবাই জানি এই কারণে অনেক অভিভাবকের সংসার চালানোর পর্যাপ্ত টাকা থাকে না। তাই তোমাদের যদি এই ধরনের কোন সমস্যার মধ্যে পড়ে থাকো তাহলে স্কুলের বেতন মওকুফের জন্য আবেদন পত্র লিখে প্রধান শিক্ষক বরাবর দাও।
প্রায় প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানেই এরকম ধরনের সুযোগ সুবিধা থাকে। মূলত দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুল পর্যায়ে থেকে বেতন মওকুফের জন্য সুযোগ দেওয়া হয়। এক্ষেত্রে দরিদ্র শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে আরো ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে।
স্কুলের বেতন মওকুফের জন্য আবেদন পত্র লেখার নমুনা
তারিখ: (………….)
বরাবর
প্রধান শিক্ষক
স্কুলের নাম:.(……………………..)
বিষয়: স্কুলের বেতন মওকুফের জন্য আবেদন পত্র
শ্রদ্ধেয় মহোদয়
আমি আপনার স্কুলের (..শ্রেণী…) (..বিভাগ ..) বিভাগের নিয়মিত (ছাত্র/ছাত্রী)। গত অষ্টম শ্রেণীর পরীক্ষায় শতকরা ৮০ ভাগ নম্বর পেয়েছি। আশা করি আমার পরীক্ষাই সম্মিলিত মেধা তালিকায় স্থান অধিকার করে স্কুলের সোনা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। আমার পিতা একজন দরিদ্র রিকশাচালক হওয়ার কারণে তার রোজগার দিয়ে পরিবারের ভরণপোষণ তথা আমার স্কুলের বেতন পরিশোধ করতে একেবারেই অক্ষম।
অতএব, মহাদয়ের কাছে বিনীত প্রার্থনা, আমার আর্থিক অবস্থা বিবেচনা করে বেতন মওকুফ করার জন্য সদয় দৃষ্টি দেওয়ার অনুরোধ করছি।
নিবেদক
আপনার একান্ত অনুগত
নাম:……………
শ্রেণি:………….
রোল:……………
শাখা:……………
বিভাগ:…………
স্কুলের বেতন মওকুফের জন্য আবেদন পত্র লেখার নিয়ম:
স্কুলের বেতন মওকুফের জন্য আবেদন পত্র লিখার ধাপগুলো অনুসরণ করুন:
ঠিকানা ও তারিখ: ( সেদিনের তারিখ লিখুন।)
স্কুলের নাম: (আপনার স্কুলের নাম লিখুন।)
প্রধান শিক্ষক/প্রতিষ্ঠান প্রধান
বিষয়: (স্কুলের বেতন মওকুফের জন্য আবেদন পত্র।)
শ্রদ্ধেয় মহোদয়
মূল অনুচ্ছেদ: (নিজের নাম, শ্রেণী, রোল, উল্লেখ করুন, পারিবারিক আর্থিক অস্বচ্ছলতার কারণ ব্যাখ্যা করুন যেমন, দরিদ্র, চাকরি নেই, আইকম ইত্যাদি বিষয় গুলো লিখুন। শিক্ষাগত অর্জন সম্পর্কেও বিস্তারিত লিখুন।)
অনুরোধ: (বেতন মওকুফের জন্য বিনীত আবেদন করুন)
উপসংহার: (অতএব, বিনীত নিবেদন এই যে আমার আর্থিক অবস্থার বিবেচনা করে বেতন মওকুফের জন্য অনুরোধ করা হলো)
পরিচয়:
নাম:……………
শ্রেণি:………….
রোল:……………
শাখা:……………
বিভাগ:…………
এই নিয়মে স্কুলে বেতন মওকুফের জন্য আবেদন করলে আবেদন গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তবে অবশ্যই আপনার আর্থিক অস্বচ্ছলতার কারণ বিষয়টি ভালোমতো উল্লেখ করুন এবং আপনি যে ক্লাসের মধ্যে একজন ভালো স্টুডেন্ট সেটা অবশ্যই সেখানে তুলে ধরতে হবে।
রবিতে ১৭ টাকায় ২ জিবি ইন্টারনেট ৭ দিন মেয়াদ
স্কুলের বেতন মওকুফের আবেদন পত্র লিখার টিপস
স্কুলের বেতন মওকুফের জন্য আবেদন পত্র লিখার জন্য এই টিপস গুলো ফলো করুন:
- আবেদন পত্রের তারিখ অনুযায়ী আবেদন পত্র লিখুন
- আর্থিক অসচ্ছলতার কারণ উল্লেখ করুন
- ভালো রেজাল্ট করার পরে আবেদন করুন
- নিয়মিত ক্লাসে উপস্থিত থাকুন
- শিক্ষকদের কে সম্মান করুন
- এসাইনমেন্ট সঠিকভাবে জমা দিন
- বাড়ির কাজগুলো ভালোমতো সম্পন্ন করুন
- আবেদন পত্রের কোন ধরনের ভুল করবেন না
- আবেদন পত্র কাটাকাটি বা লিখার মাঝে ঘষাঘষি করবেন না
- কালো কালি দ্বারা আবেদন পত্র লিখুন
আবেদনপত্রে এই বিষয়গুলো যদি সঠিকভাবে উল্লেখ করেন তাহলে আবেদন পত্র গ্রহণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আবেদন পত্র লিখার আগে এই টিপস গুলো ফলো করুন।
মূলত আর্থিক অস্বচ্ছলতার কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনা করতে পারে না তাই এইভাবে আপনার স্কুলের বেতন মওকুফ করে নিতে পারবেন।
উপসংহার:
আবেদনপত্র লেখার জন্য অবশ্যই সাদা কাগজ এবং কালো কালি ব্যবহার করবেন। আবেদন পত্রের কোন ধরনের ভুল ত্রুটি এবং নামের বানান এবং স্কুলের নামে কখনো যেন ভুল না হয়। সবকিছু প্রক্রিয়া সম্পন্ন করার পরে প্রধান শিক্ষক বরাবর আবেদন জমা দিন।
মূলত বেতন মওকুফের জন্য আবেদন করার ক্ষেত্রে রেজাল্টের বিষয়ে গুরুত্ব দিয়ে থাকে শিক্ষকেরা। তাই আপনার রেজাল্ট যদি ভালো হয় তাহলে স্কুলের বেতন মওকুফের জন্য যে কোন সময় প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে পারেন।
পরীক্ষা না দেওয়ার জন্য আবেদনপত্র লেখার নিয়ম