আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (ISPR), প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, ২০২৫ সালের জন্য নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৬টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। নারী-পুরুষ নির্বিশেষে সকল যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া হবে অনলাইনে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে।
(ISPR) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
📅 গুরুত্বপূর্ণ তারিখসমূহ
বিষয় | সময়সীমা |
---|---|
আবেদন শুরুর সময় | ০১ মে ২০২৫, সকাল ১০টা |
আবেদন শেষ হওয়ার সময় | ১৮ মে ২০২৫, বিকাল ৫টা |
অনলাইন আবেদন লিংক | mod.teletalk.com.bd |
🧾 শূন্যপদ ও প্রয়োজনীয় যোগ্যতা
পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | অন্যান্য দক্ষতা/শর্ত | বেতন স্কেল |
---|---|---|---|---|
সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর | ০১ | স্নাতক | বাংলা টাইপিং: ৫০ WPM, ইংরেজি টাইপিং: ৮০ WPM | ১১,০০০–২৬,৫৯০ টাকা |
কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী | ০১ | এইচএসসি | বাংলা টাইপিং: ২০ WPM, ইংরেজি টাইপিং: ৩০ WPM | ৯,৩০০–২২,৪৯০ টাকা |
ড্রাইভার | ০১ | অষ্টম শ্রেণি | বৈধ ড্রাইভিং লাইসেন্স আবশ্যক | ৯,৩০০–২২,৪৯০ টাকা |
অন্ধকার কক্ষ সহকারী | ০১ | অষ্টম শ্রেণি | সংশ্লিষ্ট কাজে আগ্রহ থাকতে হবে | ৮,৮০০–২১,৩১০ টাকা |
অফিস সহায়ক | ০২ | এসএসসি বা সমমান | দৈনন্দিন দাফতরিক কাজ পরিচালনায় সহায়তা | ৮,২৫০–২০,০১০ টাকা |
📝 আবেদন পদ্ধতি
যোগ্য ও আগ্রহী প্রার্থীদেরকে mod.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। অনলাইন ফর্ম পূরণের সময় সকল প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট যথাযথভাবে প্রদান করতে হবে। সময়সীমার পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
ℹ️ কিছু গুরুত্বপূর্ণ দিক
-
নির্ধারিত যোগ্যতা পূরণ না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
-
আবেদন করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিতে হবে।
-
আবেদনপত্রে ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে।